প্রিয়তম এর আরবি কি
বর্তমান পৃথিবীতে যত গুলো প্রচীন ভাষা রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভাষা আরবি। পৃথিবীর অধিকাংশ মানুষ আরবি ভাষা শিখতে চাই। যারা শিখতে পারে না তারা তারা কিছু কিছু শব্দ বা বাক্য শিখতে চাই এবং তার অর্থ চানতে চাই। এমন একটি বাক্য হচ্ছে প্রিয়তম এর আরবি কি অনেকেই জানতে চাচ্ছেন।
আজকের আর্টিকেলে আমরা জানবো প্রিয়তম এর আরবি কি এবং কোন কোন ক্ষেত্রে এই বাক্য ব্যবহার করা হয়।
প্রিয়তম এর আরবি কি
প্রিয়তম এর আরবি হল حبيب \ حبيبة যার উচ্চারণ হাবিব /হাবিবা। এই শব্দ দুইটা ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা থাকে। যেমন প্রিয় ব্যাক্তি যদি পুরুষ হয় তাহলে “হাবিব” হবে আর যদি প্রিয় ব্যাক্তি মহিলা হয় তাহলে “হাবিবা” ব্যবহার করতে হবে।
হাবিব / হাবিবি এই দুইটি শব্দের সাথে “ইয়া” যোগ করতে পারেন। তখন উচ্চারণ হবে “ইয়া বাবিবি / ইয়া হাবিবাতি”। ইয়া হাবিবি এর অর্থ আমার প্রিয়তম এবং ইয়া হাবিবাতি এর অর্থ আমার প্রিয়তমা।
স্বামী স্ত্রী একে অপরের ডাকার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা যেতে পারে। স্বামীকে ইয়া হাবিবি এবং স্ত্রীকে ইয়া হাবিবাতি বলা হয়।
বর্তমানে সোশ্যাল মিডিয়া গুলোতে ইয়া হাবিবি বাক্যটি বেশ পরিচিত লাভ করেছে। অনেক গান, চলচ্চিত্রে এই বাক্য ব্যবহার করা হচ্ছে।
আরবি ভাষায় প্রিয়তম এর সমার্থক শব্দ
- عزيزي (আজিজি) – এর অর্থ প্রিয় বা মূল্যবান। স্বামী বা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- روحي (রুহি) – এর অর্থ আমার জান। এর মাধ্যমে স্বামী স্ত্রী মধ্যে গভীর সম্পর্ক প্রকাশ করা হয়।
- عزيزتي (আজিজাতি) – স্ত্রী বা নারী জাতির জন্য ব্যবহার করা হয় এই বাক্যটি।