লুক্সেমবার্গ বেতন কত ২০২৪

আপনারা যারা কাজের ভিসায় ইউরোপ মহাদেশের ছোট একটি দেশ লুক্সেমবার্গ যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন লুক্সেমবার্গ বেতন কত এবং লুক্সেমবার্গ টাকার মান সম্পর্কে।

লুক্সেমবার্গ পশ্চিম ইউরোপের স্থলবেষ্টিত একটি দেশ। এদেশের উত্তর ও পশ্চিমে বেলজিয়াম, পূর্বে জার্মানি এবং দক্ষিণে ফ্রান্স অবস্থিত। দেশটির রাজধানীর নাম  লুক্সেমবুর্গ শহর, যা ইউরোপীয় ইউনিউনের চারটি অফিসিয়াল রাজধানীর একটি।

বিশ্বের সবচেয়ে ধনী ও উন্নত দেশ লুক্সেমবার্গ। এদেশের উন্নত অর্থনীতি এবং বিশ্বের সর্বোচ্চ জিডিপি। উন্নত ও ধনী দেশ হওয়ার বিশ্বের বিভিন্ন দেশ থেকে লুক্সেমবার্গ কাজের ভিসায় যেতে চাই।

লুক্সেমবার্গ বেতন কত ২০২৪

লুক্সেমবার্গ ইউরোপ উন্নত দেশ হিসাবে অন্যান্য দেশের তুলনায় বেতন অনেক বেশি। লুক্সেমবার্গ কর্মীদের বেতন ২২০০ ইউরো। যা বাংলাদেশী টাকার প্রায় ২,৬৩,৯৭৩ টাকা।

লুক্সেমবার্গ কর্মীদের বেতন প্রদান করা হয় ঘন্টা চুক্তিতে। প্রত্যেক দিন আপনাকে ৮ ঘন্টা ডিউটি করতে হবে। এছাড়া অভার টাইম ডিউটি করতে পারবেন।আপনার কাজের অভিজ্ঞতা থাকলে বেতন বেশি ধরা হবে। তাছাড়া ধীরে ধীরে আপনার কাজের বেতন বৃদ্ধি পাবে। 

লুক্সেমবার্গ টাকার মান

লুক্সেমবার্গ ইউরোপের দেশ হওয়ার লুক্সেমবার্গ মুদ্রা হিসাবে ইউরো ব্যবহার করে। আজকের টাকার রেট হিসাবে ১ ইউরো সমান ১১৯.৯৯ বাংলাদেশী টাকা। অর্থাৎ লুক্সেমবার্গ টাকার মান বাংলাদেশী ১১৯.৯৯ টাকা। লুক্সেমবার্গ ১ টাকা সমান বাংলাদেশের ১১৯.৯৯ টাকা।

লুক্সেমবার্গ কোন কাজের চাহিদা বেশি ২০২৪

  • রেস্তোরাঁ
  • আইটি
  • নির্মাণ শিল্প
  • আইনি পরামর্শ
  • স্বাস্থ্যসেবা
  • ড্রাইভিং

শেষ কথা

আজকে আমরা জানলাম লুক্সেমবার্গ বেতন কত, টাকার মান এবং কোন কাজের চাহিদা বেশি সেই সম্পর্কে। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *