স্বামীকে আরবিতে কি বলে
স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যান্ত মধুর হয়। আমাদের সমাজের স্ত্রীরা স্বামীকে ভালোবেসে অনেক নামে ডাকে। আজকে আমরা জানবো সৌদি আরবে বা মধ্যপ্রচ্যে স্বামীকে আরবিতে কি বলে।
আমাদের দেশে বিভিন্ন এলাকায় এখনো স্ত্রীরা তার স্বামীর নাম ধরে ডাকে না। তারা মনে করে স্বামীর নাম ধরে ডাকলে মনে হয় পাপ হবে। তাছাড়া স্বামীকে ভালোবেসে গো, বাবুর আব্বু ইত্যাদি বলে ডাকে।
তবে, বর্তমানে আধুনিক সমাজে অধিকাংশ মেয়েরা বিয়ের পর থেকে স্বামীকে তার নাম ধরে ডাকে। স্বামীও তার স্ত্রীর নাম ধরে ডাকে।
স্বামীকে আরবিতে কি বলে
সৌদি আরব বা মধ্যপ্রচ্য সহ অন্যান্য দেশে যারা আরবিতে কথা বলে সেই সকল স্ত্রীরা তাদের স্বামীকে ভালোবেসে “زوج” (zawj) বলে ডাকে। এটি সাধারণত বিবাহিত পুরুষকে বলে ব্যবহৃত হয়।
এছাড়া আরবি ভাষায় স্বামীকে ডাকার জন্য বা সম্বোধন করার জন্য অরো কিছু শব্দ রয়েছে। এই শব্দ গুলো হল
- زوجي (zawjī) – আমার স্বামী
- زوجه (zawjatuhā) – তার স্বামী
- زوجك (zawjīk) – তোমার স্বামী
- عَزِيزِي (আজিজি) – আমার প্রিয়
- حَمِيمِي (হামিমি) – আমার ঘনিষ্ঠ বন্ধু
- قَلْبِي (কলবি) – আমার হৃদয়
- رُوحِي (রুহি) – আমার আত্মা
- صَاحِبِي (সাহিবি) – আমার বন্ধু
এছাড়া স্বামীকে তার ব্যাক্তিগত নাম, পেশা বা উপাধি ধরে ডেকে সম্বোধন করা যেতে পারে।
নিচে স্বামীকে আরবিতে ডাকার জন্য কয়েকটি সুন্দর ডাকনাম উল্লেখ করা হল।
- زوجي الحبيب (zawjī al-ḥabīb) – আমার প্রিয় স্বামী
- زوجي الغالي (zawjī al-ghālī) – আমার প্রিয়তম স্বামী
- حَبِيبِي (হাবিবি) – আমার প্রিয়তম
- عريس (ʿarīs) – আমার স্বামী
এই ডাক নাম গুলো আরবিতে স্বামী স্নেহ ও ভালোবাসা প্রকাশ করতে ব্যবহার করা হয়। আপনারা স্বামী স্ত্রীর মধ্যে ডাকার সময় এই নাম গুলো ব্যবহার করতে পারেন।
এছাড়া স্বামীর শারীরিক সৌন্দর্য, বৈশিষ্ট্য, ব্যাক্তিত্ব ও আচার-আচরণের উপর ভিত্তি করে তাকে বিভিন্ন নামে ডাকা যায়। স্বামী যদি সুন্দর হয় তাহলে তাকে “جَمِيلِي (জামিলি)” অর্থাৎ আমার সুন্দর বলে ডাকা যেতে পারে।
স্বামী যদি বুদ্ধিমান হয় তাহলে তাকে “عَالِمِي (আলিমি)” অর্থাৎ আমার জ্ঞানী বলে ডাকা যেতে পারে। স্বামী যদি দয়ালু হয় তাহলে তাকে “رَحِيمِي (রাহিমি)” অর্থাৎ আমার দয়ালু বলে ডাকা যেতে পারে।