অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নতুন নিয়ম | Palli Bidyut Bill Check Online
জানুন অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নতুন নিয়ম (Palli Bidyut Bill Check Online) সম্পর্কে।
আমাদের দৈন্দিন জীবনে বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল পরিশোধ না করেন তাহলে লাইন কেটে দিবে।
আমাদের মধ্যে অনেকে আছেন যারা পল্লী বিদ্যুৎ বিল ব্যাংক, বা বিকাশ, নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করেন। তবে, অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধ করার পরে আপনার বিল জমা হয় না। যার জন্য আপনাকে নানা ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়।
অনেক সময় দেখা যায় আপনার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে যায়। তাই বিদ্যুৎ বিল পরিশোধ করার পরে বিল জমা হয়েছে কিনা অবশ্যই অনলাইনে চেক করে নিবেন।
অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম | Palli Bidyut Bill Check Online
পল্লী বিদ্যুৎ বিল চেক করার জন্য তাদের অফিসিয়াল কোনো ওয়েবসাইট নেই। তাই বিদ্যুৎ বিল চেক করার জন্য অন্য মাধ্যম গুলো ব্যবহার করতে হবে।
বিদ্যুৎ বিল চেক করার জন্য ২টি মাধ্যম রয়েছে। এর মধ্যে যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে আপনি ঘরে বসে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।
১. পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ করার নাম্বারে ফোন করে বিদ্যুৎ বিল চেকের তথ্য জেনে নিতে পারবেন। (বিদ্যুৎ বিল কাগজের পিছনে অভিযোগ নাম্বার পেয়ে যাবেন)।
২. বিকাশ বা নগদ একাউন্টের মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।
বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
আপনার ব্যবহার করা বিকাশ একাউন্ট থেকে দুই ভাবে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। (১) কোডের মাধ্যমে (২) অ্যাপের মাধ্যমে। এই আর্টিকেলে আমি দুই ভাবে চেক করার বিষয় বিস্তারিত আলোচনা করবো।
বিকাশ কোডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক
- আপনার মোবাইল থেকে *২৪৭# নাম্বারে ডায়াল করুন।
- এরপর Pay Bill অপশনে যান।
- এরপর Electricity (Postpaid) অপশনে যান।
- এরপর Palli Bidyut (Postpaid) অপশনে যান।
- এরপর Check Bill অপশনে যান।
- এরপর Input SMS A/C number অপশনে যান।
- আপনার বিদ্যুৎ বিলে থাকা SMS A/C Number লিখুন।
- শেষে বিকাশের PIN নম্বর দিয়ে Send করলে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।
বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
- আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপ ওপেন করে পে বিল অপশনে যান।
- এরপর বিদ্যুৎ অপশনে ক্লিক করুন।
- এরপর Palli Bidyut (Postpaid) অপশনে ক্লিক করুন (মিটার চার্জ হলে Palli Bidyut (Prepaid) অপশনে ক্লিক করুন)।
- এরপর যে মাসের বিল চেক করতে চান উক্ত মাস সিলেক্ট করে SMS A/C নাম্বার লিখুন।
- সবকিছু ঠিক থাকলে বিলের এমাউন্ট দেখানো হবে।
- শেষে আপনার বিকাশ একাউন্টের Pin নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলে বিদ্যুৎ বিল চেক করে দেখতে পারবেন।
বিপিডিবি বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
বিপিডিবি বিদ্যুৎ বিল চেক করার জন্য প্রথমে ভিজিট করুন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDP) এর অফিসিয়াল ওয়েবসাইট। এরপর নিচের ধাপ গুলো অনুসারণ করুন।
- BPDP Bill ওয়েবসাইটে প্রবেশ করার জন্য https://billonweb.bpdb.gov.bd/customerBill এই লিংকে যান।
- ৮ ডিজিটের Consumer No লিখুন।
- Location Code লিখুন।
- Bill Month লিখুন।
- নিচের ক্যাপচা সঠিক ভাবে লিখুন।
- শেষে Submit অপশনে ক্লিক করুন।
আপনার সকল তথ্য সঠিক থাকলে বিপিডিবি বিদ্যুৎ বিল চেক করে দেখতে পাবেন।
নোট: Consumer No এবং Location Code আপনার পুরাতন বিদ্যুৎ বিলের কাগজে পেয়ে যাবেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম বিকাশের মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
Please let me know How I can Check my month wary paid bill easyly.
assa
How I can Check my month wise paid/unpaid bill statement ?
আচ্ছা