আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
আপনারা যারা বিএমইটি থেকে পিডিও ট্রেনিং শেষ করে ফি প্রদান করেছেন তারা খুব সহজে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। জানু কিভাবে PDO Certificate Download করবেন।
আপনি যদি আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে প্রথমে আমি প্রবাসী অ্যাপে রেজিষ্ট্রেশন করতে হবে। আমি প্রবাসী রেজিষ্ট্রেশন করার সম্পন্ন নিয়ম জানুন।
আমি প্রবাসী অ্যাপে রেজিষ্ট্রেশন করে বিএমইটি থেকে পিডিও ট্রেনিং শেষ করে আমি প্রবাসী অ্যাপ থেকে ১০০ টাকা ফি প্রদান করলে পিডিও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
আপনারা দুই ভাবে Ami Probashi Certificate Download করতে পারবেন। (১) আমি প্রবাসী অ্যাপ থেকে। (২) আমি প্রবাসী ওয়েবসাইট থেকে।
অ্যাপ এবং ওয়েবসাইট থেকে দুই ভাবে “আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড” করার সম্পন্ন নিয়ম নিচে ছবি সহ আলোচনা করা হলো।
আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম (Ami Probashi Certificate Download)
মোবাইলে আমি প্রবাসী অ্যাপ থেকে PDO Certificate Download করার নিয়ম নিচে উল্লেখ করা হয়েছে।
- প্রথমে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আমি প্রবাসী অ্যাপে লগইন করুন।
- এরপর Pre-Departure Orientation অপশনে ক্লিক করুন।
- Download Certificate অপশনে ক্লিক করে পেমেন্ট অপশন সিলেক্ট করুন।
- এরপর মোবাইল ব্যাংকিং বা ব্যাংক থেকে যেকোনো একটি অপশন সিলেক্ট করে ১০০ টাকা পেমেন্ট সম্পন্ন করুন।
- এরপর Download Certificate অপশনে ক্লিক করলে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।
আমি প্রবাসী অ্যাপ থেকে সার্টিফিকেট ডাউনলোড করার পাশাপাশি AmiProbashi.com ওয়েবসাইট থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
AmiProbashi.com ওয়েবসাইট থেকে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
আমি প্রবাসী ওয়েবসাইট থেকে পিডিও সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে Ami Probashi App থেকে ১০০ টাকা ফি প্রদান করতে হবে। এরপর নিচের নিয়ম গুলো অনুসারণ করুন।
- প্রথমে AmiProbashi.com ওয়েবসাইটে ভিজিট করুন।
- উপরের মেন্যুবার থেকে PDO অপশনে ক্লিক করে Download Certificate অপশনে ক্লিক করুন।
- এরপর Passport Number লিখে নিচের Captcha পূরণ করে Search অপশনে ক্লিক করুন।
- এবার সার্টিফিকেট এর পিডিএফ ফাইল চলে আসবে উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করুন।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমি প্রবাসী অ্যাপ বা আমি প্রবাসী ওয়েবসাইটে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এরপর মেন্যু অপশন থেকে Training Certificate অপশনে ক্লিক করে Housekeeping Certificate Download অপশনে ক্লিক করুন। এবার Passport নম্বর এবং নিচের Captcha সঠিক ভাবে পূরণ করে Search অপশনে ক্লিক করলে ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
Ami Probashi এনরোলমেন্ট কার্ড ডাউনলোড করার নিয়ম
আমি প্রবাসী অ্যাপ বা ওয়েবসাইট থেকে Ami Probashi Enrollment Card Download করার জন্য মেন্যু অপশনে থেকে PDO অপশনে ক্লিক করে Enrollment Card Download অপশনে ক্লিক করুন।
এরপর পাসপোর্ট নম্বর এবং নিচের ক্যাপচা সঠিক ভাবে পূরণ করে সার্চ অপশনে ক্লিক করে এনরোলমেন্ট কার্ড ডাউনলোড করতে পারবেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং নিচে থেকে আমি প্রবাসী অ্যাপ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানুন।
- বিএমইটি কার্ড চেক করার নিয়ম
- বিএমইটি কার্ড ডাউনলোড করার নিয়ম
- আমি প্রবাসী কার্ড কিভাবে বানাবো
- বিএমইটি রেজিস্ট্রেশন করার নিয়ম
আমি প্রবাসী FAQ
আমি প্রবাসী পিডিও সার্টিফিকেট কি?
যারা বিদেশ যেতে চান তাদের বিভিন্ন দিক দির্নেশনা ও পরামর্শমূলক একটি ওরিয়েন্টেশন ট্রেনিং করানো হয় বিএমইটি থেকে। এই ট্রেনিং শেষ করার পরে স্বীকৃতি হিসেবে যে সার্টিফিকেট প্রদান করা হয় তাকে আমি প্রবাসী PDO সার্টিফিকেট।
আমি প্রবাসী পিডিও সার্টিফিকেট ফি কত টাকা?
আমি প্রবাসী অ্যাপ থেকে বিএমইটি রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করার পরে পিডিও ট্রেনিং শেষে করে পিডিও সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ১০০ টাকা ফি প্রদান করতে হবে।
প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক?
Amiprobashi অ্যাপ বা ওয়েবসাইট থেকে ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে চেক করতে পাসপোর্ট নম্বর ও ক্যাপচা পূরণ করে সার্চ অপশনে ক্লিক করুন।