আর এস খতিয়ান চেক করার নিয়ম
অনেকে জানতে চেয়েছেন কিভাবে অনলাইনে আর এস খতিয়ান চেক করতে হয় সেই সম্পর্কে। তাই আজকে R S খতিয়ান দেখার নিয়ম বলবো।
আমাদের মধ্যে প্রায় সবার কম বেশি জমি রয়েছে। তাই জমি সংক্রান্ত তথ্য জানার জন্য দলিল বা খতিয়ান প্রয়োজন। খতিয়ান বিভিন্ন ধরনের হয়ে থাকে।
যেমন আর এস খতিয়ান, এস এ খতিয়ান, সি এস খতিয়ান, বি আর এস খতিয়ান, পেটি, দিয়ারা খতিয়ান সহ আরো বিভিন্ন ধরনের।
তবে, আজকে আমরা আর এস খতিয়ান যাচাই বা দেখান নিয়ম জানবো। তাছাড়া আপনি চাইলে অনলাইনের মাধ্যমে খুব সহজে আর এস খতিয়ান তুলতে পারবেন।
আর এস খতিয়ান কি?
জমি জরিপ হওয়ার পরে জমিতে উল্লেখিত ভুলত্রুতি গুলো সংশোধন করার জন্য পরবর্তীতে যে জরিপ করা হয় সেটাই হলো আর এস খতিয়ান।
অনেক জমির খতিয়ান প্রস্তুত করার সময় জরিপ কর্মচারী সরোজমিনে তদন্ত করে না। এজন্য নানা ধরনের ত্রুটি-বিচ্যুতি থেকে যায়।
এই ত্রুটি-বিচ্যুতি গুলো ঠিক করার জন্য সরকার বিভিন্ন অঞ্চলে সরোজমিনে ভূমি মাপ-ঝোঁক করে পুনরায় আবার যে খতিয়ান প্রস্তুস করার উদ্যোগ নেই সেটাকে আর এস খতিয়ান বলে।
আর এস খতিয়ানে ভুল ত্রুটি কম হয় কারণ সরকারি আমিনগণ সরোজমিনে জমি মাপ-ঝোঁক করে আর এস (R S) খতিয়ান প্রস্তুত করেন।
তাহলে চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে অনলাইনের মাধ্যমে আর এস খতিয়ান চেক করবেন।
(R S) আর এস খতিয়ান চেক করার নিয়ম
অনলাইনে মাধ্যমে আপনি খুব সহজে আর এস (R S) খতিয়ান চেক করতে পারবেন। তবে, এর জন্য আপনার প্রয়োজন হবে খতিয়ান নং / দাগ নং / মালিকানা নাম যেকোনো একটি।
এছাড়া আপনার জাতীয় পরিচয়পত্র নং, জন্ম এবং মোবাইল নম্বর প্রয়োজন হবে।
R S খতিয়ান চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
এবার গুগলে গিয়ে সার্চ করুন land gov bd লিখে। প্রথম পেজে ভূমি মন্ত্রণালয় এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন।
ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশ করার পরে ডিজিটাল ল্যান্ড রেকর্ড এই অপশনে ক্লিক করুন। আপনাকে পরের পেজে নিয়ে যাওয়া হবে।
বামপাশে আপনি বাংলাদেশের একটি মানচিত্র দেখতে পাচ্ছেন। আর এস খতিয়ান বের বা চেক করার জন্য বাংলাদেশের মানচিত্র জুম করে নিজের জেলা সিলেক্ট করলে সরাসরি আপনাকে আর এস খতিয়ান বের করার অপশনে নিয়ে যাবে।
তাছাড়া আপনি উপরে খতিয়ান অনুসন্ধান অপশনে ক্লিক করলে আর এস খতিয়ান বের করার পেজে যেতে পারবেন। আপনি যদি সহজে যেতে চান তাহলে মানচিত্র থেকে নিজের জেলা সিলেক্ট করবেন।
আর এস খতিয়ান বের করার জন্য আর এস খতিয়ান, উপজেলা, মৌজা, খতিয়ান নং, ক্যাপচা কোড লিখে নিচে থাকা অনুসন্ধান করুন অপশনে ক্লিক করুন।
আপনি চাইলে আর এস খতিয়ান বের বা চেক করার জন্য খতিয়ান নং, দাগ নং, মালিকানা নাম এবং পিতা/স্বামীর নাম ব্যবহার করতে পারেন।
অনুসন্ধান অপশনে ক্লিক করার পরে সব কিছু সঠিক থাকলে জমির দাগ নং এবং জমির মালিক / দখলদার এর নাম দেখতে পাবেন।
আর এস খতিয়ান অনলাইনে চেক করার জন্য আবেদন করুন অপশনে ক্লিক করুন। এখান থেকে আপনি অনলাইন কপি বা সার্টিফাইড কপি বের বা চেক করতে পারবেন।
এজন্য আপনার জাতীয় পরিচয়পত্র নং, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করুন।
যদি আপনার তথ্য সঠিক হয় তাহলে লেখা আসবে সঠিক হয়েছে। আপনি Ok অপশনে ক্লিক করবেন। নাম (ইংরেজি), ঠিকানা সব কিছু দেখতে পাবেন।
এবার ক্যাপচা হিসাবে যোগফল প্রদান করে ekpay অপশনে ক্লিক করে পরবর্তী ধাপ (পেমেন্ট) অপশনে ক্লিক করলে আর এস খতিয়ান দেখতে পাবেন।
আর এস খতিয়ান অনুসন্ধান ও ডাউনলোড করুন
আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.eporcha.gov.bd ভিজিট করুন। এরপর আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং খতিয়ানের ধরণের জায়গায় আর এস সিলেক্ট করে মৌজা নং ও জমির দাগ নং লিখে “খুজুন” অপশনে ক্লিক করলে খতিয়ান দেখতে পাবেন।
এখানে আপনি জমির দাগ নং বা খতিয়ান নং এবং জমির মালিকের নাম দেখতে পাবেন। আর এস খতিয়ান ডাউনলোড করার জন্য “আবেদন করুন” অপশনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ঠিকানা লিখে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করুন।
তাহলে আপনি আর এস খতিয়ান ডাউনলোড করতে পারবেন এবং উপজেলা অফিস থেকে আর এস খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করবেন।
ভূমি সেবা সম্পর্কে আরো তথ্য পড়ুন
- জমির পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে
- অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম
- জমির রেকর্ড যাচাই করুন
- নাম দিয়ে জমির মালিকানা যাচাই
শেষ কথা
আজকে আমরা জানলাম অনলাইনের মাধ্যমে আর এস খতিয়ান চেক করার নিয়ম সম্পর্কে। এই আর্টিকেল সম্পর্কে কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করুন।