আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানুন ২০২৪

আপনারা যারা ই পাসপোর্ট করার আবেদন করেছেন তারা ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানুন।

বর্তমানে আমাদের মধ্যে অনেকে ই পাসপোর্ট আবেদন করেছেন, বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করেছেন, ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন।

তাদের ই পাসপোর্ট বর্তমানে কি অবস্থায় আছে সেটা আপনার জানা উচিত। কিন্ত, আমাদের মধ্যে অনেকে আছেন যারা জানেন না কিভাবে ই-পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করতে হবে।

E Passport Status Check করার মাধ্যমে আপনি সহজে জানতে আপনার পাসপোর্ট প্রিন্ট বা পাসপোর্ট তৈরি হয়েছে কিনা।

অনেকে আছেন ই পাসপোর্টের আবেদন করার পরে ডেলিভারি স্লিপ নিয়ে বারবার পাসপোর্ট অফিসে গিয়ে খোঁজ নিচ্ছেন কবে পাসপোর্ট পাবো তার জন্য।

মনে রাখবেন, আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রয়োজন হবে আপনার ই পাসপোর্ট ডেলিভারি স্লিপের।

আপনি যখন ই পাসপোর্ট আবেদন ফর্মটি পাসপোর্ট অফিসে জমা দিয়েছিলেন তখন পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটি স্লিপ দিয়েছিলো।

এই স্লিপ জমা দিয়ে আপনাকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। তাই এই স্লিপকে বলা হয় পাসপোর্ট ডেলিভারি স্লিপ। নিচের ছবিতে ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখানো হয়েছে। 

ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ

উপরের ছবির মতো একটি স্লিপ আপনাকে দেওয়া হয়েছিলো পাসপোর্ট আবেদন ফর্ম জমা দেওয়ার সময়। স্লিপের ডানপাশে Application ID দেওয়া থাকবে।

ই পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা এই Application ID এবং আপনার জন্ম তারিখ দিয়ে সহজে ই পাসপোর্ট ষ্ট্যাটাস যাচাই করতে পারবেন। 

আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানুন ২০২৪

আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ই-পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।

এবার গুগলে সার্চ করুন e passport check লিখে। এবার Check application status প্রথমে লিংকে ক্লিক করুন। আপনাকে ই পাসপোর্ট চেক করার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।

এখানে আপনার ই পাসপোর্ট Application ID এবং জন্ম তারিখ লিখে ক্যাপচা পূরণ করে Check অপশনে ক্লিক করলে ই পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

Online Registration ID এবং Application ID এই দুইটা অপশনে থেকে আপনি Application ID সিলেক্ট করুন।

  • Application ID অপশনে ই পাসপোর্টের স্লিপে থাকা আইডি নম্বর লিখুন। 
  • Select date of birth অপশনে আপনার জন্ম তারিখ লিখুন। 
  • I am human অপশনে ক্লিক করে সঠিক ভাবে ক্যাপচা পূরণ করুন।
  • শেষে Check অপশনে ক্লিক করুন।

এবার Check application status অপশন থেকে আপনার ই পাসপোর্ট বর্তমান কি অবস্থায় আছে সেটা জানতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে ই পাসপোর্ট ষ্ট্যাটাস চেক করুন

আপনার কাছে যদি স্মার্টফোন বা কম্পিউটার না থাকে তাহলে আপনার বাটন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে “ই পাসপোর্টের বর্তমান অবস্থা” জানতে পারবেন।

এজন্য আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে যান এবং টাইপ করুন EPP <>space<>  Application ID এবং পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। 

যেমন – EPP 4003-000049858 এবং সেন্ড করুন 26969 নম্বরে।

কয়েক মিনিটের মধ্যে ফিরতি এসএমএসের মাধ্যমে আপনাকে পাসপোর্টের বর্তমান অবস্থা  জানিয়ে দেওয়া হবে।

পাসপোর্ট সম্পর্কে আরো আর্টিকেল পড়ুন

শেষ কথা 

আজকে আমরা জানলাম আপনার ই পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Application ID এবং জন্ম তারিখ দিয়ে কিভাবে ই-পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানবেন সেই সম্পর্কে।

এই আর্টিকেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দ্রুত সময়ের মধ্যে উত্তর দিবো ইনশাআল্লাহ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *