জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কিনা জানুন ২০২৪

অনেকে জানতে চেয়েছেন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কিনা সেই সম্পর্কে। আজকের ব্লগে এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো। 

আবার অনেকে জানতে চাচ্ছেন ভোটার আইডি কার্ড ছাড়া কি পাসপোর্ট করা যাবে। অর্থ্যাৎ আমাদের মধ্যে যাদের এখনো ভোটার আইডি কার্ড (NID) হয়নি তারা কিভাবে পাসপোর্ট করবে?

আপনি হয়তো জানেন পাসপোর্ট করার জন্য অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়। কিন্তু, যাদের বয়স এখনো ১৮ বছর হয়নি তারা কিভাবে পাসপোর্ট করবে।

তাহলে চলুন নিচে থেকে জেনে নিবো ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র ছাড়া কিভাবে পাসপোর্ট করা যাবে। 

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কিনা জানুন ২০২৪

আপনাদের মধ্যে যাদের এখনো ভোটার আইডি কার্ড হয়নি তারা যদি পাসপোর্ট করতে চান তাহলে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন। 

অর্থ্যাৎ, যাদের বয়স এখনো ১৮ বছর হয়নি তারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনার পিতা মাতার জাতীয় পরিচয় পত্র (NID) নম্বর প্রয়োজন হবে।

তবে, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার জন্য অবশ্যই আপনার আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করতে হবে।

আপনার জন্ম নিবন্ধন সনদ যদি অনলাইন না থাকে তাহলে অনলাইন করার নিয়ম জানুন, পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

ভোটার আইডি কার্ড ছাড়া কি পাসপোর্ট করা যাবে কিনা জানুন ২০২৪

হা অবশ্যই ভোটার আইডি কার্ড (NID) ছাড়া জন্ম নিবন্ধন দিয়ে আপনি নিজের সন্তানের জন্য পাসপোর্ট করতে পারবেন। এক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড এর নম্বর প্রয়োজন হবে।

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার নিয়ম

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার জন্য প্রথমে আবেদনকারীর বয়স যাচাই করে নিবেন। আবেদনকারীর বয়স যদি ২০ বছরের কম হয় তাহলে epassport এর ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করুন।

  • জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার জন্য epassport.gov.bd ওয়েবসাইট গিয়ে নিজ জেলা, থানা সিলেক্ট করুন।
  • এরপর ইমেইল এড্রেস প্রদান করে I,m not a robot অপশনে টিক চিহ্ন দিয়ে Continue অপশনে ক্লিক করুন।
  • আপনার ইমেইল এড্রেসে epassport ওয়েবসাইট ভেরিফাই করার জন্য একটি মেইল প্রদান করা হবে উক্ত মেইলে ক্লিক করে ভেরিফাই করুন।
  • তারপর পুনরায় আবার ইমেইল এড্রেস দিয়ে epassport ওয়েবসাইটে লগইন করুন এবং নতুন পাসপোর্টের আবেদনের জন্য Apply for New Passport অপশনে ক্লিক করুন।
  • Passport Type থেকে Ordinary Passport সিলেক্ট করে Save and Continue অপশনে ক্লিক করুন এবং আপনার প্রয়োজনীয় ব্যাক্তিগত তথ্য প্রদান করুন।
  • ID Documents থেকে আপনার পূর্বে কোনো পাসপোর্ট আছে কিনা সিলেক্ট করুন।
  • এরপর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সদন প্রদান করুন। যেহেতু আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করবেন তাই জাতীয় পরিচয়পত্রের বক্স ফাঁকা রাখুন।
  • নতুন পাসপোর্টের জন্য No, I don,t have any previous passport অপশন সিলেক্ট করে Save and Continue অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা প্রদান করুন।
  • এরপরে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী পিতা মাতার নাম উল্লেখ করুন। Emergency Contact করার জন্য পিতা মাতা বা অন্য কারও মোবাইল নাম্বার প্রদান করুন।
  • Passport Option থেকে আপনার পাসপোর্টের মেয়াদ এবং পাতা সিলেক্ট করুন।
  • পরবর্তীতে আপনার প্রদান করা সকল তথ্য যাচাই করে Submit অপশনে ক্লিক করুন।
  • আবেদন সাবমিট করার পরে Application Summary এবং Online Registration Form দুইটা PDF কপি ডাউনলোড করে নিবেন।
  • পরবর্তীতে Application Summary নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক থেকে পাসপোর্ট  ফি প্রদান করুন।

জন্ম নিবন্ধন সম্পর্কে আরো তথ্য জানুন 

শেষ কথা 

আজকে আমরা জানলাম জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কিনা সেই সম্পর্কে। এই আর্টিকেলে সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন। আমি কয়েক ঘন্টার মধ্যে ফিরতি উত্তর দিবো ইনশাআল্লাহ।

FAQ

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা?

অনেকে জানতে চাচ্ছেন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করলে ভোটার আইডি কার্ড বের হওয়ার পরে কোনো সমস্যা হবে কিনা। প্রশ্নের সঠিক উত্তর হলো না। পরবর্তীতে কোনো সমস্যা হবে না।

Similar Posts

2 Comments

  1. আমার Nid নাই জন্ম নিবন্ধন আছে নিবন্ধন দিয়ে কি এখন পাসপোর্ট করতে পারবো আমার বয়স এখন ১৯ বছর না আগে Nid করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *