দুবাই থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী দুবাই থাকেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন বিমানে দুবাই থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে এবং বিমান ভাড়া কত টাকা।

প্রত্যেক বছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্য দুবাই যাচ্ছেন। যারা যেতে যাচ্ছেন অথবা দুবাই থেকে বাংলাদেশ আসতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন দুবাই থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে এবং বিমান ভাড়া কত টাকা।

দুবাই থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে

বিমানে দুবাই থেকে বাংলাদেশে আসতে ৫ ঘন্টা ৫০ মিনিট সময় লাগে। বিমান বন্দরে নামার পরে আপনার মালপত্র সংগ্রহ এবং অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ করতে প্রায় ১ ঘন্টা সময় লাগবে।

বাংলাদেশ থেকে দুবাই যেতে কত সময় লাগে

বিমানে সরাসরি বাংলাদেশ থেকে দুবাই যেতে ৫ ঘন্টা ৫০ মিনিট সময় লাগে। আর আপনি যদি লোকাল বিমানে বাংলাদেশ থেকে দুবাই যেতে চান তাহলে ৫ থেকে ১২ ঘন্টা সময় লাগে। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন বিমান বন্দরে যাত্রা বিরতি করতে হবে।

বাংলাদেশ থেকে দুবাই কত কিলোমিটার

গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে দুবাই 3,543 (KM) কিলোমিটার। মাইল হিসাব করলে বাংলাদেশ থেকে দুবাই 2,201.5181 মাইল এবং নটিক্যাল মাইল হিসাবে 1,913.067 নটিক্যাল মাইল।

বাংলাদেশ থেকে দুবাই বিমান ভাড়া কত ২০২৪

বাংলাদেশ থেকে দুবাই বিমান ভাড়া ৩৮,৭৪৭ টাকা থেকে ৫০০,২৩৯ টাকা পর্যন্ত। একেক কোম্পানি বিমান ভাড়া এবং বুকিং ক্লাসের উপর ভিত্তি করে বিমান ভাড়া নির্ধারণ করা হয়।

নিচে কয়েকটি বিমান সংস্থার ভাড়া উল্লেখ করা হয়েছে।

  • Vistara 33,150 Tk
  • US Bangla Airlines 38,747 Tk
  • Indigo Air 39,206 Tk
  • Biman Bangladesh Airlines 39,236 Tk
  • Air India 41,406 Tk
  • Flydubai 48,148 Tk
  • SalamAir 48,216 Tk
  • Oman Air 56,264 Tk

শেষ কথা

আজকে আমরা জানলাম দুবাই থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে এবং বিমান ভাড়া কত। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *