নাম দিয়ে জমির মালিকানা যাচাই
আজকের আর্টিকেলে আমি আপনাদের বলবো নাম দিয়ে জমির মালিকানা যাচাই করার নিয়ম সম্পর্কে।
আমাদের সকলের কাছে জমি একটি মূল্যবান সম্পদ। আপনার জমি নেই বা অনেক জমি আছে তবুও আরো জমি কিনতে চান।
জমির কেনার আগে অবশ্যই জমির মালিকের নাম যাচাই করে নিতে হবে। এর আগের আর্টিকেলে আমি বলেছি জমির রেকর্ড যাচাই করার নিয়ম সম্পর্কে।
বর্তমানে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা প্রযুক্তি ডিজিটাল করেছে। যার ফলে আপনারা যেকোউ অনলাইনের মাধ্যমে জমির সকল তথ্য জানতে পারবেন।
তাছাড়া, আপনি চাইলে এখন ঘরে বসে অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে পারবেন এবং জমির খতিয়ান বের করতে পারবেন।
তাহলে চলুন নিচে থেকে জেনে নিবো কিভাবে নাম দিয়ে জমির মালিকানা যাচাই বা জমির মালিকানা বের করার উপায় সেই সম্পর্কে।
নাম দিয়ে জমির মালিকানা যাচাই
নাম দিয়ে জমির মালিকানা বের করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ভূমি মন্ত্রণালয় এর land.gov.bd এই ওয়েবসাইটে।
ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচে থেকে ডিজিটাল ল্যান্ড রেকর্ড এই অপশনে ক্লিক করুন।
পরের পেজে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। নিচে থাকা খতিয়ান অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে নাম দিয়ে জমির মালিকানা বের করার পেজে নিয়ে যাবে।
আবার আপনি চাইলে বামপাশে বাংলাদেশের মানচিত্র জুম করে নিজের জেলা সিলেক্ট করলে সরাসরি এই পেজে যেতে পারবেন।
খতিয়ান অনলাইন আবেদন এর মাধ্যমে নিজের বিভাগ, জেলা, এস এ খতিয়ান, উপজেলা, মৌজা সিলেক্ট করুন।
এখান থেকে কয়েকটি মাধ্যম (খতিয়ান নং, দাগ নং, মালিকানা নাম এবং পিতা/স্বামীর নাম) ব্যবহার জমির মালিকানা যাচাই করতে পারবেন।
আমরা মালিকানা নাম ব্যবহার করে জমির আসল মালিক কে সেটা যাচাই করবো। এজন্য মালিকানা নাম অপশনে টিক চিহ্ন দিয়ে ক্যাপচা কোড লিখুন।
শেষে অনুসন্ধান করুন অপশনে ক্লিক করলে জমির মালিকের নাম দেখতে পাবেন।
এভাবে খুব সহজে অনলাইনে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটের মাধ্যমে নাম দিয়ে জমির মালিকানা যাচাই করার পারবেন।
আপনি যদি অনলাইনের মাধ্যমে এস.এ খতিয়ানের অনলাইন কপি এর জন্য আবেদন করতে চান তাহলে আবেদন করুন অপশনে ক্লিক করে উক্ত ফর্মটি পূরণ করে পেমেন্ট করুন।
nice post sir.
Thanks
আসলে এটা কাজ করে। ধন্যবাদ
Thanks
ভাই জমির নাম পত্র কিভাবে করতে হয়?
janabo