পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক
আপনারা যারা বিদেশে থাকেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক করার নিয়ম সম্পর্কে।
বিদেশে থাকার জন্য প্রত্যেক বছর আপনাকে নতুন আকামা করতে হবে। আপনার আকামা মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি উক্ত দেশে বাহিরে বের হতে পারবেন না।
তাই আপনার আকামা মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই চেক করে জেনে নিবেন কত দিন মেয়াদ বাকি আছে। আকামা মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে অবশ্যই জরিমানা গুনতে হবে।
আপনার কাছে থাকা পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আকামা চেক করে দেখতে পারবেন।
এর আগের আর্টিকেলে বলেছি পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম, পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম এবং কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা যায় সেই সম্পর্কে।
আর আজকে আপনাকে বলবো কিভাবে নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক করতে হবে সেই সম্পর্কে।
পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক (Check iqama status by passport number)
সৌদি আরবের আকামা চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার বা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।
এবার গুগলে সার্চ করুন Moi.gov.sa iqama status লিখে। এবার নিচের ছবিতে যেমন পেজ দেখতে পাচ্ছেন একই রকমের পেজ আপনার মোবাইলে দেখতে পাবেন।
এখান থেকে www.moi.gov.sa এই লিংকে ক্লিক করুন। আপনাকে আকামা চেক করার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।
- আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
- জাতীয়তা সিলেক্ট করুন (বাংলাদেশী হলে Bangladeshi সিলেক্ট করুন)।
- সঠিক সংখ্যা ক্যাপচা পূরণ করুন।
- শেষে সবুজ চিহ্ন Next অপশনে ক্লিক করুন।
এবার আপনার আকামা এর নাম, ওয়ার্ক পারমিট নম্বর, কাজের ধরন, আকামা কালার এবং কোম্পানির সম্পর্কে জানতে পারবেন।
বর্ডার নাম্বার দিয়ে আকামা চেক (Check iqama status by border number)
পাসপোর্ট নাম্বার ছাড়াও আপনি চাইলে (ID/Iqama/Border Number) বর্ডার নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আকামা চেক করতে পারবেন।
আপনি যদি ID/Iqama/Border Number দিয়ে আকামা চেক করতে চান তাহলে এই লিংকে যান। আরবি লেখা গুলোকে ইংরেজি করার জন্য উপরে বামপাশে English লেখা অপশনে ক্লিক করুন।
ID/Iqama/Border Number অপশনে আপনার বডার নম্বর লিখুন। এরপর নিজের জন্ম তারিখ লিখুন। নিচের সংখ্যা ক্যাপচা গুলো সঠিক ভাবে লিখুন। শেষে Next অপশনে ক্লিক করুন।
আকামা চেক করার সফটওয়্যার
আকামা চেক করার জন্য Google Play Store বেশ কিছু সফটওয়্যার পাবলিশ করা হয়েছে। এখান থেকে আপনারা Iqama Status Online এই সফটওয়্যার মোবাইলে ইনস্টল করে সহজে আকামা চেক করতে পারবেন।
পাসপোর্ট সম্পর্কে আরো তথ্য জানুন
শেষ কথা
আজকে আমরা জানলাম বর্ডার নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক করার নিয়ম বা উপায় সম্পর্কে। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন।
oman
Ok
EL0392130
Assa