জমির পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে

আপনার জমির পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে। অর্থ্যাৎ মোবাইলে জমির পুরাতন দলিল বের করার নিয়ম জানুন।

আপনার জমি আছে সেটার প্রমান হলো হলো দলিল। তাই আপনার যদি জমি থাকে তাহলে অবশ্যই উক্ত জমির দলিল থাকা জরুরি।

তাছাড়া জমির যদি কোনো সমস্যা হয় তাহলে দলিল ব্যবহার করে সমস্যা সমাধান করতে হবে। আপনার কাছে যদি জমিল দলিল না থাকে তাহলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।

আবার যারা নতুন জমির ক্রয় করেন তাদের দলিল বের হতে ৩ থেকে ৪ মাস সময় লাগে। তাই অনেকে মোবাইলে পুরাতন দলিল বের করার নিয়ম জানতে চাচ্ছেন।

জমির পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে

আসলে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এখনো এমন কোনো অনলাইন সিস্টেম বের করেনি যার মাধ্যমে জমির নতুন এবং পুরাতন দলিল বের করা যাবে।

অর্থ্যাৎ মোবাইল বা কম্পিউটারে অনলাইনের মাধ্যমে জমির দলিল বের করতে পারবেন না। তবে, দলিলের বিভিন্ন বিষয় তথ্য জানতে পারবেন।

তাহলে চলুন নিচে থেকে জেনে নিবো অনলাইনের মাধ্যমে কিভাবে পুরাতন দলিল বের করতে হবে মোবাইল বা কম্পিউটার থেকে। 

মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করার নিয়ম 

পুরাতন দলিল বের করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং ডেস্কটপ ভার্ষন করে নিবেন।

গুগলে গিয়ে সার্চ করুন Wb registration লিখে। প্রথম পেজে Wb registration যে লিংক দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করুন।

এবার আপনাকে পুরাতন দলিল বের করার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।

ওয়েবসাইট থেকে একটু নিচের দিকে E-SERVICES নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশন থেকে Searching of Deep অপশনে ক্লিক করুন। 

এবার Search of Registration Made অপশনে অনেক গুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে প্রথমে থাকা By Seller/Buyer/Party Name অপশনে ক্লিক করুন। 

এখানে আপনার ফাস্ট নাম, লাস্ট নাম, সাল, জেলা এবং সিকিউরিটি কোড দিয়ে ডিসপ্লে অপশনে ক্লিক করলে জমির দলিল এর বিভিন্ন তথ্য দেখতে পাবেন। 

  • Fast Name – আপনার নামের প্রথম অংশ লিখুন। 
  • Last Name – নামের শেষ অংশ লিখুন। 
  • Year – কত সালে জমি রেজিষ্ট্রেশন করেছেন সেটা লিখুন। 
  • District Where Registration – জেলা সিলেক্ট করুন। 
  • Security Code – নিচের সংখ্যা কোডটি লিখুন। 
  • শেষে Display অপশনে ক্লিক করুন।

এবার আপনার জমির বিভিন্ন তথ্য দেখতে পাবেন। এখানে আপনার নামের সাথে মিল এবং একই বছর, একই জেলা থেকে যারা জমি কিনতে তাদের তথ্য গুলো দেখানো হবে।

তাই আপনি অবশ্যই নিজের নাম, পিতার নাম এবং ঠিকানা মিলিয়ে নিবেন। আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে View অপশনে ক্লিক করুন।

এখানে আপনি আরো বিস্তারিত তথ্য দেখতে পাবেন। যেমন – আপনার সম্পূর্ণ ঠিকানা, জমি কোন অফিস থেকে রেজিষ্ট্রেশন করা হয়েছে, দাগ নং, খতিয়ান নং, জমির পরিমান, দলিল নং, কত তারিখে জমি রেজিষ্ট্রেশন করছেন সহ আরো বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

এভাবে আপনি অনলাইনে নতুন দলিল এবং পুরাতন দলিল তল্লাশি করতে পারবেন বা অনলাইনে দলিল অনুসন্ধান করতে পারবেন।

জমি সংক্রান্ত আরো তথ্য পড়ুন 

শেষ কথা 

আজকে আমরা জানলাম জমির নতুন দলিল এবং পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে। এই আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন।

Similar Posts

22 Comments

  1. I’m not sure exactly why but this website is loading extremely slow
    for me. Is anyone else having this issue or is
    it a problem on my end? I’ll check back later on and see if the problem still exists.

  2. I think this is among the most vital information for me. And i’m glad reading your article.
    But wanna remark on some general things, The site style is ideal, the articles
    is really excellent : D. Good job, cheers

  3. আমার বাবা , কাকা মিলে উনারা সাত ভাই,আমরা যে বাড়িতে আছি ঐ বাড়ি আমার বাবা ও আমার দুই চাচার নামে আমার দাদা 1980 সালে দলিল করে গেছেন! আমার অন্য আরেক চাচা জোর করে অনেক জায়গা রেকর্ড নিয়ে আসে,উনি বলে উনার রেকর্ড শক্তি শালী !আমি এখন কি করবো ।

    1. আপনাদের বাড়ি এসএ রেকর্ড সেটেলমেন্ট অফিস থেকে তুলে দেখুন কার নামে কতটুকু রেকর্ড করা আছে। যেহেতু আপনার দাদার জমি তাই সবাই সমান ভাগ পাবে। যদি এক ভাইয়ের নামে বেশি রেকর্ড হয় তাহলে উক্ত রেকর্ড কাটতে পারবেন।

  4. আমার বাবা ১৯৭৪ সালে জমি কিনেছে বাবা মারা যাওয়ার পর আমরা ভাইরা ভাগা ভাগি করে নেই এবং নিজ নিজ নামে খারিজ করে নেই এখন পাকিস্তানি রেকর্ড মুলে জমির মালিক জমি দখল দিয়েছে। বালাম বইয়ের পাতা ছেড়া দলিল কিভাবে পাব আপনারা কি আমাকে সাহায্য করতে পারেন। বাবা ১৯৭৪ সালে কোন ছেলের নামে বা নিজের নামে কিনেছে তা আমি জানি না। আপনারা কি আমাকে কোন পরামর্শ দিতে পারবেন।

  5. 🌷 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ 🌷

    ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
    জনাব / জনাবা,…
    আমার অনেক পুরানো একটি দলিল উঠাতে হবে।
    🌿মালিকের নাম: ✅জানা আছে।
    🌿 CS খতিয়ান: ✅জানা আছে।
    🌿তারিখ: ০৯/১১/১৯২৬।
    🌿সাফ কবলা দলিল: ১৮৩৫।
    🌿দলিল সম্পাদনের স্থান: ঢাকা সদর জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিস।
    🌿বর্তমান থানা: পল্লবী। সাবেক কেরানীগঞ্জ।
    এই দলিলটি কোথা থেকে উঠাতে হবে (জেলা রেকর্ড রুম/ সাব রেজিস্ট্রি অফিস) এবং খরচ কেমন পড়তে পারে?
    সবাইকে অগ্রীম জাযাকাল্লাহ্🌹

  6. ভাই এটাতো বাংলাদেশের ওয়েবসাইট না, ওইখানে বাংলাদেশের কোন ডিসটিক এর নামে আসে না

  7. ভাই,বাংলাদেশে কোন লোকের নাম দিয়ে কি অনলাইনে জমির নাম ন: দেখা যাবে? wb registration তো ওয়েষ্ট বেংগলের,বাংলাদেশে কি সরাসরি দলিল খোজার কোন ওয়েব সাইট আছে?

  8. Hi there are using WordPress for your blog platform?
    I’m new to the blog world but I’m trying to get started and set up my own. Do you
    require any coding expertise to make your own blog? Any help would
    be really appreciated!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *