মরক্কো ভিসার দাম কত ২০২৪

আপনারা যারা মরক্কো দেশে যেতে চান, জানুন মরক্কো ভিসার দাম কত, মরক্কো যেতে কত টাকা লাগে এবং মরক্কো ভ্রমণ খরচ সম্পর্কে।

মরক্কো উত্তর আফ্রিকার একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র। এর রাজধানীর নাম রাবাত। মরক্কোর সাংবিধান রাজতন্ত্র। যদি মরক্কো আফ্রিকা মহাদেশে অবস্থিত কিন্তু আফ্রিকা ইউনিয়নের সদস্য নয়।

বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কাজ বা ভ্রমণ করার উদ্দেশ্য মরক্কো যায়। আপনারা যারা মরক্কো যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন মরক্কো যেতে কত টাকা বা মরক্কো ভিসার দাম কত?

আজকের আর্টিকেলে আমরা জানবো মরক্কো বিভিন্ন ক্যাটাগরির ভিসার দাম কত, যেতে কত টাকা লাগে, বেতন কত সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে।

মরক্কো ভিসার দাম কত ২০২৪

মরক্কো যাওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে। আপনি যে ক্যাটাগরির ভিসায় মরক্কো যাবেন তেমন ভিসার দাম পড়বে।

আপনি যদি মরক্কো কাজের ভিসায় যেতে তাহলে ৫ থেকে ৮ লক্ষ টাকা লাগবে। যদি মরক্কো ভ্রমণ ভিসায় যেতে তাহলে ১ থেকে ২ লক্ষ টাকা লাগবে।

মরক্কো ভ্রমণ খরচ

আপনি যদি মরক্কো টুরিস্ট ভিসা নিয়ে মরক্কো দেশে ভ্রমণ করতে চান তাহলে ১ থেকে ২ লক্ষ টাকা খরচ হবে। খুব সহজে আপনারা মরক্কো টুরিস্ট ভিসা পেয়ে যাবেন। ভিসার মেয়াদ কমপক্ষে ৩০ থেকে ৯০ দিন।

মরক্কো যেতে কত টাকা লাগে

মরক্কো যেতে ৫ থেকে ৮ লক্ষ টাকা লাগে। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন ভিসায় মরক্কো যাবেন উক্ত ভিসার উপায়।

আপনি যদি মরক্কো কাজের ভিসায় যেতে চান তাহলে ৫ থেকে ৮ লক্ষ টাকা খরচ হবে। আবার ভ্রমণ ভিসায় যেতে ১ থেকে ২ লক্ষ টাকা খরচ হবে।

তাছাড়া আপনার যদি কোনো আত্মীয় স্বজনরা মরক্কো থেকে তাহলে তাদের মাধ্যমে যেতে পারলে আরো কম টাকায় মরক্কো যেতে পারবেন।

মরক্কো যেতে কি কি কাগজপত্র লাগে

  • বৈধ পাসপোর্ট যায় মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে এবং কমপক্ষে দুই পৃষ্ঠা ফাঁকা থাকতে হবে।
  • ব্যাকগ্রউন্ড সাদা কালারের সদ্য তোলা ২ কপি ছবি।
  • ব্যাংক স্টেটমেন্ট এর কপি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কপি।
  • কাজের দক্ষতার সার্টিফিকেট।
  • করানো টিকা কার্ড।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

উপরে উল্লেখ করা কাগজপত্র বা ডকুমেন্ট গুলো জমা দিয়ে আপনি মরক্কো যেতে পারবেন।

মরক্কো বেতন কত

যারা মরক্কো কাজের উদ্দেশ্য যেতে চাচ্ছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ জানতে চান মরক্কো কাজের বেতন কত টাকা।

মরক্কো কাজের বেতন বাংলাদেশী টাকায় সর্বনবন্ম ৪০ হাজার টাকা। তাছাড়া আপনার কাজের অভিজ্ঞতা থাকলে বেতন আরো বেশি পাবেন। ভালো কাজ জানা থাকলে মাসে ৫০ হাজার টাকার উপর বেতন পাবেন। তাছাড়া ধীরে ধীরে আপনাদের কাজের বেতন বৃদ্ধি হবে।

মরক্কোতে বাংলাদেশীরা কি কি কাজ করেন

মরক্কোতে বাংলাদেশীরা সাধারণত ৩টি সেক্টরে বেশি কাজ করতে দেখা যায়। এই সেক্টর গুলো হলো, 

  • গার্মেন্টস সেক্টর।
  • রেস্টুরেন্ট বা বারের জব।
  • শপিংমল সেক্টর।

বাংলাদেশ থেকে মরক্কো যাওয়ার উপায়

মরক্কো যাওয়ার জন্য আপনারা বিভিন্ন ভিসা এজেন্সি কোম্পানির রয়েছে। তাদের সাথে যোগাযোগ করে সহজে মরক্কো যেতে পারবেন।

তাছাড়া বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে মরক্কোর বিভিন্ন কোম্পানি জব নিয়োগ দেয়। আপনি উক্ত জবে আবেদন করে সিলেক্ট হলে তারা আপনাকে ভিসা পাঠিয়ে দিবে।

আপনার কোনো আত্মীয় স্বজন যদি মরক্কো থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করে খুব সহজে কম খরচে মরক্কো যেতে পারবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম মরক্কো ভিসার দাম কত, যেতে কত টাকা লাগে এবং মরক্কো বেতন কত সহ আরো বিভিন্ন ধরনের তথ্য। এই সম্পর্কে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন।

FAQ

মরক্কো কাজের ভিসা কত টাকা?

মরক্কো কাজের ভিসার দাম ৫ থেকে ৮ লক্ষ টাকা। অর্থাৎ ৫-৮ লক্ষ টাকার মধ্যে আপনি মরক্কো যেতে পারবেন।

মরক্কো টুরিস্ট ভিসা কত টাকা?

মরক্কো টুরিস্ট বা ভ্রমণ ভিসায় মরক্কো যেতে ১ থেকে ২ লক্ষ টাকা খরচ হবে। ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত এবং খুব সহজে টুরিস্ট ভিসা পেয়ে যাবেন।

মরক্কো টাকার মান কত?

মরক্কো মুদ্রা বা টাকার নাম দিরহাম। মরক্কোর ১ দিরহাম সমান বাংলাদেশের ১০ টাকা ৬৯ পয়সা। এই টাকার মান প্রত্যেক দিন কম বেশি হয়।

আরো গুরুত্বপূর্ণ তথ্য পড়ুন

Similar Posts

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *