মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৪
বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের অবশ্যই মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৪ সম্পর্কে জানা দরকার।
বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ কাজের উদ্দেশ্য বাহিরের দেশে যায়। বাংলাদেশ থেকে সৌদি আরবের পরে সব থেকে বেশি মানুষ যায় মালয়েশিয়া।
কারণ অন্যান্য দেশ গুলোর তুলনায় মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের সাধারণ সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়। তাই বাংলাদেশী কর্মীদের কাজের জন্য প্রথম পছন্দের দেশ মালয়েশিয়া।
দীর্ঘদিন মালয়েশিয়া ভিসা বন্ধ থাকার পরে মালয়েশিয়া ভিসা কবে খুলবে সর্বশেষ আপডেট আমরা আগের আর্টিকেল থেকে জেনেছি।
মালয়েশিয়া ভিসা খুলে দেওয়ার পরে অনেকে মালয়েশিয়া ভিসা করবেন বলে ভাবছেন। কিন্তু কিভাবে করবেন সেই সম্পর্কে সঠিক কোনো গাইডলাইন পাচ্ছেন না।
তাই আজকের আর্টিকেলে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্টের নাম, ঠিকানা, ফোন সহ আরো বিস্তারিত বিষয় জানবো।
গুরুত্বপূর্ণ নোটিশঃ বাংলাদেশ থেকে যে সকল ভাইরা মালয়েশিয়া যেতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই “আমি প্রবাসী” অ্যাপে রেজিষ্ট্রেশন করতে হবে। বিনামূল্যে অ্যাপটি গুগল প্লেস্টোরে পেয়ে যাবেন।
মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৪ (Visa processing agency in bangladesh)
বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া ভিসা করতে চাচ্ছেন তারা নিচে উল্লেখ করা ভিসা প্রসেসিং এজেন্সি গুলোর সাথে যোগাযোগ করে মালয়েশিয়া যেতে পারবেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ১১টি লাইসেন্সধারী মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্সির কোম্পানি নাম প্রকাশ করা হয়েছে। এই এজেন্সি গুলোর মাধ্যমে আপনারা সহজে মালয়েশিয়া যেতে পারবেন।
তাহলে চলুন নিচে থেকে সেই এজেন্সি কোম্পানির গুলোর নাম, ঠিকানা, ফোন নাম্বার, আরএল (RL) নাম্বার জেনে আসি।
১. নিউ এজ ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ০৭০৩
২. মেসার্স শাখ ফাইন্ডার ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ১২৯৮
৩. মেসার্স আমিয়ান ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ১৩২৬
৪. গ্রীনল্যান্ড ওভানসীজ, আরএল নাম্বার ০৪০
৫. মেসার্স আল বোখারী ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ৩০১
৬. মেসার্স আহমেন ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ১১৪৬
৭. মেসার্স সাউথ পয়েন্ট ওভারসিস লিমিটেড, আরএল নাম্বার ৬২২
৮. ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড, আরএল নাম্বার ১২৭৪
৯. মেসার্স আকাশ ভ্রমণ, আরএল নাম্বার ০৩৮৪
১০. বিনিময় ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ০৫৩১
১১. আরভিং এন্টারপ্রাইজ, আরএল নাম্বার ০২১৫
মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় কলিং ভিসায় যেতে চাচ্ছেন তারা ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন ভিসা এজেন্সি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন।
এই এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া ভিসা প্রসেসিং করালে আপনার সকল ধরনের সুযোগ সুবিধা তারা দেখবে এবং খুব সহজে মালয়েশিয়া কলিং ভিসা পেয়ে যাবেন।
মালয়েশিয়া রিকরুটিং এজেন্সির তালিকা 2024
- আহমেদ ইন্টারন্যাশনাল – আরএল ১১৪৬
- আমিয়াল ইন্টারন্যাশনাল – আরএল ১৩২৬
- ৫এম ইন্টারন্যাশনাল লি – আরএল ১৩২৭
- বিএম ট্রাভেলস – আরএল ১৪২১
- শাহীন ট্রাভেলস – আরএল ২১৪
- এমইএফ. গ্লোবাল বাংলাদেশ লি. আরএল ১৯৬৩
- আভিং এন্টারপ্রাইজ – আরএল ০২১৫
- নিউ এজ ইন্টারন্যাশনাল – আরএল ০৬২২
মালয়েশিয়া ভিসা এজেন্সি নাম
বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাবার জন্য অনেক গুলো ভিসা এজেন্সি কোম্পানি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয় থেকে যে ১১টি এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে সে গুলোর নাম উপরে বলা হয়েছে।
তাছাড়া এই ভিসা এজেন্সি কোম্পানি গুলোর কাছ থেকে আপনারা সব সময় সাপোর্ট পাবেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ সম্পর্কে। সরকার অনুমোদিত ১১টি মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট কোম্পানি গুলোর মধ্যে আপনার পছন্দের এজেন্সির সাথে যোগাযোগ করে ভিসার প্রসেসিং করান।