সিঙ্গাপুর ভিসা কত টাকা, বেতন এবং এজেন্টদের লিস্ট ২০২৪
আপনি কি সিঙ্গাপুর যেতে চান? তাহলে জানুন সিঙ্গাপুর ভিসা কত টাকা, সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে, সিঙ্গাপুর বেতন কত, সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে, সিঙ্গাপুর ভিসা চেক ও আবেদন করার নিয়ম এবং অনুমোদিত এজেন্টের লিস্ট সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে।
প্রত্যেক বছর আমাদের বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যাক মানুষ কাজ করার জন্য সিঙ্গাপুর যায়। নতুন যারা যেতে চান তারা সিঙ্গাপুর কাজের ভিসা সম্পর্কে নানা ধরনের তথ্য জানতে চাই।
তাই আজকের আর্টিকেলে আমি এমন কিছু তথ্য তুলে ধরবো যে তথ্য গুলো আপনাদের উপকারে আসবে।
তাছাড়া, সিঙ্গাপুর ভিসা হাতে পেলে অবশ্যই নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক করে নিবেন। তাহলে আপনার ভিসা আসল কি নকল সেটা সহজে যাচাই করতে পারবেন।
সিঙ্গাপুর ভিসা কত টাকা? | সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৪
সিঙ্গাপুর শ্ভিসা ৫ থেকে ৬ লক্ষ টাকা। আপনি যদি নতুন সিঙ্গাপুর কাজের জন্য যেতে চান তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে সিঙ্গাপুর ভিসা কত টাকা বা সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে?
আসলে আপনার এই প্রশ্ন সম্পূর্ণ ভাবে নির্ভর করে আপনি কোন ধরনের ভিসা নিবেন সেটার উপর। সাধারণত বাংলাদেশ থেকে সিঙ্গাপুর শ্রমিক ভিসায় যেতে ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগে।
তবে, আপনি যে কাজের উদ্দেশ্য ভিসা নিয়ে সিঙ্গাপুর যাবেন অবশ্যই সেই কাজে প্রশিক্ষণ থাকতে হবে। প্রশিক্ষণ না থাকলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে কাজ করতে।
তাছাড়া, আধা দক্ষ শ্রমিক হিসেবে কনষ্ট্রাকশন, হোটেল ক্লিনার, কৃষি, মেশিনারিজ, সেবা কাজ এবং গৃহকর্মী হিসেবে ওয়ার্ক পারমিট ভিসা পাবেন।
সিঙ্গাপুর বেতন কত টাকা ২০২৪
সিঙ্গাপুর আপনি যদি ভালো এজেন্সির মাধ্যমে কাজ করতে পারেন তাহলে দ্রুত কাজ পাবেন এবং আপনাকে যে পরিমাণ বেতন দিতে চেয়েছিলেন সেই পরিমান বেতন পাবেন।
অনেকে জানতে চাচ্ছেন প্রাথমিকভাবে সিঙ্গাপুর কাজ করতে গেলে কত টাকা বেতন পাবো? সেক্ষেত্রে আপনাকে সর্বনিন্ম ৪২৯ ডলার বেতন দেওয়া হবে।
তবে, অনেক ক্ষেত্রে আপনাকে প্রাথমিক ভাবে বেতন কম দেওয়া হতে পারে। কাজের দক্ষতা হিসেবে আপনার বেতন বেশিরভাগ নির্ধারন করা হয়।
যদি কাজ সম্পর্কে আপনার ভালো দক্ষতা থাকে তাহলে ৫০০ ডলারের বেশি সিঙ্গাপুরে বেতন পাবেন। আর ধীরে ধীরে আপনার কাজের বেতন বৃদ্ধি পাবে।
আবার, আপনি যদি ভালো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে কাজ না করতে পারেন সেক্ষেত্রে সেই পরিমান বেতন পাবেন না।
সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৩
সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশের ৮১.৭৫ টাকা। অর্থাৎ সিঙ্গাপুর ১ ডলার সমান বাংলাদেশের ৮১.৭৫ টাকা। এই টাকার রেট প্রত্যেক দিন কম বেশি হয়ে থাকে (লাস্ট আপডেট: ০৯-১১-২০২৩)
সিঙ্গাপুর কাজের বেতন বৃদ্ধি পাবে কবে?
- পাস আবেদনকারীর জন্য সিঙ্গাপুর ন্যূনতম বেতন 2,500 SGD থেকে 3,000 SGD হবে।
- ১লা সেপ্টেম্বর সিঙ্গাপুর এমপ্লয়মেন্ট পাস (EP) আবেদনকারীর জন্য প্রত্যেক মাসের ন্যূনতম বেতন 4,500 SGD থেকে বৃদ্ধি করে 5,000 SGD হবে।
- এস পাস (SP) নতুন আবেদনকারীর জন্য প্রত্যেক মাসের বেতন 3,000 SGD থেকে 3,500 SGD করা হবে।
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ২০২৪
১. পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর পাইভেট লিমিটেড গুলশান। মোবাইল নম্বর 01736000000, টেলিফোন নম্বর 9850422 (24 ঘন্টা সার্পোট পাবেন)।
২. আন্তর্জাতিক ভ্রমন কর্পোরেশন গুলশান। টেলিফোন নম্বর 9850940, 9885479-80, 9855647,9862788, 9842645.
৩. নভোএয়ার লিমিটেড, বনানী। মোবাইল নম্বর 01978443717, টেলিফোন নম্বর 55042385.
৪. রিজেন্সি ট্রাভেলস লিমিটেড, বনানী। মোবাইল নম্বর 01720961740, টেলিফোন নম্বর 9821982, 9848057, 9888270.
৪. ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিষ্টিক, বনানী। টেলিফোন নম্বর 9863341, 9821820, 9863343, 9863340, 98426.
৫. সাইমন ওভারসিজ, গুলশান। টেলিফোন নম্বর 9881408, 9882273, 9885307.
৬. লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেল, বাংলামোটর। টেলিফোন নম্বর 8613126, 8613184, 9632750-52.
৭. ভিক্টরি ট্রাভেল লিমিটেড মতিঝিল, ঢাকা। টেলিফোন নম্বর 9561471, 9550916, 9562397 (বনানী টেলিফোন নম্বর 9820193, 9820146, 9820179).
৮. ট্যালন কর্পোরেশন লিমিটেড গুলশান, ঢাকা। টেলিফোন নম্বর 9894028, 9896909.
৯. মেডিকনসাল্ট লিমিটেড গুলশান, ঢাকা। টেলিফোন নম্বর 029840033, 029892828.
১০. সিল্কওয়েজ কার্গো সার্ভিস লিমিটেড গুলশান, ঢাকা। টেলিফোন নম্বর 9888211-20 ext 130, 131.
১১. ইউনিয়ন ট্যুরস ট্র্যাভেলস লিমিটেড গুলশান, ঢাকা। টেলিফোন নম্বর 9854566-77 ext 429.
উপরের তথ্য গুলো বাংলাদেশ অনুমোদন সিঙ্গাপুর ভিসা লিংস্ট Ministry of Foreign Affairs, Singapore থেকে নেওয়া হয়েছে।
সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে ২০২৪
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নতুন কাজের ভিসা বা আইপিএ করে যেতে হলে আপনার বয়স সর্বনিন্ম ১৮ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।
সিঙ্গাপুর যেতে কি কি লাগে কাগজপত্র ২০২৪
সিঙ্গাপুর যেতে অবশ্যই আপনার কিছু কাগজপত্রের বৈধ লাগে। সেগুলো হচ্ছে –
- সিঙ্গাপুর ভিসা ফি বাবদ ৩০০ সিঙ্গাপুর ডলার।
- সিঙ্গাপুর থেকে আপনার আমন্ত্রণপত্র।
- পাসপোর্টের ক্ষেত্রে কমপক্ষে একটি পাতা ফাঁকা রাখতে হবে।
- ফ্লাইটের তারিখ থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদ এমন পাসপোর্ট থাকতে হবে।
- সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা হবে।
- সিঙ্গাপুর ওয়ার্ক ভিসার জন্য প্রয়োজনীয় শর্তাবলী গুলো
- আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে।
- আবেদনকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
- নিজস্ব কোনো ব্যবসা শুরু করা যাবে না বা অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত হওয়া যাবে না।
- অনুমোদন ছাড়া সিঙ্গাপুরের নাগরিক বা মধ্যে বা বাহিরের স্থায়ী বাসিন্দা বিয়ে করা যাবে না।
- আবেদনকারী শুধুমাত্র কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত ওয়ার্ক পারমিট ভিসায় উল্লিখিত কাজে কাজ করতে হবে।
- সিঙ্গাপুরে কাজ করার শুরতে নিয়োগকর্তার ঠিকানায় থাকুন।
- সবসময় মূল ওয়ার্ক পারমিট বহন করবেন।
সিঙ্গাপুর ভিসা আবেদন করার নিয়ম ২০২৪
সিঙ্গাপুর যেতে হলে আপনাকে ভিসার পাওয়ার জন্য ঢাকা কনস্যুলেটের অনুমোদিত ভিসা এজেন্টদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
তাহলে আপনি দ্রুত সিঙ্গাপুর যাওয়ার ভিসা পাবেন। তবে, আবেদনকারীর আবেদন করার জন্য যা যা লাগবে,
- আবেদনকারীর প্রয়োজনীয় সহ কমপক্ষে ৬ মাসের বৈধ পাসপোর্ট থাকতে হবে।
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যার ব্যাকগ্রউন্ড সাদা হবে।
- বয়স অবশ্যই ১৮ বছরের বেশি এবং ৫০ বছরের কম হতে হবে।
সিঙ্গাপুর ভিসা সম্পর্কে প্রশ্ন ও উত্তর
১.বিমানে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ননষ্টপ ফ্লাইটে যেতে ৪ ঘন্টা ৫ মিনিট সময় লাগে।
২. সিঙ্গাপুর যেতে কোন টিকা দিতে হবে?
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে ফাইজার, সিনোফার্ম, অস্ট্রাজেনেকা, মডার্না টিকার যেকোনো ২ ডোজ নেওয়ার ১৪ দিন পরে সিঙ্গাপুর যেতে পারবেন।
৩. বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে অনুমোদিত ভিসা এজেন্ট কারা?
সিঙ্গাপুর Ministry of foreign affairs এর প্রকাশ করা তথ্য অনুযায়ী ১৩ টি এজেন্ট রয়েছে। তাদের সম্পর্কে জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
৪. কত বছর বয়সে সিঙ্গাপুর যাওয়া যায়?
সিঙ্গাপুর যাওয়ার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৫০ বছরের কম হতে হবে।
৫. কবে সিঙ্গাপুর শ্রমিক নিয়োগ হবে?
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর প্রত্যেক বছর শ্রমিক নিয়োগ হয় সরকারি ভাবে। সিঙ্গাপুর শ্রমিক নিয়োগ 2023 এর আপডেট জানিয়ে দেওয়া হবে।
শেষ কথা
আজকে আমরা জানলাম সিঙ্গাপুর ভিসা কত টাকা এবং সিঙ্গাপুর কাজের ভিসা ২০২২ সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন। আমি কয়েক ঘন্টার মধ্যে উত্তর দিবো ইনশাআল্লাহ।