পল্লী বিদ্যুৎ বিল ডাউনলোড করার নিয়ম (BPDB Bill Download)
পল্লী বিদ্যুৎ বিল ডাউনলোড (BPDB Bill Download) করার নিয়ম সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো। জানুন কিভাবে বিদ্যুৎ বিলের কপি ডাউনলোড করতে হয়।
আমাদের মধ্যে অনেকেই ভুলে পল্লী বিদ্যুৎ বিলের কপি হারিয়ে ফেলি। যারা পল্লী বিদুৎ বিলের কপি হারিয়ে ফেলছেন তারা খুব সহজে অনলাইন থেকে পল্লী বিদ্যুৎ বিল ডাউনলোড করে নিতে পারবেন।
পল্লী বিদ্যুৎ বিল ডাউনলোড করার নিয়ম (BPDB bill download)
পল্লী বিদ্যুৎ বিলের কপি বা কাগজ ডাউনলোড করার জন্য ভিজিট করুন http://119.40.95.162:8991/Pages/User/BillPrint.aspx লিংকে। ৮ ডিজিটের Consumer No, Location Code এবং Bill Month দিয়ে Generate Report অপশনে ক্লিক করলে বিদ্যুৎ বিলের কপি ডাউনলোড হয়ে যাবে।
চলুন নিচে থেকে ছবি সহ পল্লী বিদ্যুৎ বিলের কপি ডাউনলোড করার নিয়ম জেনে আসি। এজন্য নিচের ধাপ গুলো অনুসারণ করুন।
ধাপ ১: BPDB bill download লিখে সার্চ করুন
আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে “BPDB bill download” লিখে সার্চ করুন। নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।
আপনি Bangladesh Power Development Board এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ ২: বিদ্যুৎ বিলের তথ্য প্রদান করুন
এখানে আপনাকে বিদুৎ বিলের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং কোন মাসের বিদ্যুৎ বিলের কপি ডাউনলোড করতে চান উক্ত মাস সিলেক্ট করতে হবে। যেমন,
- Consumer No: বিদুৎ বিলের কপিতে থাকা ৮ ডিজিটের Consumer No লিখুন।
- Location No: বিদুৎ বিলের লোকেশন নম্বর লিখুন।
- Bill Month: যে মাসের বিদ্যুৎ বিল ডাউনলোড করতে চান উক্ত মাস সিলেক্ট করুন।
- Generate Report অপশনে ক্লিক করুন।
আপনার পল্লী বিদ্যুৎ বিলের কপি ডাউনলোড হয়ে যাবে। উক্ত কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
বিদুৎ বিল তথ্য চেক করার নিয়ম (Bill information)
বিদুৎ বিলের সকল মাসের ইনফরমেশন গুলো চেক করার জন্য এই http://119.40.95.162:8991/Pages/User/BillInformation.aspx লিংকে প্রবেশ করুন।
৮ ডিজিটের Consumer No এবং Location Code লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। আপনার বিদুৎ বিলের সকল মাসের ইনফরমেশন গুলো দেখতে পাবেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম পল্লী বিদ্যুৎ বিল ডাউনলোড করার নিয়ম এবং কিভাবে সকল মাসের বিদ্যুৎ বিলের ইনফরমেশন বের করতে হয় সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন।
FAQ
পল্লী বিদ্যুৎ বিল কপি ডাউনলোড করার ওয়েবসাইট কোনটি?
পল্লী বিদ্যুৎ বিলের কপি ডাউনলোড করার জন্য Bangladesh Power Development Board এর ওয়েবসাইট হলো http://119.40.95.162:8991/Pages/User/BillPrint.aspx
পল্লী বিদ্যুৎ বিল দেখতে চাই
নিয়ম ফলো করুন
likhlen Palli biddut but kaj korlen BPDB , disgusting.
ওকে
Consumer no to amr bill a onk number ki korbo
আপনার বিদ্যুৎ বিলে Consumer নাম্বার বলে লেখা আছে দেখেন সব গুলো নাম্বার বসাতে হবে
Consumer no to amr bill a onk number ki korbo
আপনার বিদ্যুৎ বিলে Consumer নাম্বার বলে লেখা আছে দেখেন সব গুলো নাম্বার বসাতে হবে
ভাইয়া….
ভুল ইনফরমেশন থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। পল্লী বিদ্যুতের হেডলাইন লিখে দেখালেন BPDB.
ভাই ভুল ইনফরমেশন না। ইংরেজি হেডলাইন দেখুন। আমরা সব সময় সঠিক তথ্য আপনাদের জন্য শেয়ার করি। ধন্যবাদ।
লোকেশন কোড কোথায় পাব
আপনি বিলের কাগজে লোকেশন কোড পেয়ে যাবেন। তাছাড়া আর্টিকেলে উল্লেখ করা ছবিতে লোকেশন কোড মার্ক করে দেখানো হয়েছে। ধন্যবাদ।
আমার পল্লী বিদ্যুৎ বিল এর কপিতে consumer namber নেই। নান্দীনা, জামালপুর পবিস।
ase vlo kore dekhon
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
hm