MRP পাসপোর্ট চেক | MRP Passport Check
আপনাদের মধ্যে যাদের কাছে MRP Passport রয়েছে তারা কিভাবে MRP পাসপোর্ট চেক (MRP Passport Check) করেবেন জেনে নিন।
বর্তমানে বাংলাদেশে ই-পাসপোর্ট প্রচালন শুরু হলে গেলেও এখনো বাংলাদেশ কিছু জেলা এবং বাহিরের কিছু দেশের এম্বাসি গুলোতে MRP Passport দেওয়া হচ্ছে।
১৯৭৩ সালের ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম হাতে লেখা পাসপোর্ট চালু করা হয়। এরপরে ২০১০ সালের ১ এপ্রিল এমআরপি পাসপোর্ট (MRP Passport) বা মেশিন রিডেবল পাসপোর্ট চালু করা হয়।
২০২০ সালে ২২ জানুয়ারি বাংলাদেশে প্রথম চালু করা হয় ই-পাসপোর্ট (e-passport) বা ইলেক্ট্রনিক পাসপোর্ট। উক্ত তারিখের পর থেকে এমআরপি পাসপোর্ট রিইস্যু করতে গেলে আর এমআরপি পাসপোর্ট দেওয়া হচ্ছে না।
তাদেরকে এমআরপি পাসপোর্ট এর পরিবর্তে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে MRP Passport বন্ধ হয়ে যাবে।
এর আগের আর্টিকেলে বলেছি ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করার নিয়ম সম্পর্কে। আর আজকে আর্টিকেলে বলবো MRP পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে।
MRP পাসপোর্ট চেক | MRP Passport Check
আপনি দুইটি উপায় আপনার MRP Passport Check করতে পারবেন। এর মধ্যে একটি হলো পাসপোর্ট অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে এবং অপরটি হলো মোবাইলের এসএমএস এর মাধ্যমে।
এমআরপি পাসপোর্ট চেক করার জন্য আপনার ডেলিভারি স্লিপে থাকা Enrolment ID নম্বর প্রয়োজন হবে। আপনি যখন পাসপোর্ট আবেদন ফর্ম অফিসে জমা দিয়েছিলেন তখন আপনাকে একটি স্লিপ নিয়েছিলো।
আপনার পাসপোর্টের ডেলিভারি স্লিপের উপরে ডানপাশে Your Enrolment ID 150100000628585 এমন সংখ্যা দেখতে পাবেন। এটাই আপনার এনরোলমেন্ট আইডি নম্বর। এই আইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন।
MRP Passport Check Online Bangladesh
অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আপনার এমআরপি পাসপোর্ট চেক করার জন্য মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
এবার গুগলে গিয়ে সার্চ করুন MRP Passport Check লিখে। নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।
Application Status এই অপশন এ ক্লিক করুন। আপনাকে Bangladesh MRP Passport Check করার ওয়েবসাইট নিয়ে যাওয়া হবে।
- Enrolment ID অপশনে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা এনরোলমেন্ট আইডি নম্বর লিখুন।
- Date of Birth অপশনে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন বা লিখুন।
- সঠিক ভাবে সংখ্যা ক্যাপচা কোডটি লিখুন।
- শেষে SEARCH অপশনে ক্লিক করুন।
তাহলে, আপনার এমআরপি পাসপোর্ট স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন কি অবস্থার আছে।
MRP Passport Check by SMS
আপনার কাছে যদি স্মার্টফোন বা কম্পিউটার না থাকে তাহলে বাটন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে এনরোলমেন্ট আইডি নম্বর দিয়ে এমআরপি পাসপোর্ট চেক করতে পারবেন।
এজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MRP <>space<> Enrolment ID এবার পাঠিয়ে দিবেন 6969 নম্বরে।
যেমন MRP 150100000628585 Send 6969
কয়েক মিনিটের মধ্যে আপনার মোবাইলে 6969 নম্বর থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এমআরপি পাসপোর্ট কি অবস্থায় আছে।
কিভাবে এমআরপি পাসপোর্ট চেক করবো?
এমআরপি পাসপোর্ট চেক করার দুইটা নিয়ম রয়েছে এমএমএস এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে। এসএমএস এর মাধ্যমে MRP পাসপোর্ট চেক করার জন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MRP <space> enrollment id এবং সেন্ড করুন 6969 নাম্বারে।
যেমন: MRP 150100000628765 এবং পাঠাবেন 6969 নাম্বারে।
অনলাইনের মাধ্যমে MRP Passport Check করার জন্য ভিজিট করুন এই ওয়েবসাইট। এরপর ENROLLMENT ID, Date of Birth লিখে নিচের ক্যাপচা পূরণ করে SEARCH অপশনে ক্লিক করলে এমআরপি পাসপোর্ট চেক করতে পারবেন।
পাসপোর্ট সম্পর্কে আরো তথ্য জানুন
- পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা
- পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন চেক
শেষ কথা
আজকে আমরা জানলাম কিভাবে MRP পাসপোর্ট চেক করবেন সেই সম্পর্কে। এই আর্টিকেল সম্পর্কে যদি কোথায় বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আমি কয়েক ঘন্টার মধ্যে ফিরতি কমেন্টের উত্তর দিবো ইনশাআল্লাহ।