10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪
আপনারা যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে বা পাসপোর্ট ফি কত?
আবার যারা পুরাতন পাসপোর্ট রিনিউ করতে চাচ্ছেন তাদের ও জানা প্রয়োজন ই পাসপোর্ট ফি কত টাকা বা পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে।
যারা নতুন পাসপোর্ট করবেন তাদের পাসপোর্ট করার সময় অবশ্যই পাসপোর্টের মেয়াদ নির্বাচন করে নিতে হবে। সাধারণত পাসপোর্টের মেয়াদ ৫ বা ১০ বছর এবং বিভিন্ন পৃষ্ঠার হয়ে থাকে।
বর্তমানে দেশের সকল জেলাতে পাসপোর্ট করার সুবিধা রয়েছে। তাছাড়া, আপনি চাইলে নিজে নিজেই অনলাইনে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন।
তাই আজকের আর্টিকেলে বাংলাদেশ থেকে ৫ বছর এবং ১০ বছর মেয়াদি ও বিভিন্ন পৃষ্ঠা সংখ্যার পাসপোর্ট করতে কত টাকা লাগে সেই সম্পর্কে আলোচনা করবো।
10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪
আপনারা যারা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের সর্বনিন্ম ৫,৭৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৩,৮০০ টাকা পর্যন্ত খরচ হবে। আপনি যদি অনলাইনে নিজে আবেদন করতে না পারেন তাহলে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করলে বাড়তি আরো ২০০ টাকা খরচ হবে।
ডেলিভারি | ৪৮ পৃষ্ঠা ১০ বছর মেয়াদ | ৬৪ পৃষ্ঠা ১০ বছর মেয়াদ |
রেগুলার | ৫,৭৫০ টাকা | ৮,০৫০ টাকা |
এক্সপ্রেস | ৮,০৫০ টাকা | ১০,৩৫০ টাকা |
সুপার এক্সপ্রেস | ১০,৩৫০ টাকা | ১৩,৮০০ টাকা |
বিশেষ দ্রষ্টব্য : উপরের সকল ফি’র সাথে ১৫% ভ্যাট প্রদান করতে হবে এবং সরকারি চাকরিজীবিদের মধ্যে যাদের NOC আছে বা অবসর সনদ আছে তাদের রেগুলার ফি দিয়ে জরুরি সুবিধা পাবেন। তবে, সরকারি চাকরিজীবিদের জন্য জরুরি আবেদন প্রযোজ্য নয়।
পাসপোর্ট করতে কত টাকা লাগে | ই পাসপোর্ট ফি ২০২৪
ডেলিভারি | ৪৮ পৃষ্ঠা ৫ বছর মেয়াদ | ৪৮ পৃষ্ঠা ১০ বছর মেয়াদ | ৬৪ পৃষ্ঠা ৫ বছর মেয়াদ | ৬৪ পৃষ্ঠা ১০ বছর মেয়াদ |
রেগুলার | ৪,০২৫ টাকা | ৫,৭৫০ টাকা | ৬,৩২৫ টাকা | ৮,০৫০ টাকা |
এক্সপ্রেস | ৬,৩২৫ টাকা | ৮,০৫০ টাকা | ৮,৬২৫ টাকা | ১০,৩৫০ টাকা |
সুপার এক্সপ্রেস | ৮,৬২৫ টাকা | ১০,৩৫০ টাকা | ১২,০৭৫ টাকা | ১৩,৮০০ টাকা |
বিশেষ দ্রষ্টব্য : উপরের সকল ফি’র সাথে ১৫% ভ্যাগ প্রদান করতে হবে। সরকারি চাকরিজীবি যাদের NOC বা অবসর সনদ আছে তারা রেগুলার ফি জমা দিয়ে জরুরি সুবিধা পাবেন। তবে, সরকারি চাকরিজীবিদের জন্য জরুরি আবেদন প্রযোজ্য নয়।
পাসপোর্ট সম্পর্কে প্রশ্ন উত্তর
পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪?
সাধারণত পাসপোর্টের মেয়াদ, পৃষ্ঠা এবং ডেলিভারি সময়ের উপর নির্ভর করে পাসপোর্ট করতে কত টাকা লাগবে। সাধারণ ৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে ৪,০২৫ টাকা এবং ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে সর্বোচ্চ ১৩,৮০০ টাকা লাগবে।
ঘরে বসে কিভাবে ই-পাসপোর্ট ফি জমা দেব?
আপনি ঘরে বসে নগদ, বিকাশ, রকেট এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ই পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন।
পাসপোর্ট ফি জমা ব্যাংক
পাসপোর্টের ফি জমা নেয় সোনালী ব্যাংক। পাসপোর্ট আবেদন সাবমিট করার পরে আবেদনের পিডিএফ কপি ডাউনলোড করে সোনালী ব্যাংক গিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন।
১০ মেয়াদি ই পাসপোর্ট করতে কত দিন সময় লাগে?
ই-পাসপোর্ট আবেদন করার সময় আপনি যে সময় নির্ধারণ করেছিলেন তার উপর নির্ভর করবে কতদিন সময় লাগবে। তবে, সাধারণত ১৫ থেকে ২১ দিনের মধ্যে পেয়ে যাবেন।
পাসপোর্ট সম্পর্কে আরো তথ্য পড়ুন
- পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা
- পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন চেক
- MRP পাসপোর্ট চেক
- ই পাসপোর্টের বর্তমান অবস্থা
- 16445 পাসপোর্ট চেক
শেষ কথা
আজকে আমরা জানলাম 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে বা ই-পাসপোর্ট ফি কতটা সেই সম্পর্কে। এই ব্লগ সম্পর্কে কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করে জানাবেন।