প্রবাসী কল্যাণ কার্ড কিভাবে বানাবো ২০২৪
বাংলাদেশ থেকে যেসকল ভাইরা প্রবাসে থাকেন তাদের অবশ্যই বিএমইটি কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে। জানুন বিএমইটি কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড কিভাবে বানাবো।
বাংলাদেশ থেকে যারা প্রবাসে থাকেন তাদের জন্য বিএমইটি কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছেন সৌদি প্রবাসীদের জন্য ২৫ হাজার টাকা ভুতুক্কি দেওয়ার।
ভুতিক্কির টাকা পেতে হলে অবশ্যই আপনার বিএমইটি কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড অথবা BMET রেজিষ্ট্রেশন করতে হবে।
তাছাড়া প্রবাসী কল্যাণ কার্ড না থাকলে করোনা ভাইরাসের ভেকসিন দিতেও আপনারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে বিএমইটি বা প্রবাসী কল্যাণ কার্ড বানাবেন, কত টাকা লাগে, কোথায় থেকে বানাবেন এবং সুবিধা গুলোর সম্পর্কে।
বিএমইটি বা প্রবাসী কল্যাণ কার্ড কিভাবে বানাবো ২০২৪
বিএমইটি বা প্রবাসী কল্যাণ কার্ড বানানোর জন্য আপনি যে দেশে থাকেন সেই দেশের আকামা বা ওয়ার্ক পারমিট এর ফটোকপি, পাসপোর্ট এর ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নমিনির নাম এবং মোবাইল নম্বর দিয়ে ১ দিনের মধ্যে বিএমইটি বা প্রবাসী কল্যাণ কার্ড বানাতে পারবেন।
এই ডকুমেন্টস গুলো আপনি যদি সরাসরি দূতাবাসে জমা দেন তাহলে ১ দিনের মধ্যে প্রবাসী কল্যাণ কার্ডটি দিয়ে দিবে। আর যদি প্রবাসী সেবা কেন্দ্রে জমা দেন তাহলে ৩ থেকে ১৫ দিনের মধ্যে কার্ডটি দিয়ে দিবে।
বিএমইটি কার্ড করতে কত টাকা লাগে ২০২৪
বিএমইটি বা প্রবাসী কল্যাণ কার্ড করার জন্য আপনি যদি দূতাবাসে ডকুমেন্টস গুলো জমা দেন তাহলে খরচ হবে ১৭০ সৌদি রিয়াল। যা বাংলাদেশের টাকায় ৪ হাজার ৯০০ টাকার মতো এবং ১ দিনের মধ্যে কার্ডটি দিয়ে দিবে।
আর যদি প্রবাসী সেবা কেন্দ্রে জমা দেন তাহলে আপনার খরচ হবে ২৩০ সৌদি রিয়াল। যা বাংলাদেশের টাকায় ৬ হাজার ৬০০ টাকার মতো। কার্ডটি পেতে ৩ থেকে ১৫ দিন সময় লাগবে।
প্রবাসী কল্যাণ কার্ড কোথায় থেকে বানাবেন
দুই জায়গা থেকে আপনারা BMET Card বা প্রবাসী কল্যাণ কার্ড বানাতে পারবেন।
১. দূতাবাসঃ দূতাবাস থেকে বানাতে ১ দিন সময় লাগবে।
২. প্রবাসী সেবা কেন্দ্রঃ প্রবাসী সেবা কেন্দ্র থেকে বানাতে ৩ দিন থেকে ১৫ দিন সময় লাগবে।
প্রবাসী কল্যাণ কার্ড এর সুবিধা কি
- বিমানবন্দরে আপনাকে অগ্রধিকার দেওয়া হবে।
- প্রবাসী কোটায় আপনার সন্তানকে পড়াশোনা করতে পারবেন।
- প্রবাসে কেউ মারা গেলে দাফন বাবদ ৩০ হাজার টাকা এবং এককালীন ৩ লাখ টাকা দেওয়া হবে।
- প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজে লোন নিতে পারবেন।
- প্রবাসী অসুস্থ বা পঙ্গু রোগীরা বিনামূল্যে বিমানবন্দর থেকে এম্বুলেন্স সুবিধা পাবেন।
- প্রবাসে অসুস্থ রোগীরা দেশে চিকিৎসা সুবিধা পাবে।
শেষ কথা
আজকে আমরা জানলাম বিএমইটি কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড কিভাবে বানাবো, কত টাকা লাগে, কোথায় থেকে বানাবেন এবং এর সুবিধা গুলো সম্পর্কে।