বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে
বাংলাদেশ যারা আমেরিকা যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলোমিটার এবং প্লেনে যেতে কত সময় লাগে।
পৃথিবীর উন্নত দেশ গুলোর মধ্যে আমেরিকা (USA) অন্যতম। এজন্য আমাদের মধ্যে অনেকের স্বপ্ন আমেরিকা যাওয়া এবং সুখে শান্তিতে বসবাস করা।
তবে, বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার ভিসা বা ওয়ার্ক পারমিট পাওয়া বেশ কঠিন। যারা ভিসা পেয়েছেন তাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন “বাংলাদেশ থেকে আমেরিকার দুরত্ব কত কিলোমিটার”।
বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলোমিটার
বাংলাদেশ থেকে আমেরিকা 13,219 km কিলোমিটার। মাইল হিসাবে বাংলাদেশ টু আমেরিকা 8218.69 মাইল এবং মিটার হিসাব করলে 13219000 মিটার।
বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে
প্লেনে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে 23 ঘন্টা 35 মিনিটের মতো সময় লাগে। তবে, কিছু কিছু ফ্লাইটে আরো বেশি সময় লাগে।
আপনি যে বিমানের ফ্লাইটে যাবেন উক্ত বিমান টিকেটে উল্লেখ করা থাকবে কত সময় লাগবে। বাংলাদেশ থেকে সরাসরি বিমান আমেরিকা যায় না।
বাংলাদেশ থেকে আমেরিকা যেতে আপনাকে ডুবাই নামতে হবে। সেখানে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আপনি আমেরিকা চলে যেতে পারবেন।
বাংলাদেশ টু আমেরিকা বিমান ভাড়া
- বাংলাদেশ টু নিউইয়র্ক বিমান ভাড়া ১৪০০ থেকে ১৬০০ ডলার।
- বাংলাদেশ টু ওয়াশিংটন বিমান ভাড়া ১৬০০ থেকে ১৮০০ ডলার।
- বাংলাদেশ টু শিকাগো বিমান ভাগা ১৪০০ থেকে ১৬৫০ ডলার।
- বাংলাদেশ টু লস অ্যাঞ্জেলেস বিমান ভাড়া ১৭০০ থেকে ১৯০০ ডলার।
- বাংলাদেশ টু হিউস্টন বিমান ভাড়া ১৭০০ থেকে ১৯০০ ডলার।
- বাংলাদেশ টু বোস্টন বিমান ভাড়া ১৫০০ থেকে ২০০০ ডলার।
- বাংলাদেশ টু ফ্রান্সিসকো বিমান ভাড়া ১৮০০ থেকে ২০০০ ডলার।
- বাংলাদেশ টু ডলাস বিমান ভাড়া ১৮০০ থেকে ১৯০০ ডলার।
- বাংলাদেশ টু সিয়াটন বিমান ভাড়া ২১০০ থেকে ২৩০০ ডলার।
বাংলাদেশ থেকে আমেরিকার সময়ের পার্থক্য
বাংলাদেশ থেকে আমেরিকার সময়ের পার্থক্য 10 ঘন্টা। অর্থাৎ বাংলাদেশে এখন সকাল 05:31 AM মঙ্গলবার হলে আমেরিকার সময়ে হবে সন্ধ্যা 07:31 PM বুধবার।
বাংলাদেশ থেকে ১০ ঘন্টা এগিয়ে আমেরিকার সময়। আর আমেরিকা থেকে ১০ ঘন্টা পিছিয়ে বাংলাদেশের সময়।
বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে আমেরিকা যেতে আপনার ভিসার প্রয়োজন হবে। ভিসা ছাড়া কখনো আপনি আমেরিকা (USA) যেতে পারবেন না।
আমেরিকা যাওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে। একেক ক্যাটাগরির ভিসার খরচ একেক রকম। আমি আগের আর্টিকেলে বলেছি আমেরিকা ভিসা খরচ কত বা যেতে কত টাকা লাগে।
শেষ কথা
আজকে আমরা জানলাম বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলোমিটার এবং প্লেনে যেতে কত সময় লাগে সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন করতে চাইলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।
FAQ
বাংলাদেশ থেকে আমেরিকা কোন দিকে অবস্থিত?
মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এর দক্ষিণে মেক্সিকো, উত্তরে কানাডা, পূর্বে আটলান্টিক মহা সাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত।
আমেরিকার কয়টি অঙ্গরাজ্য রয়েছে?
মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার ৫০ টি অঙ্গরাজ্য রয়েছে। তাদের সংবিধান অনুযায়ী এই অঙ্গরাজ্য গুলো পরিচালনা করা হয়।
আমেরিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্য কি?
মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার একটি দেশ তবে, লোকেরা একক শব্দ ব্যবহার করে সবসময় আমেরিকাকে মার্কিন যুক্তরাষ্ট্র (United States of America বা USA) বলে উল্লেখ করে থাকে।
আমেরিকার রাজধানীর নাম কি?
আমেরিকার (USA) রাজধানীর নাম ওয়াশিংটন, ডিসি (Washington, DC)।