জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd

অনেকে জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করছেন। তাই আজকের আর্টিকেলে কিভাবে yyyy mm dd দিয়ে জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য বলবো।

জন্ম নিবন্ধন সম্পর্কে আরো বিভিন্ন তথ্য জানতে নিচের আর্টিকেল গুলো পড়ুন।

      জন্ম নিবন্ধন সনদ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। যাদের এখনো ভোটার আইডি কার্ড হয়নি তাদের প্রায় কাজের জন্য জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করা হয়।

      তাছাড়া অনলাইনে আপনার জন্ম নিবন্ধন সনদ  আছে কিনা সেটা যাচাই করে নেওয়া প্রয়োজন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা জানেন না কিভাবে অনলাইনে yyyy mm dd দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হবে।

      জন্ম নিবন্ধন যাচাই করার সময় অনেকে যে কমান ভুলটা করে থাকে সেটা হলো ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর লেখার পরে জন্ম তারিখ সঠিক ভাবে লিখতে ভুল করে।

      অনেকে আগে জন্ম তারিখ পরে মাস এবং তারপর জন্ম সাল দেয়। যদিও উপরে উল্লেখ করা থাকে yyyy mm dd অর্থ্যাৎ প্রথমে জন্ম সাল পরে জন্মের মাস এবং তারপর জন্ম তারিখ লিখতে হবে।

      জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd

      yyyy mm dd দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে ভিজিট করুন everify.bdris.gov.bd এই ওয়েবসাইট।

      আপনার জন্ম নিবন্ধন সনদ নম্বর এবং জন্ম তারিখ লিখুন। yyyy স্থানে জন্ম সাল, mm স্থানে জন্ম মাস এবং dd স্থানে জন্ম তারিখ লিখুন। শেষে থাকা সার্চ অপশনে ক্লিক করলে জন্ম নিবন্ধন তথ্য পাবেন।

      আমাদের মধ্যে অনেকে yyyy mm dd এই কোডে তাদের জন্ম তারিখ লিখতে ভুল করে। তারা প্রথমে ৪ সংখ্যার জন্ম সাল লিখে, এরপর দুই সংখ্যার জন্ম তারিখ লিখে, তারপর দুই সংখ্যার জন্ম মাস লিখে।

      সঠিক ভাবে লেখার নিয়ম হচ্ছে, 

      • প্রথমে জন্ম নিবন্ধন নম্বর লিখবেন।
      • yyyy – জন্ম সাল
      • mm – জন্ম মাস
      • dd – জন্ম তারিখ 
      • শেষে Search অপশনে ক্লিক করলে জন্ম নিবন্ধন তথ্য দেখতে পাবেন।

      জন্ম নিবন্ধন অনলাইন যাচাই চেক apps download

      জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য ওয়েবসাইটের পাশাপাশি apps রয়েছে। যার মাধ্যমে খুব সহজে yyyy mm dd দিয়ে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন।

      Google play Store থেকে “জন্ম নিবন্ধন অনলাইন যাচাই” apps download করে নিতে পারবেন। অ্যাপস ডাউনলোড করার জন্য এই লিংকে ভিজিট করুন।

      জন্ম নিবন্ধন যাচাই এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা

      বর্তমান ডিজিটাল বাংলাদেশে অধিঅংশ কার্যক্রম করার জন্য জন্ম নিবন্ধন এর গুরুত্ব দেওয়া হয়। তাছাড়া আপনার জন্ম নিবন্ধন তথ্য সঠিক আছে কিনা সেটা অনলাইনে যাচাই করা হয়।

      জন্ম নিবন্ধন যখন কোনো কাজে ব্যবহার করা হয় তখন চেক করা হয় জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন অনলাইন বা ডিজিটাল করা আছে কিনা।

      শেষ কথা

      আজকে আমরা জানলাম জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন।

      জন্ম নিবন্ধন সম্পর্কে আরো তথ্য পড়ুন

      Similar Posts

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *