দুবাই থেকে ইতালি কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে

আপনারা যারা দুবাই থেকে ইতালি যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন দুবাই থেকে ইতালি কত কিলোমিটার, বিমান ভাড়া কত টাকা এবং যেতে কত সময় লাগে।

বাংলাদেশ থেকে অনেক প্রবাসী দুবাই থেকে, তাদের মধ্যে অনেকে দুবাই থেকে ইতালি যেতে যাচ্ছেন উন্নত জীবনযাপন ও বেশি পরিমানে টাকা আয় করার জন্য।

বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে যেসকল প্রবাসীরা দুবাই আছেন এবং সেখান থেকে ইতালি যেতে যাচ্ছেন তাদের কমপক্ষে ১ বছর দুবাই কাজ করতে হবে। তারপর তারা ইতালি যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আপনারা সব সময় চেষ্টা করবেন বৈধ ভাবে দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য।

দুবাই থেকে ইতালি কত কিলোমিটার | Dubai to italy distance

গুগল ম্যাপের তথ্য হিসাবে দুবাই থেকে ইতালি 6,274 (KM) কিলোমিটার। মাইল হিসাব করলে দুবাই থেকে ইতালি 3,898 মাইল এবং নটিক্যাল মাইল হিসাব করলে 3,387 নটিক্যাল মাইল।

দুবাই থেকে ইতালি বিমান ভাড়া কত

দুবাই থেকে ইতালি বিমান ভাড়া নন স্টপ ফ্লাইট  Economy Class ১৫,৭৬৮ টাকা, ওয়ান স্টাফ ফ্লাইট Economy Class ২৮,০৯৭ টাকা, ওয়ান স্টাফ+ ফ্লাইট Economy Class ৬৭,৭১৬ টাকা।

দুবাই থেকে ইতালি বিমান ভাড়া নন স্টপ ফ্লাইট Business Class ৩৫০,৬৩৪ টাকা, ওয়ান স্টাফ ফ্লাইট Business Class ১৫৪,৩৪১ টাকা এবং ওয়ান স্টাফ+ ফ্লাইট Business Class ১৪০,১০২ টাকা।

দুবাই থেকে ইতালি যেতে কত সময় লাগে

দুবাই থেকে ইতালি যেতে বিমানে নন স্টপ ফ্লাইটে ৭ ঘন্টা ৫ মিনিট সময় লাগে এবং ওয়ান স্টাফ ফ্লাইটে দুবাই থেকে ইতালি যেতে ১৮ ঘন্টা ৫০ মিনিট সময় লাগে।

ওয়ান স্টাফ ফ্লাইটে আপনাকে Amman বিমান বন্দর বা অন্য কোনো বিমান বন্দরে যাত্রা বিরতি করতে হবে। আপনাকে কোন বিমান বন্দরে যাত্রা বিরতি করতে হবে সেটা টিকিটে উল্লেখ করা থাকবে। তাছাড়া কত সময় লাগে সেটাও জানতে পারবেন।

দুবাই টু ইতালি কত কিলোমিটার

দুবাই টু ইতালি ৬,২৭৪ কিলোমিটার, মাইল হিসাবে ৩,৮৯৮ মাইল এবং নটিক্যাল মাইল হিসাবে ৩,৩৮৭ নটিক্যাল মাইল।

শেষ কথা

আজকে আমরা জানলাম দুবাই থেকে ইতালি কত কিলোমিটার, বিমান ভাড়া কত টাকা এবং বিমানে যেতে কত সময় লাগে। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

আরো গুরুত্বপূর্ণ তথ্য পড়ুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *