মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়ম | Muktopaath online course

আপনারা যারা মুক্তপাঠ অনলাইন কোর্স ২০২৩ করতে চাচ্ছেন, জানুন মুক্তপাঠ কোর্স করার নিয়ম এবং প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সম্পর্কে।

বর্তমানে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ বিষয়ভিত্তিক অনলাইন কোর্স গুলো শিক্ষকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই কোর্স আপনারা চাইলে যেকেউ অনলাইন থেকে করতে পারবেন।

মুক্তপাঠ কোর্সের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং কোর্স শেষে মুক্তপাঠ সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট ভবিষ্যতে আপনার চাকরির ক্ষেত্রে সহায়তা প্রদান করবে।

মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়ম | Muktopaath online course

মুক্তপাঠ কোর্স করার জন্য প্রথমে আপনাকে মুক্তপাঠ ওয়েবসাইটে লার্নার হিসাবে রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর একাউন্টে লগইন করে প্রোফাইক অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপডেট করুন।

কোর্স ক্যাটাগরি থেকে আপনি যে কোর্সটি করতে চাচ্ছেন সেটি সার্চ করুন। কোর্স করার জন্য আপনার এমপ্লয় আইডি ও জন্ম তারিখ দিয়ে এনরোল করলে মুক্তপাঠ অনলাইন কোর্স করতে পারবেন।

মুক্তপাঠ অনলাইন কোর্স সমূহ | মুক্তপাঠ সকল কোর্স

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ মুক্তপাঠ ওয়েবসাইটে চালু করা হয়েছে। এখানে ১২ টি ক্যাটাগরিতে ২০০+ কোর্স রয়েছে। মুক্তপাঠ সকল কোর্স গুলো নিচে উল্লেখ করা হয়েছে।

  • শিক্ষাভিত্তিক গবেষণামূলক কোর্স।
  • শিক্ষকদের জন্য বিদ্যালয়ে শিক্ষক হতে প্রশিক্ষণমূলক কোর্স।
  • ধর্ম বিষয়ক কোর্স সহ বাংলা, ইংরেজি, গণিত কোর্স।
  • কৃষিভিত্তিকঃ গবাদি পশু পালন, ফসল উৎপাদন ইত্যাদি বিষয় কোর্স।
  • ফ্রিল্যান্সিংঃ ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন দক্ষতা মূলক কোর্স।
  • তথ্যপ্রযুক্তিঃ কৃষি প্রযুক্তি, উদ্ভাবানী নানা প্রযুক্তি, দৈনিন্দিন জীবনে প্রয়োজনীয় মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সহ নানা প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণ কোর্স।
  • সাংবাদিকতা ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত অন্যান্য কোর্স।
  • আত্মাকর্মসংস্থানঃ আত্মাকর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের প্রশিক্ষণমূলক কোর্স।
  • স্বাস্থ্যঃ ডাক্তার, নার্স, সাধারণ মানুষ, স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণার্থীদের জন্য অনলাইন কোর্স।
  • ব্যাক্তিগত উন্নয়ন, নৈতিকতা এবং ইসলামিক জীবন ধারণামূলক কোর্স।
  • দক্ষতা উন্নয়নঃ বিভিন্ন বিষয় দক্ষতার উন্নয়ন ভিত্তিক কোর্স।
  • স্কুলের নৈতিকতা মূল্যবোধ ও সহানুভূতি বিষয়ক কোর্স।

মুক্তপাঠ কোর্স করার সুবিধা

আপনি মুক্তপাঠে শিক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করে যেকোনো বয়সে এবং উপরে উল্লেখ করা ১২টি বিষয় নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। মুক্তপাঠ কোর্স করার উল্লেখযোগ্য সুবিধা গুলো নিচে উল্লেখ করা হয়েছে-

  • আপনি বিনামূল্যে কোর্স এনারোল করতে পারবেন।
  • কারিগরি ও শিক্ষামূলক দক্ষতা বৃদ্ধি পায়।
  • মুক্তপাঠ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।
  • নিজস্ব ব্লগ, টিউটোরিয়াল প্রকাশ করার সুযোগ রয়েছে।

মুক্তপাঠ সার্টিফিকেট কি কাজে লাগে

মুক্তপাঠের কোর্স গুলো নিজের দক্ষতা বিকাশের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সনামধন্য তৈরি করে। আপনার দক্ষতা প্রমাণের জন্য এই সার্টিফিকেট বিভিন্ন চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই প্লাটফর্মে সার্টিফিকেটের গ্রহনযোগ্যতা রয়েছে। বাংলাদেশ সরকার শিক্ষকদের জন্য মুক্তপাঠের শিক্ষা কোর্স গুলো গুরুত্বপূর্ণ করেছে।

শিক্ষার্থীদের সঠিক ভাবে পাঠ দানের জন্য দক্ষতার প্রমান হিসাবে শিক্ষকদের এই কোর্সের সার্টিফিকেট দেখাতে হবে।

শেষ কথা

আজকে আমরা জানলাম মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়ম। মুক্তপাঠ কোর্স সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।

সবশেষে আমার পরামর্শ হলো আপনি নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় যেকোনো একটি বিষয় কোর্স মুক্তপাঠ থেকে করতে পারেন।

FAQ

কিভাবে মুক্তপাঠ অনলাইন কোর্স করবেন?

অনলাইনে মুক্তপাঠ কোর্স করার জন্য মুক্তপাঠ ওয়েবসাইট ভিজিট করে লার্নার হিসাবে রেজিষ্ট্রেশন করুন। একাউন্ট লগইন করে প্রোফাইক অপশন থেকে প্রয়োজনীয় তথ্য আপডেট করুন। প্রয়োজনীয় কোর্স খুঁজে এমপ্লয় আইডি ও জন্ম তারিখ দিয়ে এনরোল করে Muktopaath online course করতে পারবেন।

মুক্তপাঠ কোর্স করতে কি টাকা লাগে?

মুক্তপাঠের অধিকাংশ অনলাইন কোর্স গুলো ফ্রি। তবে মুক্তপাঠে কিছু কিছু কোর্স রয়েছে যেগুলো করতে টাকা লাগে।

মুক্তপাঠ কোর্স কারা করতে পারবেন?

মুক্কপাঠ কোর্স ছাত্র, শিক্ষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, প্রবাসী, গৃহিণী, কৃষক, ফ্রিল্যান্সার, বিদেশগামী কর্মী সহ সকল শ্রোণীর মানুষ করতে পারবেন।

মুক্তপাঠে কি নিজের কোর্স পাবলিশ করা যাবে?

হ্যাঁ আপনি মুক্তপাঠে নিজের তৈরি করা ভিডিও পাবলিশ করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *