মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম | Muktopaath registration

আপনারা যারা মুক্তপাঠে অনলাইন কোর্স করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানেন না মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম এবং কিভাবে লগইন করতে হবে।

আজকের এই আর্টিকেলে আপনাদের বলবো Muktopaath registration এবং Muktopaath login করার নিয়ম। যাতে আপনারা খুব সহজে ধারণা পাবেন এবং নিজেরা তা করতে পারবেন।

মুক্তপাঠ বাংলা ভাষায় নির্মিত একটি ই-লানিং প্লাটফর্ম, যার মূলমন্ত্র হলো  শিখুন। আপনারা যখন খুশি অনলাইনে মুক্তপাঠ থেকে শিখতে পারবেন।

২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারা বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা প্রতিষ্ঠানসমূহে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হয়েছে।

প্রস্তাবিত শিক্ষাক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের পূর্বেই  সকল শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নে মূল ভূমিকা রাখবে শিক্ষক সমাজ।

মুক্তপাঠে ১২ টি ক্যাটাগরিতে ২০০+ অনলাইন কোর্স রয়েছে। এই প্লাটফর্মে যেকেউ রেজিষ্ট্রেশন করে মুক্তপাঠে সদস্য হতে পারবেন।

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম | Muktopaath registration

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার জন্য Muktopaath.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করুন। “রেজিষ্ট্রেশন করুন” অপশনে ক্লিক করে “লার্নার” অপশনে ক্লিক করে আপনার নাম, পেশা, লিঙ্গ, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে “ফ্রি রেজিষ্ট্রেশন করুন” অপশনে ক্লিক করুন।

আপনার প্রদান করা মোবাইল বা ইমেইল নম্বরে OTP ভেরিফিকেশন কোড পাঠানো হবে উক্ত কোড দিয়ে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

নিচে ছবিসহ মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম ধাপ গুলো দেখানো হয়েছে, অনুসারণ করুন –

#ধাপ ১ঃ রেজিষ্ট্রেশন পেজে প্রবেশ করুন

মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করার জন্য Muktopaath.gov.bd ভিজিট করার পরে উপরে ডানপাশে রেজিষ্ট্রেশন করুন অপশনে ক্লিক করুন।

তারপর ৩টি অপশন দেখতে পাবেন।

  • লার্নার
  • ইন্সট্রাক্টর/কন্ট্রিবিউটর
  • পার্টনার হোন

আপনি যেহেতু কোর্স করার জন্য রেজিষ্ট্রেশন করছেন এজন্য লার্নার অপশনে ক্লিক করুন।

#ধাপ ২ঃ লার্নার রেজিষ্ট্রেশন তথ্য পূরণ করুন

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার জন্য নিচের প্রয়োজনীয় তথ্য গুলো পূরণ করুন।

Muktopaath registration
  • অংশগ্রহণকারীর নাম লিখুন
  • পেশার ধরন সিলেক্ট করুন
  • আপনার নাম ইংরেজিতে লিখুন (সার্টিফিকেট অনুযায়ী)
  • লিঙ্গ সিলেক্ট করুন 
  • মোবাইল নম্বর / ইমেইল নাম্বার লিখুন
  • পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেট করুন
  • প্রতিবন্ধিতা থাকলে সিলেক্ট করুন
  • ফ্রি রেজিষ্ট্রেশন করুন অপশনে ক্লিক করুন

#ধাপ ৩ঃ একাউন্ট ভেরিফাই করুন

আপনার প্রদান করা মোবাইল নম্বর বা ইমেইল এড্রেসে ৪ ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে। উক্ত কোডটি আপনি ওয়েবসাইটে লিখে সাবমিট করুন অপশনে ক্লিক করুন।

#ধাপ ৪ঃ প্রোফাইলে ব্যাক্তিগত তথ্য প্রদান করুন

আপনি মুক্তপাঠ ওয়েবসাইটে সফল ভাবে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করেছেন। এবার আপনার প্রয়োজনীয় ব্যাক্তিগত তথ্য প্রদান করে প্রোফাইল ১০০% সম্পূর্ণ করুন। এই তথ্য গুলো হলো,

  • জাতীয় পরিচয়পত্র নম্বর (ইংরেজিতে)
  • জন্ম তারিখ 
  • শিক্ষাগত যোগ্যতা
  • ডিগ্রী
  • বিভাগ 
  • জেলা
  • উপজেলা

আপনার মুক্তপাঠ ওয়েবসাইটের একাউন্ট রেজিষ্ট্রেশন করার সকল কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আপনি অনলাইনে কোর্স করতে পারবেন।

মুক্তপাঠ লগইন করার নিয়ম | Muktopaath login

মুক্তপাঠ ওয়েবসাইটে লগইন করার জন্য ভিজিট করুন Muktopaath.gov.bd/login এই লিংকে। এবার নিচের ছবির মতো লগইন করার ইন্টারফেস দেখতে পাবেন।

এখানে মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করার সময় ব্যবহারকৃত মোবাইল নম্বর / ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড লিখে লগইন করুন অপশনে ক্লিক করলে মুক্তপাঠ লগইন হয়ে যাবে।

মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়ম

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার পরে অনলাইন কোর্স করার জন্য কোর্স ক্যাটাগরি থেকে আপনি যে কোর্সটি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন।

কোর্স করার জন্য  আপনার এমপ্লয় আইডি এবং জন্ম তারিখ দিয়ে এনরোল করলে মুক্তপাঠ অনলাইনে কোর্স করতে পারবেন। এখানে আপনি ১২ টি ক্যাটাগরিতে মোট ২০০+ কোর্স পাবেন। তাই আপনার পছন্দের কোর্সটি করে নিজের দক্ষতা বৃদ্ধি করুন এবং কোর্স শেষে সার্টিফিকেট সংগ্রহ করুন।

শেষ কথা

আজকে আমরা জানলাম মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম এবং মুক্তপাঠ লগইন করার নিয়ম সম্পর্কে। আপনারা যারা বিভিন্ন বিষয় দক্ষতা বৃদ্ধি করতে চাচ্ছেন তারা আজই Muktopaath registration করে করে পছন্দের কোর্সটি করুন।

মুক্তপাঠ রেজিষ্ট্রেশন এবং লগইন সম্পর্কে কোনো ধরনের সমস্যা বা প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।

FAQ

কিভাবে মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করবো?

মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করার জন্য মুক্তপাঠ ওয়েবসাইটে ভিজিট করে রেজিষ্ট্রেশন করুন। এবার লার্নার অপশনে ক্লিক করে আবেদনকারীর নাম, পেশা, লিঙ্গ, মোবাইল নম্বর / ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ফ্রি রেজিষ্ট্রেশন করুন। আপনার প্রদান করা মোবাইল বা ইমেইল এড্রেসে OTP কোড পাঠানো হবে সেটা বসিয়ে সাবমিট করলে মুক্তপাঠ রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *