ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৪

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো। 

আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঘুরতে যাবেন তাদের অবশ্যই ভিসা প্রয়োজন। এর আগের আর্টিকেলে আমি বলেছি ইন্ডিয়ান ভিসা করার নিয়ম সম্পর্কে।

তারপর ও অনেকে জানতে চাচ্ছেন ইন্ডিয়ান টুরিস্ট ভিসার করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে।

আপনি যখন নিজের দেশ থেকে অন্য দেশে যাবেন তখন সেই দেশে যাওয়ার জন্য অনুমোদন নেওয়ার জন্য ভিসার আবেদন করতে হয়।

এই ভিসার আবেদন করার জন্য আপনার কিছু কাগজপত্র ভিসা অফিসে জমা দিতে হয়। আজকের আর্টিকেলে বলে দিবো কি কি কাগজপত্র ইন্ডিয়ান ভিসা অফিসে জমা দিলে আপনি সহজে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেয়ে যাবেন। 

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৪

আপনি যখন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করার জন্য ভিসা অফিসে যাবেন তখন অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট / কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে।

  • ভিসার আবেদন পত্র (অনলাইনে পূরণ করবেন)
  • ভিসা আবেদনের ছবি লাগানো 
  • জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদের ফটোকপি 
  • সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ল্যাবপ্রিন্ট ছবি (উক্ত ছবি যেন অন্য ভিসায় ব্যবহার করা না হয়)
  • পাসপোর্টের ফটোকপি এবং আসল পাসপোর্ট সাথে নিয়ে যাবেন
  • ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট 
  • ৩ মাসের বিদ্যুৎ / পানি / গ্যাস বিলের ফটোকপি 
  • এনওসি / ট্রেড লাইসেন্স / স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি 
  • যদি পুরনো পাসপোর্ট থাকে সাথে নিয়ে যাবেন 
  • আগে যদি ইন্ডিয়া যেয়ে থাকেন সেই ভিসার ফটোকপি 
  • আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে
  • আপনার করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্ড সাথে নিয়ে যাবেন 
  • যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তারা থানায় জিডি করে কপি জমা দিতে হবে 

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খরচ কত?

প্রত্যেক ভিসার জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করা রয়েছে। যারা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে চাচ্ছেন তাদের ৯০০ টাকা ফি প্রদান করতে হবে। আপনি যদি দালাল কর্তৃক ভিসা আবেদন করেন তাহলে আরো কিছু টাকা বেশি দিতে হবে।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কত দিন?

যারা বাংলাদেশ থেকে ভ্রমন করার জন্য ইন্ডিয়ান যেতে যাচ্ছেন এবং যাদের পুরনো ভিসা রয়েছে যার মেয়াদ এখনো রয়েছে তাদেরকে আবার নতুন করে ভিসা করতে হবে।

অর্থ্যাৎ পুরনো ভিসায় ইন্ডিয়া ভ্রমন করা যাবে না। তাছাড়া, ইন্ডিয়ান ভিসা অফিস জানিয়েছে নতুন টুরিস্ট ভিসার মেয়াদ ৬ মাস করা হয়েছে।

অর্থ্যাৎ আপনারা যারা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করবেন তাদের মেয়াদ হবে ৬ মাস।

ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন সময় লাগে

বর্তমানে ইন্ডিয়ান ভিসা পেতে বেশ সময় বিলম্ব হচ্ছে। বিশেষ করে টুরিস্ট ভিসা পেতে ৩০ থেকে ৪০ দিনের মতো সময় লাগে। আর ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে ৭ থেকে ১৫ দিন সময় লাগে।

শেষ কথা

আজকে আমরা জানলাম ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলো কি কি সেই সম্পর্কে। ইন্ডিয়ান টুরিস্ট ভিসার সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন। আমি কয়েক ঘন্টার মধ্যে ফিরতি উত্তর দিয়ে দিবো ইনশাআল্লাহ।

FAQ (প্রশ্ন উত্তর)

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে কতদিন লাগে?

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে ৩০ থেকে ৪০ দিন সময় লাগে।

ইন্ডিয়ান ভিসা সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

8 Comments

    1. Good Evening, My passport’s present address is Chattogram but permanent address is Jhalokati, Barishal Division, For Visa processing can I get help from you, I am doing Job in Chattogram, My cell no 01711-038851, Thanks a lot

        1. করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্ড কি বার্ধতামূলক?

  1. মায়ের জন্য ভিসা, মা গৃহিণী, বাবা নেই, সে ক্ষেত্রে পেশার সনদ সম্পর্কে জানতে চায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *