কর কি? কর (Tax) কত প্রকার ও কি কি (বিস্তারিত)

কর কি এই বিষয় আমাদের অনেকের অজানা। তাই আজকের আর্টিকেলে কর (Tax) কি, করের প্রকারভেদ এবং কত টাকা হলে কর দিতে হয় সহ আরো বিস্তারিত বিষয় বলবো।

বিশ্বের সকল দেশে কর (Tax) ব্যবস্থা রয়েছে। দেশের অর্থনীতির অগ্রগতির মূল চালিকা শক্ত হল কর। সরকার করের অর্থ দিয়ে সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করে।

তাছাড়া দেশের অবকাঠামো নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থা নির্শাণে কর ব্যবস্থা প্রধাণ ভূমিকা পালন করে। প্রত্যেক দেশের সরকার সাধারণ জনগণ ও প্রতিষ্ঠান থেকে কর (Tax) আদায় করে।

বিশ্বের বিভিন্ন দেশে করের প্রকারভেদ ভিন্ন হয়ে থাকে। আমাদের বাংলাদেশে প্রধানত দুই ধরনের কর (Tax) আদায় করা হয়।

এই কর দুইটির মধ্যে একটি হল প্রত্যক্ষ কর এবং অপরটি হল পরোক্ষ কর। মূলত সরকার কর আদায় করে দেশের অর্থনীতি শক্তিশালী করতে, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে এবং দেশে বিভিন্ন ধরনের প্রকল্পে ব্যায় করার জন্য।

ভ্যাট কি? ভ্যাট ও ট্যাক্স এর মধ্যে পার্থক্য

দেশের নাগরিকে অবশ্যই বাধ্যতামূলক কর প্রদান করতে হবে। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কর (Tax) ফাঁকি দেয় তাহলে সরকার কতৃক তার উপর আইনের ব্যবস্থা নেয় এবং তাকে শাস্তি পেতে হয়।

কর কি | ট্যাক্স কি (Tax meaning in bengali)

কর বা Tax শব্দটি এসেছে ল্যাটিন ট্যাক্সো থেকে। ট্যাক্স হল ইংরেজি শব্দ যার বাংলা অর্থ কর।

কর বা ট্যাক্স হল বাধ্যতামূলক আর্থিক চার্জ যা সরকারী সংস্থার দ্বারা দেশের জনগণ ও প্রতিষ্ঠানের উপর আরোপ করা হয়।

বলা যার কর একটি বাধ্যতামূলক ফি বা চার্জ। যা দেশের সর্বোত্তম সুযোগ সুবিধা ও অবকাঠামো উন্নয়নের জন্য সরকার জনগণ ও প্রতিষ্ঠানের উপর আরোপ করে। এই কর বিভিন্ন সরকারী ব্যয় কর্মসূচিতে ব্যবহার করা হয়।

কর কাকে বলে

সহজ ভাষায় সাধারণ জনগণ বাধ্যতামূলক ভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বা ট্যাক্স বলে।

কর কত প্রকার ও কি কি (Types of Tax)

কর (Tax) প্রধানত দুই প্রকার। একটি হল প্রত্যক্ষ কর এবং অপরটি হল পরোক্ষ কর। এছাড়া আরো কয়েক প্রকারের কর রয়েছে।

তাহলে চলুন নিচে থেকে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

প্রত্যক্ষ কর (Direct Tax)

প্রক্যক্ষ কর হল দেশের নাগরিকের সম্পদ ও আয়ের উপর নিদিষ্ট হারে আদায়কৃত সরকারি রাজস্ব। প্রত্যক্ষ কর একজন ব্যাক্তি বা সংস্থার কাছ থেকে সরাসরি আইন দ্বারা আরোপ করা হয়।

প্রত্যক্ষ কর অর্থ প্রদানের ক্ষমতার উপর ভিত্তি করে আরোপিত হয়। অর্থাৎ দেশের একজন সাধারণ নাগরিক তার আয়ের উপর কর প্রদান করে।

প্রত্যক্ষ করের উদাহরণ হলো সম্পত্তি কর, আয়কর ইত্যাদি। অর্থ আইন ২০১৫ অনুযায়ী কোনো ব্যাক্তির বার্ষিক আয় যদি ৩ লাখ টাকার বেশি হয় তাকে তার উপর কর আরোপ করা হবে। 

প্রত্যক্ষ কর আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা – সম্পদ কর ও আয়কর।

সম্পদ কর (Indirect Tax) : বছর শেষে আপনার অর্জ্জিত সম্পদের উপর আরোপিত করকে সম্পদ কর বলে।

আয়কর (Income Tax) : আপনার অর্থ আয়ের ভিত্তিতে আদায় যোগ্য করকে আয়কর বা ইনকাম ট্যাক্স বলে।

পরোক্ষ কর (Indirect Tax)

পণ্য ও সেবার উপর যে কর আরোপ করা হয় তাকে পরোক্ষ কর বলে। সেবা ও পণ্যের বিক্রেতা দ্বারা এই কর সংগ্রহ করা হয়।

সেবা ও পণ্যের দামের সাথে অতিরিক্ত দাম যোগ করে এই কর সংগ্রহ করা হয়। যার ফলে সেবা ও পণ্যের দাম বৃদ্ধি পায়। আমাদের দেশের সরকারের আয়ের সব থেকে বড় মাধ্যম হলো পরোক্ষ কর।

পরোক্ষ কর সেবা, পণ্য উৎপাদন ও বিক্রয়, রপ্তানি ও আমদানি, অভ্যন্তরীণ ব্যবসার উপর এই কর আরোপ করা হয়। 

পরোক্ষ করের উদাহরণ হল আমদানি শুল্ক। বাহিরের দেশ থেকে কোনো পণ্য দেশে প্রবেশ  করার সময় শুল্ক আমদানি দ্বারা পরিশোধ করা হয়।

আমদানি করা পণ্য যখন দেশের ভোক্তাদের কাছে পুনরায় বিক্রি করে তখন শুল্কের খরচ এবং মোট খরচ মিলিয়ে দাম নির্ধারণ করা হয়।

২০২৩ সালে বাংলাদেশে আয়কর হার কত

প্রস্তাবিত বাজেট অনুযায়ী প্রথম আয়ের ৩.৫ লাখ টাকার কোনো কর দিতে হবে না। পরবর্তী ১ লাখ টাকার উপর ৫%, পরবর্তী ৩ লাখ টাকার উপর ১০%, পরবর্তী ৪ লাখ টাকার উপর ১৫%,পরবর্তী ৫ লাখ টাকার উপর ২০% এবং বাকি আয়ের উপর ২৫% আয়কর প্রদান করতে হবে।

কর বা ট্যাক্স সম্পর্কে প্রশ্ন ও উত্তর

করদাতা কাকে বলে?

যিনি কর প্রদান করেন তাকে করদাতা বলে।

আধুনিক আয়করের জনক কে?

আধুনিক আয় করের জনক হল উইলিয়াম পিট।

টার্নওভার কর কি বা কাকে বলে?

কোনো প্রতিষ্ঠান বা ব্যাক্তি নিদিষ্ট সময়ে কর যোগ্য সেবা ও পণ্য সরবরাহ থেকে যে পরিমাণ অর্থ পায় তাকে টার্নওভার বলে।

বিক্রয় কর কি ধরনের কর?

উপরে আলোচনা থেকে আমরা সহজে বুঝতে পারছি বিক্রয় কর পরোক্ষ কর।

বছরে কত টাকা আয় করলে কর দিতে হবে?

আপনার বার্ষিক আয়ের পরিমান যদি ৩ লাখ টাকার বেশি হয় তাহলে আপনাকে বাধ্যতামূলক সরকারকে কর দিতে হবে।

মূল বেতন কত টাকা হলে আয়কর দিতে হবে?

আপনি যদি সরকারি কর্মজীবী হন এবং আপনার বেতন যদি ১৬ হাজার টাকার বেশি হয় তাহলে আয়কর প্রদান করতে হবে।

শেষ কথা

আজকে আমরা জানলাম কর কি বা ট্যাক্স কি এবং কর কত প্রকার ও কি কি সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *