টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে? (সঠিক উত্তর জানুন)

অনেকে জানতে চেয়েছেন টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে? জানুন আপনাকে কখন কর পরিশোধ করতে হবে এবং কখন আয়কর রিটার্ন দিতে হবে।

বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাকে টিন সার্টিফিকেট রেজিষ্ট্রেশন করতে হয়। যারা টিন সার্টিফিকেট তৈরি করেছেন তাদের মধ্যে অনেকের মনে ভয় থাকে প্রত্যেক বছর আমাকে আয়কর প্রদান করতে হবে কিনা।

নোটিশঃ ২০২৩-২০২৪ করবর্ষের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল চালু হলো।

তাই আজকে এই আর্টিকেলে আমি পরিস্কার ভাবে আলোচনা করবো, 

  • টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে? নাকি হবে না সেই সম্পর্কে।
  • টিন সার্টিফিকেট থাকলে কখন আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে, আর কখন আয়কর রির্টান দিতে হবে না।
  • আবার কোন কোন ক্ষেত্রে আপনার আয় না থাকলেও বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হবে।

টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে

আপনার যদি টিন সার্টিফিকেট তৈরি করা থাকে তাহলে কর দিতে হবে না। একজন পুরুষের বাৎসরিক আয় যদি ৩ লাখ টাকা এবং মহিলার বাৎসরিক আয় যদি ৩ লাখ ৫০ হাজারের বেশি হয় তাহলে আয়ের উপর কর প্রযোজ্য হলে আপনাকে আয়কর পরিশোধ করতে হবে।

তৃতীয় লিঙ্গের করদাতা, ৬৫ বছর বা বেশি বছরের পুরুষ ও মহিলার ক্ষেত্রে বছরে ৩ লাখ ৫০ হাজার টাকার বেশি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪ লাখ ৭৫ হাজার টাকার বেশি আয় হলে কর দিতে হবে।

অনেকের মনে প্রশ্ন থাকে, আমার টিন সার্টিফিকেট আছে কিন্তু আয়কর দেওয়া মতো আয় নেই, তাহলে কি আমার আয়কর রিটার্ন প্রদান করতে হবে? অথবা আমাকে আয়কর দিতে হবে হবে কিনা বা আয়কর দিলে কত টাকা দিতে হবে।

এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আপনার যদি করযোগ্য আয় থাকে তাহলে অবশ্যই আয়কর রিটার্ন দিতে হবে এবং আয়কর রিটার্ন হিসাবে যত টাকা কর আসে তত পরিমাণে টাকা কর দিতে হবে।

মনে করুন, আপনি একজন পুরুষ এবং আপনার বাৎসরিক আয় ৫ লাখ টাকা। তাহলে ২০২১ আইন অনুযায়ী ৩ লাখ টাকার করমুক্ত অর্থাৎ এই ৩ লাখ টাকার কর দিতে হবে না।

কিন্তু, অবশিষ্ট ২ লাখ টাকার মধ্যে প্রথম ১ লাখ টাকার উপর ৫% আয়কর এবং পরবর্তী ১ লাখ টাকার উপর ১০% হারে আয়কর ধার্য করা হবে। 

আপনাদের সুবিধার জন্য নিচে আয়করের পরিমান উল্লেখ করা হয়েছে,

আয় কর হার করের পরিমান
প্রথম ৩ লাখ টাকা (করমুক্ত) ০%  ০/-
পরবর্তী ১ লাখ টাকা ৫% ৫ হাজার টাকা
পরবর্তী ১ লাখ টাকা ১০% ১০ হাজার টাকা
মোট আয়ের ১৫%  ১৫ হাজার টাকা

নূন্যতম আয়করের তালিকা

  • সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকার করদাতা ৩ হাজার টাকা।
  • অন্যান্য সিটি কর্পোরেশনের করদাতা ৪ হাজার টাকা।
  • চট্টগ্রাম ও ঢাকা সিটি কর্পোরেশন এলাকার করদাতা ৫ হাজার টাকা।

টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ন দিতে হবে কিনা

২০২২-২০২৩ সালের আয়কর নির্দেশিকা অনুযায়ী টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে না। আপনার করযোগ্য আয়কর থাকলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকলে কর দিতে হবে নাকি হবে

কিছু কিছু আয়ের উপর সরকার সম্পূর্ণ বা আংশিক কর ছাড় দিয়ে থাকে। যেমন – সরকারি ভাতা ও পেনশনের টাকা, বৈদেশিক রেমিট্যান্স। হাঁস-মুরগির খামার থেকে অর্জিত ২০ লাখ টাকা পর্যন্ত সরকারকে কর দিতে হবে না।

২০২৩ সাল থেকে টিআইএন থাকলেই রিটার্ন দিতে হবে না

২০২২-২০২৩ আয়কর নির্দেশিকা এ স্পষ্ট বলা আছে কারা আয়কর রিটার্ন দাখিল করবেন। দুই ক্যাটাগরির ব্যাক্তিকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

  1. যাদের করযোগ্য আয় রয়েছে।
  2. যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে।

কখন বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে

বাধ্যতামূলক আয়কর রিটার্নের ক্ষেত্রে যদি আপনার আয় শূন্য হয় তাহলে আয়কর রিটার্ন জমা দিতে হবে। তবে মনে রাখবেন আপনার আয়কর দিতে হবে না।

  • করদাতা মোট করমুক্ত সীমা অতিক্রম করলে।
  • ফার্মের অংশীদার হলে।
  • কোম্পানি শেয়ারহোল্ডার পরিচালক বা কর্মচারী হলে।
  • কোন ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভুক্ত কর্মচারী হলে।
  • মোটর গাড়ির মালিক হলে।
  • আয়বর্ষের পূর্ববর্তী ৩ বছরের যে কোন বছরের করদাতার কর নির্ধারণ থাকলে।
  • সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা পরিচালনা করলে।
  • আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধিত সদস্য হলে।
  • পৌরসভা বা সিটি কর্পোরেশনের কোনো পদে সদস্য হলে।
  • সরকারি, আধা-সরকারি বা স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করলে।
  • কোন বণিক বা ব্যবসায়িক সংঘের সদস্য হলে। 

FAQs

মূল বেতন কত টাকা হলে আয়কর দিতে হবে?

মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়ুন

শেষ কথা 

আজকে আমরা জানলাম টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে কিনা সেই সম্পর্কে। তাহলে আমরা জানলাম টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে কর দিতে হবে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *