প্রতিবন্ধী ভাতা কবে দিবে এবং কত টাকা দিবে ২০২৩

প্রতিবন্ধী ভাতা কবে দিবে, কত টাকা দিবে, কয়মাস পরপর ভাতা প্রদান করা হয় এবং কারা কারা পাবেন জানুন আজকের আর্টিকেলের মাধ্যমে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য ভাতা অর্থাৎ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ বিল পাশ করা হয়।

এই বিল পাশ করার পর থেকে দেশের লাখ লাখ প্রতিবন্ধী ব্যাক্তিদেরকে বাংলাদেশ সরকারের সরকারি তহবিল থেকে ভাতা প্রদান করা হয়।

যে সকল প্রতিবন্ধী ব্যাক্তিরা এই ভাতা গ্রহণ করতে চান তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অনলাইনে আবেদন করতে হবে। কাগজপত্র ঠিক থাকলে আপনাকে প্রতিবন্ধী ভাতা প্রদান করার জন্য নির্বাচন করা হবে।

২০২২-২০২৩ অর্থ বছরে প্রতিবন্ধীদের জন্য সরকারি যে ভাতা প্রদান বিঙ্গপ্তি প্রকাশ করা হয় সেই বিঙ্গপ্তি অনুযায়ী এবছর সর্বমোট ২৩ লাখ ৬৫ হাজার প্রতিবন্ধী ব্যাক্তিদের সরকারি ভাবে ভাতা প্রদান করা হবে এবং এই খাতে মোট বরাদ্দের পরিমাণ ২৪২৯.১৮ কোটি টাকা।

আপডেট: সকল প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত ব্যাক্তিদের জানানো যাচ্ছে যে প্রতিবন্ধী ভাতা ইতি মধ্যে দেওয়া শুরু করেছে। আপনারা যারা ভাতা পান তারা ব্যালেন্স চেক করুন। ধন্যবাদ

প্রতিবন্ধী ভাতা কবে দিবে ২০২৩

প্রতিবন্ধী ভাতা আবেদন করার পরে যারা ভাতা পাওয়ার জন্য সিলেক্ট হয়েছেন তারা প্রত্যেক ৩ মাস পরপর প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন। অর্থাৎ বছরে ৪ বার প্রতিবন্ধী ভাতা দিবে।

২০২১-২০২২ অর্থবছরে প্রতিবন্ধী ভাতাভোগীদের সংখ্যা ছিলো ২০ লাখ ৮ হাজার জন। বর্তমানে আরো ৩ লাখ ৬৫ হাজার জনকে বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া, ভাতার টাকা ৭৫০ থেকে ১০০ টাকা বৃদ্ধি করে ৮৫০ টাকা করা হয়েছে।

প্রতিবন্ধী ভাতা কত টাকা দিবে

আপনাদের মধ্যে যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদের মধ্যে অনেকের মনের প্রশ্ন প্রতিবন্ধী ভাতা কত টাকা দিবে? গতবছর ২০২২ সালে প্রতিবন্ধী ভাতার পরিমান ছিলো ৭৫০ টাকা।

তবে, ২০২২-২০২৩ অর্থবছরের নতুন নিয়ম অনুযায়ী ১০০ টাকা বৃদ্ধি করে ৮৫০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক মাসে ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বর্তমানে যারা প্রতিবন্ধী ভাতার জন্য নির্বাচিত হয়েছেন তারা প্রত্যেক মাসে ৮৫০ টাকা করে পাবেন।

প্রতিবন্ধী ভাতা কয় মাস পর পর দেয়

প্রতিবন্ধী ভাতা সাধারণত ৩ থেকে ৬ মাস পরপর দেওয়া হয়। উক্ত ভাতার টাকা আপনার প্রদান করা মোবাইল নাম্বারে (বিকাশ, নগদ) প্রদান করা হবে।

বর্তমান সময়ে প্রত্যেক বছর ৪ বার প্রতিবন্ধী ভাতা প্রদান করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেক ৩ মাস পরপর প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হচ্ছে। এই ভাতার টাকা ৩ মাস পরপর আপনার মোবাইলে চলে আসবে এবং আপনি টাকার মেসেজ পেয়ে যাবেন।  

মনে রাখবেন প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া জন্য আপনাকে উপজেলা সমাজ সেবা অফিসে যেতে হবে না।

প্রতিবন্ধী ভাতা কারা পাবেন 

প্রতিবন্ধী ভাতার আবেদন শুধুমাত্র যিনি শারিরীক প্রতিবন্ধী তিনি করতে পারবেন। চলুন নিচে থেকে প্রতিবন্ধী ভাতা পাওয়া যোগ্যতা গুলো জেনে আসি।

  • আবেদনকারীর বয়স কমপক্ষে ৬ বছর হতে হবে।
  • প্রতিবন্ধী ব্যাক্তির বাৎসরিক আয় ৩৬ হাজার টাকার কম হতে হবে।
  • প্রতিবন্ধী ব্যাক্তি যে এলাকায় বাসিন্দা উক্ত এলাকা থেকে আবেদন করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই শারিরীক, মানুষিক, দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে।

শেষ কথা

আজকে আমরা জানলাম ২০২২-২০২৩ অর্থবছরে শারীরিক প্রতিবন্ধী ভাতা কবে দিবে সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

ভাতা ও অনুদান সম্পর্কে আরো তথ্য পড়ুন 

Similar Posts

260 Comments

    1. ২০২৩ সালের প্রতিবন্ধী ভাতার টাকার মার্চ মাসের শেষের দিকে দিয়ে দিবে

      1. ভাই শিক্ষা প্রতিবন্ধি টাকা এই মাসে কবে দিবে,,সবার টাকা আসছে,,আমার প্রতিবন্দি শিক্ষা টাকা আসি নাই,,নভেম্বর মাসে কি আসবে,,দয়া করে বলেন,,01735943684

          1. ভাই আমার শিক্ষা প্রতিবন্ধী ভাতা টাকা আসেনি,টাকা টা কোন মাসে দিবে?? বয়স্ক আর প্রতিবন্ধী ভাতা তো দিছে,,কিন্তু আমার টা আসেনি ,ভাইয়া বলবেন কবে দিবে?? 01785616347

        1. ভাই শিক্ষা ভাতার টাকা কি পাইছেন বয়স্ক ভাতার সাথই?

        1. ভাই আমি অনলাইনে আবেদন করেছি
          কিন্তু আমার কাজটা হয়েছে কিনা কি বাবে বুজবো

          1. অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পরে ইউনিয়ন পরিষদ বা উপজেলা সমাজ সেবা অফিস গিয়ে খোঁজ নিয়ে জানতে হবে আপনার কাজটা হয়েছে কিনা।

          1. 1০/1০/ ২০২৩ এই পর্যন্ত তো ভাতার টাকা পেলাম না।কবে পাবো?

      1. বয়স্ক ভাতা সহ অন্যান্য ভাতার টাকা দেওয়া শুরু করছে। কিছু দিনের মধ্যে প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে দিবে। প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু করলে জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

      2. ভাই প্রতিবন্ধী ভাতা কবে দিবে,, একটু জানাবেন

          1. ভাইয়া প্রতিবন্ধী টাকা এখনো আসে নাই।

    2. নতুন যারা আবেদন করেছে প্রতিবন্ধী ভাতার জন্য তারা কি ভাতার টাকা কি পেয়েছে একটু জানাবেন

  1. 2023 সালের পতিবন্ধী টাকা কবে দিবে

          1. ভাই মার্চ মাসের কতো তারিখ এ দেবে একটু বলেন প্রতিবন্ধী রোজার ঈদের আগে দিবে নাকি ভাই

          2. ১৭/১০/২৩ ভাই এখনো ভাতা বাবদ সেপ্টম্ব্রের টাকা পাই নাই।কবে পাবো জানালে উপক্রিত হব

          1. ১৭/১০/২৩ ভাই এখনো ভাতা বাবদ সেপ্টম্ব্রের টাকা পাই নাই।কবে পাবো জানালে উপক্রিত হব

          1. আগস্ট মাসে টাকা আসার কথা,,,এখোনো আসে নাই,,,কবে আসবে এ তথ্যটা পেলে উপকার হতো।

      1. নতুন গেটের ভাতা কবে দিবে প্রতিবন্ধী জানাবেন

          1. ভাই আপনারা কি অনলাইনে ঋন প্রদান করেন

          2. এবার কি ভাতা বাদ দিয়ে দিছে নাকি,, আমি তো পাইনি টাকা

        1. খালিদ ভাই,, শিক্ষা প্রতিবন্দি টাকা কবে দিবে এ মাসে,,আমার টাকা এখনো আসে নাই,,বাসা আশাশুনি,, ফাজিল পড়া লেখা করি

  2. ভাই ২০২২ সালে যারা প্রতিবন্ধী ভাতার বইয়ের জন্য আবেদন করেছিল তাদের বই কবে দেবে

  3. আসসালামু আলাইকুম,,, আমার নতুন কার্ড হয়েছে আমি,,কবে টাকা পাবো,,,ঈদের আগে নাকি পরে,,,একটু জানাবেন প্লিজ।

      1. ভাই আমার আবেদন করছি কোনো প্রকার বই পাই নাই কিন্তু অনলাইন করছি আমি কি টাকা পবো?

          1. ভাই আমি কোরবানির আগে টাকা পেয়েছি এর পরে আর পাই নি কবে পাবো বলতে পারেন

          2. ভাই প্রতিবন্ধী ভাতার আবেদন করছিলাম কার্ড হইছে কিনা এটা কি করে বুঝবো

        1. এক কালিন কোন টাকা পাওয়া যাবে কি।এবং আমরা যারা প্রতিবন্ধী শুনতে পাইতেছি যেব সাতলাখ টাকা একবারে দিয়ে দিবে

        1. বয়স্ক ভাতা সহ অন্যান্য ভাতার টাকা দেওয়া শুরু করছে। কিছু দিনের মধ্যে প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে দিবে। প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু করলে জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

          1. প্রতিবন্ধি শিক্ষা ভাতা কি অক্টোবর মাসে কি দিয়েছে?

      1. ভাই আমার একটা বয়স্ক ভাতা করে দিবেন। আর কিভাবে করব একটু যদি করে দিতেন অনেক ভালো হতো।

  4. ভাতা কতো তারিখ থেকে দেওয়া শুরু করবে ভাই

          1. তাহলে ভাই সাতটা পর্যন্ত অপেক্ষা করতাম ভাই মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েন না আসলে বলেন পাবো না আসলে বলেন না পাইতাম না তারপরও মানুষের মনে মিথ্যা আশা দেখায়েন না ভাই বাজার টাকাটা পেলেই ঈদের কেনাকাটা করতে পারবে এখনই ঈদের কিছুই কিনি নাই বাই দয়া করে একটু আপনি সহযোগিতা করেন আমাদের টাকাটা কবে পাঠাবি একটু দয়া করে

      1. আমি ২দিন আগে বিধবা ভাতার আবেদন করছি এখন এই ভাতার আবেদনের টাকা কতদিন পর দিবে আর প্রথমবার কত টাকা দিবে আমি জানতে চাচ্ছি যারা যারা ২০২৩সাল ১০আগস্ট থেকে নতুন আবেদন শুরু হয়েছে যারা এখন আবেদন করছে তারা কবে টাকা পাবে

        1. আপনি দুইদিন আগে আবেদন করছেন আপনার আবেদন এপরুভ হয়েছে কিনা আগে জানুন। যদি আবেদন এপরুভ হয় তাহলে পরবর্তী মাস থেকে টাকা পেয়ে যাবেন।

        1. বয়স্ক ভাতা সহ অন্যান্য ভাতার টাকা দেওয়া শুরু করছে। কিছু দিনের মধ্যে প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে দিবে। প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু করলে জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

  5. ভাই ঈদের আগে কি টাকা পাব ো? আমি একজন শারীরিক প্রতিবন্ধী গত ফেব্রুয়ারি মাসে ২২ তারিখে পেয়েছিলাম দ্বিতীয় কি স্তি এখন আমাদের 25 রোজা ভাই আর মাত্র চার দিন আছে ঈদের সরকারি ছুটি হয়েছে মঙ্গলবার পড়তে ভাই বলছেন ২৭ ২৭ রোজার ভিতরে পাব আসলে ভাই কথা থাকে সত্যি না ভুয়া কেন আমাদের মিথ্যা আশ্বাস দিতাছে কারন ভাই আপনি যদি হলেও বলেন না হলে না বলেন

      1. আপনারা প্রতিবন্ধির ভাতা কবে দিবেন। তাদের কি ঈদে কোনো খরজ নেই।অনেকেই এই টাকার আশায় আছে।।

  6. ভাই,,আজ ত,,২৬ এ রমজান,,তাহলে আজকে নয়তো কালকে কি,,,নতুন কার্ডের টাকা পাবো,,প্রতিবদ্নীর,,ভাই প্লিজ জানাবেন,,

    1. ভাই আপনি কে? এতো কনফিডেন্স এর সাথে বললেন তা কেউ পেলো না কেন?

  7. আপনারা প্রতিবন্ধির ভাতা কবে দিবেন। তাদের কি ঈদে কোনো খরজ নেই।অনেকেই এই টাকার আশায় আছে।।

  8. কি ভাই আপনারা বলছেন ১৮ তারিখে পাবো কই এখনো দেখি পাইলাম না আসলে ভাই আপনারা কি আমাদের সাথে নাটক করতেছেন

  9. কি ভাই আপনারা বলছেন 27 তারিখে পাবো কই এখনো দেখি পাইলাম না আসলে ভাই আপনারা কি আমাদের সাথে নাটক করতেছেন

  10. ভাই,,,টাকা দিচ্ছে না কেনো,,এখনো,,ভাই,,আপনারা এত ভুয়া কথা বলেন কেনো হে,??😡

    1. আসসালামু আলাইকুম ভাই রোজা রাইখা আপনার সাথে মিথ্যা কথা বলব ভাই আপনি এখনো টাকা পাই 1৯ তারিখ আপনারা বলছেন সাতাশ রাত্রে দিব ভাই এখনো পাই নাই ভাই ঈদের আগে দুই দিন ভাই পাবনা পাইতাম না বলেন তো ভাই

    2. এক কালিন কোন টাকা পাওয়া যাবে কি।এবং আমরা যারা প্রতিবন্ধী শুনতে পাইতেছি যেব সাতলাখ টাকা একবারে দিয়ে দিবে

  11. এবার ঈদে কি প্রতিবন্ধীদের ভাতা দিবে না

  12. লালমনিরহাটের হাতীবান্ধা থানায় পুতিবন্ধী ভাতার টাকা কবে দিবে

  13. ভাই আমি নিজে প্রতিবন্ধী আমিও ভাতা পাই কিন্তু আমি একটা অটো কিনেছি তার লাইসেন্স ছাড়া রংপুরে সিটি কর্পোরেশনের ভেতরে ঢুকতে দেয় না এই সম্বন্ধে কিছু আমাকে তথ্য দিতে পারবেন

  14. ২০২৩ সালের কখন প্রতিবন্ধিভাতার জন্য আবেদন করা যাবে?

      1. যোগাযোগ করা হইছে ,তারা বলেছে তারিখ দিলে online আবেদন করতে হবে।এখন তারিখ কবে দিবে সেটা জানা যাবে কিভাবে?

    1. ভাই,,আপনি নতুন না পরাতন এর টাকা পেছেন??

    2. ভাই আপনি কি নতুন কার্ডের টাকা পয়েছেন নাকি পুরাতন কার্ডের,,???

          1. যাদের হাট লিংক তাদের কী প্রতিবন্ধী কাঠ হয়

  15. আর কবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ আসবে

    1. বছরে দুইবার প্রতিবন্ধীদের জন্য ভাতা বরাদ্দ দেওয়া হয়। আপনি ইউনিয়ন পরিষদ অফিসে যোগাযোগ করুন। তাহলে কবে বরাদ্দ দেওয়া হবে জানতে পারবেন

  16. ভাই নতুন করে প্রতিবন্ধি ভাতার আবেদন করা যাবে কবে থেকে

  17. যাদের হাট লিংক তাদের কী প্রতিবন্ধী কাঠ হয়

      1. কবে দিবে কয় তারিখ দিবে সেপ্টেম্বর কয় তারিখ দিবে

  18. গত জুন মাসের ৮ তারিখে ভাতা পেয়েছি।সেপ্টেম্বরে পাওয়ার কথা।এখনো পাইনি।কত তারিখে দিতে পারে?

  19. গতবার ভাতা দিছিলো যে ১৯ তাতিখ সন্ধ্যায়,,
    এইবার ও মনে হয় দেরিতে দিবে,,

  20. আজকে সেপ্টেম্বর এর ১৮ তারিখ । এখনো ভাতার টাকা আসে নাই। এই মাসে কী সত্যিই দিবে। জানালে বেশি উপকারিতা হবে।

  21. আসসালামুয়ালাইকুম,,,ভাই আমার ছেলের প্রতিবন্ধী সুর্বন কার্ড করছি এক বছর আগে,,,২০২২সালে সমাজ সেবা অফিস থেকে,,,, কিন্তু আমার নাম অনলাইন হয়নি আর কোন ভাতাও পাইনি,,, কিন্তু এই বছর ২০২৩সালের এই চলতি মাসে আগষ্ট মাসে নতুন প্রতিবন্ধী কার্ড করছি ,,,তাহলে ভাতা কভে পাবো,,,
    যদি একটু জানাতেন আমি উপকৃত হতাম!

  22. বয়স্ক ভাতার টাকা কবে আসবে কত তারিখ আসবে একটু জানাবেন প্লিজ

      1. ভাই আপনি মিথ্যা কথা কেন বলেন কই বয়স্ক ভাতা টাকা দেয় এখনো আসেনি ভাই আপনি সত্যি করে কনফার্ম করে বলেন কত তারিখে কত মাসে পাব কোন মাসে পাব বা অক্টোবর পাব সেপ্টেম্বর পাব একটু জানিয়েন

        1. ভাই আমরা ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করেছি সেটা সমাজ সেবা অফিস থেকে জেনে শুনে তারপর প্রকাশ করা। আমরা জেনেছি যে এমাসে ভাতার টাকা দিবে। তাই আপডেট করেছি। আমরা আবার জেনে আপডেট করবো। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

  23. ভাতা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় জানালে উপকৃত হতো কেউ।

          1. আপডেট: সকল প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত ব্যাক্তিদের জানানো যাচ্ছে যে প্রতিবন্ধী ভাতা ইতি মধ্যে দেওয়া শুরু করেছে। আপনারা যারা ভাতা পান তারা ব্যালেন্স চেক করুন। ধন্যবাদ

  24. ভাই প্রতিবন্ধী ভাতা কবে দিবে,, একটু জানাবেন

  25. ভাইয়া আমি তো এখন পর্যন্ত পাই নাই প্রতিবন্ধী ভাতা

    1. প্রতিবন্ধী ভাতা এই কোটায় একেক এলাকা ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক প্রদান করা হচ্ছে। আপনারা যারা এখনো ভাতার টাকা পাননি তারা অপেক্ষা করুন এবং ১-২ দিন পর পর ব্যালেন্স চেক করুন। ধন্যবাদ।

  26. প্রতিবন্ধী ভাতা অনেকের আসছে আবার অনেকের আসে নাই তারকারন টা জানার ছিলো

    1. প্রতিবন্ধী ভাতা এই কোটায় একেক এলাকা ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক প্রদান করা হচ্ছে। আপনারা যারা এখনো ভাতার টাকা পাননি তারা অপেক্ষা করুন এবং ১-২ দিন পর পর ব্যালেন্স চেক করুন। ধন্যবাদ।

  27. ভাইয়া আমার একটা বয়স ভাতা করে দিতে পারবেন। আর কিভাবে করব আপনি আমার একটি বয়স্ক ভাতা করে দিন।

  28. ভাই প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্ত টাকা টা কবে দিবে,,নভেম্বর মাসে কি দিবে,,আমার টাকা টা তো আসলো না,,পিলিজ যোগাযোগ 01735943684

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *