ব্রুনাই যেতে কত টাকা লাগে ২০২৪

আপনি কি ব্রুনাই যেতে চান? তাহলে জানুন ব্রুনাই যেতে কত টাকা লাগে, ব্রুনাই ভিসার দাম কত, ব্রুনাই বেতন কত এবং ব্রুনাই দেশ কেমন সহ আরো বিভিন্ন ধরনের তথ্য।

দক্ষিণ পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের উপকুলের দেশ ব্রুনাই। যার রাজধানী বন্দর সেরি বেগাওয়ান। এদেশের তিন পাশে মালয়েশিয়া এবং উত্তরে রয়েছে দক্ষিণ চীন সাগর।

বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্য প্রত্যেক বছর হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে ব্রুনাই যায়। আপনারা যারা বাংলাদেশ থেকে ২০২৩ সালে ব্রুনাই যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানেন না ব্রুনাই যেতে কত টাকা লাগে বা ব্রুনাই ভিসার দাম কত?

এজন্য অনেকে ব্রুনাই যাওয়ার সময় দালাল বা প্রতারকদের হাতে পড়ে এবং নিদিষ্ট মূল্য থেকে অনেক বেশি টাকা নিয়ে থাকে সাধারণ জনগণের কাছ থেকে।

তাই আজকের এই আর্টিকেলে আলোচনা করবো ব্রুনাই যেতে কত টাকা লাগবে, ভিসার দাম কত, বেতন কত এবং দেশ কেমন সেই সম্পর্কে। 

ব্রুনাই যেতে কত টাকা লাগে ২০২৪

ব্রুনাই যেতে কত টাকা লাগে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরির ভিসার মাধ্যমে ব্রুনাই যেতে চাচ্ছেন। ব্রুনাই কাজের ভিসায় যেতে ২ থেকে ৩ লক্ষ টাকা লাগে।

আর যদি ভিজিট ভিসার ব্রুনাই যেতে চান তাহলে আরো কম টাকা লাগে। আপনারা সব সময় চেষ্টা করবেন কোনো দালাল বা প্রতারকদের চক্রে না পড়ে সরাসরি সরকারি ভাবে ব্রুনাই যেতে।

ব্রুনাই ভিসার দাম কত

ব্রুনাই ভিসার দাম বা ব্রুনাই ভিসা ফি নিচে উল্লেখ করা হয়েছে।

ভিসা ক্যাটাগরি ভিসার দাম
কাজের ভিসা ১৪০০ টাকা
ভিজিট ভিসা (সিঙ্গেল এন্ট্রি) ১৪০০ টাকা
ভিজিট ভিসা (ডাবল এন্ট্রি) ২০০০ টাকা
ব্রুনাই ভিসার দাম

ব্রুনাই বেতন কত

ব্রুনাই বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে। আপনি যে ক্যাটাগরির কাজ করবেন তেমন বেতন পাবেন। আপনি যদি নির্মান শ্রমিক হিসাবে কাজ করেন তাহলে বাংলাদেশী টাকায় ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

এছাড়া আপনার যদি কোনো কাজে দক্ষতা থাকে যেমন রেস্টুরেন্ট, ড্রাইভিং ইত্যাদি কাজে দক্ষতা থাকে আরো বেশি টাকা বেতন পাবেন। 

সব জায়গায় দক্ষতা সম্পূন্ন শ্রমিকদের মূল্যয়ন এবং বেতন বেশি ধরা হয়। আপনি যদি কোনো কাজে দক্ষতা অর্জন করে ব্রুনাই যান তাহলে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন।

ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে

বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স সর্বনিন্ম ১৮ বছর হতে হবে এবং সর্বচ্ছ বয়স ৫৫ বছর হতে হবে।

ব্রুনাই জব ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাইলে ১৮-৫৫ বছর বয়সের মধ্যে ভিসার আবেদন করতে হবে।

ব্রুনাই ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস এবং ৪ পৃষ্ঠা ফাঁকা থাকতে হবে।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি। 
  • ব্রুনাই ভিসার আবেদন ফরম।
  • ভিসা ফি ১৪০০ টাকা (অফেরতযোগ্য এবং নগদ পেমেন্ট)।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। 
  • মেডিকেল রিপোর্ট। 
  • করোনা ভাইরাসের টিকা কার্ড।

ব্রুনাই ভিসা আবেদন করার প্রক্রিয়া

বাংলাদেশ থেকে যারা ব্রুনাই যেতে চাচ্ছেন তারা দুই ভাবে ভিসার আবেদন করতে পারবেন।

(১) অনলাইনে ভিসা আবেদন

বাংলাদেশে অবস্থিত ব্রুনাই এম্বাসি এর অফিসিয়াল “ওয়েবসাইট” থেকে আপনি ব্রুনাই জব ভিসা বা ভিজিট ভিসার আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য ১৪০০ টাকা ফি দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে। 

(২) এম্বাসি থেকে ভিসা আবেদন

বাংলাদেশে অবস্থিত ব্রুনাই এম্বাসিতে আপনি সরাসরি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা ফি ১৪০০ টাকা জমা দিয়ে ভিসার আবেদন করতে পারবেন।

ব্রুনাই ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে

অনলাইনে বা এম্বাসি থেকে ব্রুনাই ভিসার আবেদন করার পর ভিসা প্রসেসিং হতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগে। 

ব্রুনাই ভিজিট ভিসা প্রসেসিং হতে ৮ থেকে ১০ দিন এবং ওয়ার্ক পারমিট বা জব ভিসা প্রসেসিং হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে।

ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি

বাংলাদেশের অধিকাংশ লোক ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ব্রুনাই যায়। বর্তমানে ব্রুনাই চাহিদা সম্পূর্ণ কাজ গুলো নিচে উল্লেখ করা হয়েছে।

  • কনস্ট্রাকশন কাজ
  • ফ্যাক্টরির কাজ
  • রেস্টুরেন্টের কাজ
  • টাইলস
  • কৃষি কাজ
  • ড্রাইভিং বা গাড়ি চালানো

ব্রুনাই দেশ কেমন

ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ গুলোর মধ্যে সিঙ্গাপুরের পরে দ্বিতীয় সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক এবং একটি উন্নত রাষ্ট্র। ব্রুনাই একটি রাজতান্ত্রিক ইসলামি দেশ, যার রাজধানী বন্দর সেরি বেগাওয়ান। ব্রুনাই এর উত্তরে দক্ষিণ চীন সাগর এবং এর তিন পাশে মালয়েশিয়া দেশ অবস্থিত।

শেষ কথা

আজকে আমরা জানলাম ব্রুনাই যেতে কত টাকা লাগে, ব্রুনাই ভিসার দাম কত, বেতন কত সহ আরো বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে। এই আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন।

FAQ

বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে কি ভিসা লাগে?

বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে অবশ্যই ভিসার প্রয়োজন হবে। বাংলাদেশে অবস্থিত ব্রুনাই এম্বাসি থেকে ভিসার আবেদন করে সহজে ভিসা নিতে পারবেন।

ব্রুনাই ভিজিট ভিসার মেয়াদ কত দিন?

ব্রুনাই টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসার মেয়াদ ৯০ দিন এবং সর্বনিন্ম ৩০ দিন।

ব্রুনাই টাকা রেট কত?

ব্রুনাই টাকার রেট বাংলাদেশী টাকায় ৮১.৬৫ টাকা। ব্রুনাই ১ টাকা বাংলাদেশের ৮১.৬৫ টাকা।

আরো গুরুত্বপূর্ণ তথ্য জানুন

Similar Posts

8 Comments

        1. আসসালামু আলাইকুম ভাই আপনার নাম্বারটা একটু দিব আমি ব্রুনাই যেতে চাই একটু জানাবেন কিভাবে যাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *