মরক্কো কোন মহাদেশে অবস্থিত

আপনাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন মরক্কো কোন মহাদেশে অবস্থিত। মরক্কো দেশের নাম আমাদের মধ্যে অনেকে জানতো না। ২০২৩ সালের বিশ্বকাপ ফুটবলের পর থেকে মরক্কো ফুটবলের মাধ্যমে তাদের দেশের নাম উজ্জ্বল করেন।

আজকের আর্টিকেলে আমরা জানবো মরক্কো কোন দেশে অবস্থিত বা কোন মহাদেশে অবস্থিত সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে।

মরক্কো কোন মহাদেশে অবস্থিত

মরক্কো আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং আফ্রিকার একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর রাজধানীর নাম রাবাত। মরক্কো আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল জুড়ে এবং উত্তরে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত।

এর পূর্বে আলজেরিয়া, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্যসাগর ও স্পেন অবস্থিত। মরক্কোর দক্ষিণ দিকের সীমানাটি বিতর্কিত। ১৯৭৫ সাল থেকে মরক্কো পশ্চিম সাহারার মালিকানা দাবী করে এবং অধিকাংশ এলাকা নিজেদের দখলে রাখছে।

মরক্কো উত্তর আফ্রিকার দেশ হলেও আফ্রিকা ইউনিয়নের সদস্য নয়। মরক্কো আরব লীগ, আরব মাগরিব ইউনিয়ন, ওআইসি, গ্রুপ অফ ৭৭ জোটের সদস্য সহ আফ্রিকায় ন্যাটোর মিত্র দেশ।

মরক্কো ফরাসি উপনিবেশ থেকে ১৯৫৬ সালে স্বাধীনতা লাভ করে। দেশটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।

মরক্কো কি মুসলিম দেশ

মরক্কো একটি মুসলিম দেশ। এদেশের মোট জনসংখ্যার ৯৯.৬% ইসলাম ধর্মের অনুসারী।

মরক্কো ভাষার নাম

মরক্কো সরকারি ভাষা আরবি প্রশাসনিক ও ফরাসি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *