রকেট হেল্পলাইন নাম্বার | Rocket Helpline Number

আপনারা যারা ডাচ বাংলা রকেট একাউন্ট ব্যবহার করেন, অনেক সময় তাদের বিভিন্ন সমস্যা জনিত কারণে রকেট হেল্পলাইন নাম্বার বা রকেট কাস্টমার কেয়ার নাম্বার জানার প্রয়োজন হয়।

Rocket Helpline Number জানা থাকলে আপনার রকেট একাউন্টে কোনো সমস্যা হলে আপনি তাদের হেল্পলাইন নাম্বারে কল করে সমস্যা সমাধান করতে পারবেন।

আপনারা যারা রকেট হেল্পলাইন নাম্বার বা কাস্টমার কেয়ার নাম্বার জানেন না তারা আপনাকে এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন।

রকেট একাউন্ট কি? (What is rocket account)

রকেট একাউন্ট হলো একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। যা পরিচালনা করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। বলতে পারেন রকেট একাউন্ট ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা।

যার মাধ্যমে আপনারা খুব সহজে দেশ এবং দেশের বাহিরে টাকা লেনদেন করতে পারবেন। এছাড়া মোবাইল রিচার্জ, বিদুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল, মার্চেন্ট পেমেন্ট, রেমিট্যান্স পাঠানো সহ আরো বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

রকেট হেল্পলাইন নাম্বার | Rocket Helpline Number

রকেট হেল্পলাইন নাম্বার ১৬২১৬। এই নাম্বারে কল করে তাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন। আপনার যেকোনো সমস্যার জন্য উক্ত নাম্বারে রাত দিন ২৪ ঘন্টা যে কোনো সময় তাদের কাস্টমার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবেন। 

তাছাড়া আপনি চাইলে রকেট লাইভ চ্যাট এর মাধ্যমে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। তাদের ইমেইল নাম্বার এর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

Rocket Helpline Number

সোশ্যাল মিডিয়াতে থাকা ফেসবুক পেজ বা রকেট ওয়েবসাইটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

এক নজরে রকেট হেল্পলাইন বা কাস্টমার নাম্বার সমূহ নিচে উল্লেখ করা হয়েছে।

রকেট হেল্পলাইন বা কাস্টমার কেয়ার নাম্বার 16216
বিদেশ থেকে কল করার হেল্পলাইন বা কাস্টমার কেয়ার নাম্বার 09666716216
রকেট ইমেইল এড্রেস ibsupport@dutchbanglabank.com
Rocket Helpline Number

রকেট কাস্টমার কেয়ার নাম্বার | Rocket customer care number

রকেট কাস্টমার কেয়ার নাম্বার 16216. বিদেশ থেকে কল করুন 09666716216 নাম্বারে। রাত দিন ২৪ ঘন্টা তাদের কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন এবং আপনার সমস্যার কথা বলে সমাধান করে নিতে পারবেন।

রকেট হেল্পলাইন লাইভ চ্যাট

রকেট হেল্পলাইন বা কাস্টমার কেয়ার নাম্বার ছাড়াও তাদের সাথে লাইভ চ্যাট করে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া তাদের ফেসবুক অফিসিয়াল পেজে গিয়ে চ্যাট করে সমস্যা সমাধান করতে পারবেন।

আপনাদের সুবিধার জন্য রকেট একাউন্টের অফিসিয়াল ফেসবুক পেজ এর লিংক দেওয়া হয়েছে https://www.facebook.com/TakarRocket

শেষ কথা

আজকে আমরা জানলাম রকেট হেল্পলাইন নাম্বার বা কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে। উক্ত নাম্বার কল করে রকেট একাউন্টের যেকোনো সমস্যা সমাধান করতে পারবেন।

FAQ

রকেট কাস্টমার কেয়ার ঢাকা?

১১৭/১ বাটা সিগনাল, ইলিপেন্ট রোড, ঢাকা।
১৬/২, আজম রোড, মোহাম্মদপুর, ঢাকা।
প্লট নং ৯, রোড নং ২, ব্লক বি, মিরপুর+১০, ঢাকা।
৮৮/১, (৩য় তলা), নর্থ বাড্ডা, ঢাকা।

রকেট কাস্টমার কেয়ার চট্টগ্রাম?

খান বাদন (৩য় তলা), ৪২৯, মুনসারাবাদ ডিটি রোড, চট্টগ্রাম। 
ইসলাম টাওয়ার (৩য় তলা) ৫৯, সিডিএ এভিনিউ মুরাদপুর, চট্টগ্রাম।

রকেট কাস্টমার কেয়ার গাজীপুর?

হাউজ নং ৭৮, রোড নং ২/২, সালামত মোল্লা রোড, টঙ্গী গাজীপুর।

রকেট সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

27 Comments

          1. আমি একটা রকেট একাউন্ট খুলেন চাই কিন্তু হচ্ছে না। অনেক বার চেষ্টা করছি আমি

    1. আমার এক সিমে আগে রকেট খোলা আছে।সেই সিম বাদ করে অন্য সিমে একাউন্ট খুলবো।

        1. জনাব আমার রকেট একাউন্ট এক্টিভ হচ্ছে না কি করতে পারি, আমি আপ থেকে একাউন্টটি খুলছি কিন্তু নন কেএসি একাউন্ট দেখাচ্ছে

    2. আমি একজন প্রবাসী বলছি,, আমি লাইভ চ্যাট অপশন খুঁজে পাচ্ছি না,,, আমার সমস্যা আমি কিভাবে জানাবো??

  1. আমার আপডেট দিতে চাচ্ছি কিন্ত এ্যাপ থেকে আপডেট হচ্ছে না এখন কি করবো

  2. আমি আমার ভোটার আইডি কাঠ দিয়ে আপডেট দিবো রকেট একাউন্ট কিন্ত এ্যাপ থেকে আমি পারছি না আমারে একটু হেল্প করে

  3. একটু হেল্প করবেন প্লিজ

  4. স্যার আমার এই নাম্বারে 01600209111রকেট খোলো পিন ভুলে গেছি রিসেট করে দেন

  5. হ্যালো স্যার আসালামুআলাইকুম,, আমমাকে একএু হেল্প করবেন প্লিজ

  6. আমি একটা রকেট একাউন্ট খুলতে চাই। অনেক বার চেষ্টা করছি কিন্তুু হচ্ছে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *