রকেট একাউন্ট চেক করার কোড
আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের রকেট একাউন্ট ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই রকেট একাউন্ট চেক করার কোড (Rocket account check code) সম্পর্কে জানতে হবে।
আপনি যদি রকেট একাউন্ট চেক করতে না পারেন তাহলে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাছাড়া রকেট একাউন্ট চেক করার নিয়ম অনেক সহজ।
আজকে আমরা জানবো বিভিন্ন পদ্ধতিতে ডাচ বাংলা ব্যাংকের রকেট একাউন্ট চেক করার কোড সম্পর্কে। যার মাধ্যমে আমরা সহজে রকেট একাউন্ট চেক করতে পারবো।
রকেট একাউন্ট চেক করার কোড (Rocket account check code)
আপনারা ডাচ বাংলা ব্যাংকের রকেট একাউন্ট দুইটা উপায় চেক করতে পারবেন।
- ডায়াল কোড দিয়ে
- রকেট অ্যাপ দিয়ে
ডায়াল কোড দিয়ে রকেট একাউন্ট চেক করার নিয়ম
রকেট একাউন্ট চেক করার জন্য আপনার মোবাইল থেকে ডায়াল করুন *৩২২# নম্বরে। এই কোড নম্বর রকেট একাউন্টের নিজস্ব একটি কোড। মোবাইলে এই কোড ডায়াল করলে ১০ টি অপশন দেখতে পাবেন।
- Bill Pay : এই অপশন ব্যবহার করে বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারবেন যেমন – বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট বিল।
- Send Money : এই অপশন ব্যবহার করে আপনার রকেট একাউন্ট থেকে অন্য যেকোনো রকেট একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।
- TopUp : এই অপশন থেকে যেকোনো মোবাইল অপারেটর সিলেক্ট করে টাকা রিচার্জ করতে পারবেন।
- Bank A/C : এই অপশন থেকে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট এবং রকেট একাউন্টের মধ্যে টাকা আদান-প্রদান করতে পারবেন।
- My Acc : এই অপশন থেকে নিজের রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
- Binimoy : দেশের বাহিরের টাকার ক্ষেত্রে এই অপশন ব্যবহার করতে হয়।
- Cashout : টাকা উত্তোলন করার ক্ষেত্রে এই অপশন ব্যবহার করতে হয়।
- Merchant Pay : এই অপশন থেকে কোনো কিছু কেনাকাটা করে পেমেন্ট করতে হয়।
- Toll Pay : এই অপশন যাতায়াতের ক্ষেত্রে ব্রিজ, ফ্লাইওভার ইত্যাদি টোল দিতে হয়।
- Log Out : এই অপশন থেকে রকেট একাউন্ট থেকে লগ আউট করে বের হতে হয়।
কোড দিয়ে রকেট ব্যালেন্স চেক করার ধাপ গুলো নিচে দেখানো হয়েছে।
- মোবাইল থেকে কোড ডায়াল করুন *322# নাম্বার।
- এরপর ১০ টি অপশনের পেজ দেখতে পাবেন ব্যালেন্স চেক করার জন্য রিপ্লাই অপশনে 5 লিখে সেন্ড করুন।
- এরপর ব্যালেন্স চেক করার জন্য রিপ্লাই অপশনে 1 লিখে সেন্ড করুন।
- এরপর আপনার ৪ ডিজিটের পিন নম্বর দিয়ে সেন্ড করলে রকেট একাউন্ট ব্যালেন্স চেক করে দেখতে পারবেন।
আরো সহজে কোড দিয়ে রকেট একাউন্ট ব্যালেন্স চেক করতে *322*5# ডায়াল করুন। এরপর পিন নম্বর দিয়ে সেন্ড করলে রকেট একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।
রকেট অ্যাপ দিয়ে রকেট একাউন্ট চেক
বর্তমানে মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে আরো সহজ করতে অ্যাপ চালু করা হয়েছে। তাই আপনি যদি স্মার্টফোন ইউজার হন তাহলে রকেট অ্যাপ ব্যবহার করে খুব সহজে সেবা গুলো গ্রহণ করতে পারবেন।
রকেট অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক উপায়
- প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর গিয়ে Rocket App ইনস্টল করতে হবে।
- এরপর মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।
- ভেরিফাই করার জন্য ডাচ বাংলা ব্যাংকিং সেবা থেকে আপনার নম্বরে কল করে OTP কোড বলা হবে।
- এরপর আপনার পিন নম্বর দিয়ে লগইন করুন।
- রকেট অ্যাপে আপনার রকেট একাউন্টের ইন্টারফেস দেখতে পাবেন।
- উপরে ট্যাপ ফর ব্যালেন্স (Tap for balance) অপশনে ক্লিক করলে একাউন্টে কত টাকা আছে দেখতে পাবেন।
আমার পরামর্শ হলো আপনি যদি স্মার্টফোন ইউজার হন তাহলে রকেট অ্যাপ ব্যবহার করবেন। তাহলে খুব সহজে একাউন্ট চেক করার পাশাপাশি অন্যান্য সার্ভিস গুলো ব্যবহার করতে পারবেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম রকেট একাউন্ট চেক করার কোড এবং রকেট ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন।
FAQ
রকেট একাউন্ট কোড?
রকেট একাউন্ট চেক করার জন্য মোবাইল থেকে ডায়াল করুন *322# নম্বরে।
ডাচ বাংলা একাউন্ট চেক করার কোড?
ডাচ বাংলা একাউন্ট চেক করার জন্য ডায়াল করুন *৩২২# নম্বরে।
রকেট ব্যালেন্স চেক করার নিয়ম?
রকেট ব্যালেন্স চেক করার জন্য মোবাইল থেকে ডায়াল করুন *322# নম্বরে। এরপর 5 নম্বর অপশনে ক্লিক করে ব্যালেন্স অপশনে গিয়ে পিন নম্বর দিয়ে সেন্ড করলে ব্যালেন্স চেক করতে পারবেন। তাছাড়া রকেট অ্যাপে লগইন করে উপর থেকে ট্যাপ ফর ব্যালেন্স (Tap for balance) ক্লিক করুন।
Sir amar nambare Rolet acaut amar Nambar brtito ar akti sokha jan ki vabe pabo.. 01984566994
assa janabo sir