সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে এবং কি কি লাগে ২০২৪

সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে এবং সৌদি আরব যেতে কি কি লাগে আজকের আর্টিকেলে বিস্তারিত তথ্য আলোচনা করবো।

প্রত্যেক দেশেরই কিছু নিদিষ্ট আইন কানুন রয়েছে। আপনি যদি উক্ত দেশে যেতে চান তাহলে তাদের সরকারের উক্ত আইন কানুন মেনে যেতে হবে।

একই ভাবে সৌদি আরবের কিছু আইন কানুন রয়েছে। বাংলাদেশ থেকে যারা কাজ বা অন্যান্য উদ্দেশ্য সৌদি আরব যেতে চাচ্ছেন তাদের প্রবেশের বয়সসীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

অর্থাৎ কত বছর বয়সে আপনি সৌদি আরবের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং যেতে কি কি কাগজপত্র লাগে।

সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে ২০২

মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরব পৃথিবীর অন্যান্য দেশ গুলোর মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র। সৌদি আরব সরকারের আইন অনুযায়ী কোনো ব্যাক্তি কাজের জন্য সৌদি আরব যেতে চাইলে তার বয়স সর্বনিন্ম ২১ বছর বয়স লাগবে।

২১ বছর থেকে ৪৫ বছর বয়সী পুরুষ সৌদি আরব যেতে নিবন্ধন করতে পারবেন। ২১ বছরের নিচে হলে সৌদি আরব যেতে পারবেন না।

গৃহকর্মী বা অন্যান্য কাজে কোনো মহিলা যদি সৌদি আরব যেতে চান তাহলে সর্বনিন্ম বয়স ২৫ বছর এবং সর্বচ্চ ৪৫ বছর হতে হবে।

বাংলাদেশ ও ভারত থেকে কোনো ব্যাক্তি যদি সৌদি আরব যেতে চান তাহলে তার বয়স সর্বনিন্ম ২১ থেকে ৪৫ বছর হতে হবে। ২১ বছরের নিচে হলে আপনি ভিসার আবেদন করতে পারবেন না।

বিদেশ যেতে কত বছর বয়স লাগে ২০২

প্রত্যেক দেশের নাগরিকদের সেদেশের আইন কানুন অনুযায়ী প্রাপ্তবয়স্ক হতে ১৮ বছর সময় লাগে। আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নাগরিকের বয়স ১৮ বছর হলে তাকে প্রাপ্তবয়স্ক বা সাবালক হিসেবে গণ্য করা হয়।

কিন্তু পৃথিবীতে এখনো এমন অনেক দেশ রয়েছে ১৮ বছর বয়স হলেও নাগরিকদের প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য করা হয় না। কারণ ঔ সকল দেশ গুলোতে নাগরিকদের পরিপূর্ণ ভাবে সবক্ষেত্রে মানিয়ে নিতে অনেক সময় লাগে।

এজন্য পৃথিবীর অনেক দেশ ২১ বছরের কম বয়সী নাগরিকদের ভিসা আবেদন এপরুভ করে না। তাই একেক দেশের নিয়ম একেক রকমের হয়ে থাকে।

সৌদি আরব যেতে কি কি লাগে

বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজর মানুষ কাজ, লেখাপড়া, ব্যবসা এবং স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্য সৌদি আরব যাচ্ছেন। কারণ তারা বিদেশে কাজ বা চাকরি করে নিজের ক্যারিয়ার গড়তে চাই।

বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে আপনাকে অবশ্যই কিছু কাগজপত্র লাগবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • বাংলাদেশী বৈধ পাসপোর্ট।
  • জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি। 
  • দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • সৌদি আরবের ভিসা।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

সৌদি আরব যেতে কত টাকা লাগে ২০২৪

বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত টাকা লাগে এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির ভিসায় যেতে চাচ্ছেন তার উপর।

সাধারণত সৌদি অফিস থেকে ভিসা তুলতে ২০০০ সৌদি রিয়াল লাগে। যা বাংলাদেশী টাকায় ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার মতো। এই ভিসা প্রবাসীদের কাছ থেকে যত টাকা বিক্রি করে নিতে পারেন।

তবে, বাংলাদেশ থেকে যারা সৌদি আরব যায় তাদের ৩ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা খরচ হয়। আমার পরামর্শ বর্তমান সময়ে কেউ ফ্রি ভিসায় সৌদি আসবেন না। কারণ বর্তমানে কাজের সংকট, তাই কোম্পানির মাধ্যমে ভিসা নিয়ে সৌদি আসবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে এবং কি কি লাগে সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

FAQ (প্রশ্ন উত্তর)

সৌদি আরব যাওয়ার জন্য কত বছর বয়স লাগবে?

বাংলাদেশ এবং ভারত থেকে যারা কাজের ভিসা নিয়ে সৌদি আরব যেতে চাচ্ছেন তাদের বয়স সর্বনিন্ম ২১ বছর হতে হবে।

সৌদি আরব সম্পর্কিত আরো তথ্য জানুন

Similar Posts

46 Comments

  1. আমার জন্ম নিবন্ধন আছে, NID কার্ড নাই, আমি কি সৌদির ভিসা পাবো দয়া করে জানালে অনেক উপকার হবে

        1. আসসালামু আলাইকুম ভাই আমার ১৯ বছর আমি কি সৌদি আরব যেতে পারবো?

      1. আমার বয়স ২০ বছর ২ মাস আমি কি সৌদিতে যেতে পারবো ??
        দয়া করে জানাবেন প্লিজ

          1. বয়স যদি ১৯ হয় তাহলে সৌদি ভিসা কি স্টাম্পিং হবে

          2. আমার বয়স 19 বছর আমি কি সৌদি আরব যেতে পাবো. কাজেত ভিসার

      1. ২১ বছর বয়স হলে ভালো হয়। কারণ সৌভাগ্য শ্রম আইনে বয়সের একটা ব্যাপার আছে। আপনার বয়স ১৮ হলে যেতে পারবেন। আর ২১ বছর হলে সেখানে যেকোনো কাজ করতে পারবেন। আশাকরি বিষয়টা সহজে বুঝতে পারছেন।

        1. ভাই আমার বয়স ২০ বছর ৯ মাস। তাহলে ৩ মাস পর আমি কি কাজের বিসার জন্য আবেদন করতে পারবো ?

          1. ভাই ১৯.বছর৯মাস আমি কি ওয়ার্ক পারমিনট ভিশায় যেতে পারব

      1. ভাইয়া এজেন্সি বলতেছে ২১বছর না হলে ভিসা এসটাম্পিং হবে না. প্লিজ আপনার নাম্বারটা দেন

  2. ভাই শুনলাম এখন আর করোনা টিকা সর্টিফিকেট চেক করে না, কথা টা কতটুকু সঠিক
    জানালে উপকার হতো।

    আমি সাধারণ ফাইজা টিকা নিয়েছি দুই ডোজ
    সনদও আছে এটা কি চলবে
    বর্তমানে চলে কি না প্লিজ জানাবেন

  3. ভাই আমার বয়স ২০ বছর আমি যেতে পারো জানাবেন প্লিজ

      1. ভাই আমার ১৮ বছর বয়স আমি কি কাজে যেতে পরবো

          1. আমার পাসপোর্ট এর বয়স হচ্ছে ২০ বছর ৩ মাস আমি কি এখন ভিশা লাগাতে পারবো। আমার কি ভিসার কাজ চলবে। দয়া করে সঠিক একটা তথ্য আমাকে দিন।

  4. আমার পাসপোর্ট এর বয়স হচ্ছে ২০ বছর ৩ মাস আমি কি এখন ভিশা লাগাতে পারবো। আমার কি ভিসার কাজ চলবে। দয়া করে সঠিক একটা তথ্য আমাকে দিন।

  5. আসসালামু আলাইকুম ভাই আমার ১৯ বছর আমি কি সৌদি আরব যেতে পারবো
    দয়া করে আমাকে সঠিক উত্তরটি দিবেন প্লিজ প্লিজ প্লিজ🩷❤️

  6. আমার জন্ম তারিখ 12আগষট 1983আমি কি সৌদি যেতে পারব

  7. ভাই আমার জন্ম–২/৭/২০০৬ আমি কি টুরিস্ট ভিসায় যেতে পারব সাথে নানা থাকবে

  8. করোনা টিকার কাড না থাকনে কি সৌদি আরব যেতে পারবো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *