ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটি কবে ২০২৪

আপনি যদি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে চান তাহলে প্রথমে জানতে হবে ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটি কবে এবং কোন কোন দিন গুলোতে ইন্ডিয়ান ভিসা সেন্টার ছুটি থাকে। কারণ আপনাকে ছুটির দিন গুলো ব্যাতিত ভিসা সেন্টারে যোগাযোগ করতে হবে।

আমরা যারা নতুন ভিসার জন্য যোগাযোগ করছি তাদের মধ্যে অনেকেই জানি না ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটি কবে? ছুটির দিন না জানার কারণে অনেকে আমরা সেই দিন ভিসা সেন্টারে উপস্থিত হয়। এতে আমাদের টাকা ও মূল্যবান সময় নষ্ট হয়।

তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটির দিন গুলো কবে এবং কোন কোন বিশেষ দিনে ইন্ডিয়ান ভিসা সেন্টার গুলো বন্ধ থাকে।

ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটি (Indian visa center weekend)

ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক শুক্রবার ও শনিবার ছুটি থাকে। সাপ্তাহিক ছুটি ছাড়াও এমন অনেক বিশেষ দিন রয়েছে যে দিন গুলোতে ভিসা সেন্টারের সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকে।

আপনারা যারা ইন্ডিয়ান ভিসা সেন্টারে ভিসার জন্য যোগাযোগ করবেন তারা অবশ্যই শুক্রবার ও শনিবার এবং নিচে উল্লেখ করা বিশেষ ছুটির দিন গুলো বাদে ইন্ডিয়ান ভিসা সেন্টারে যোগাযোগ করবেন।

ইন্ডিয়ান ভিসা সেন্টার ছুটির তালিকা ২০২৪

ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটির দিন বাদে যে সকল বিশেষ দিন গুলোতে ছুটি থাকে তার তালিকা নিচে উল্লেখ করা হলো:

ছুটির তারিখ বারছুটির দিন
২৬ জানুয়ারি বৃহস্পতিবারগণতন্ত্র দিবস
৮ মার্চবুধবারহোলি
২৬ মার্চ রবিবারবাংলাদেশের স্বাধীনতা দিবস
৩০ মার্চবৃহস্পতিবাররাম নবমী
৪ এপ্রিলমঙ্গলবারমহাবীর জয়ন্তী
৯ এপ্রিলরবিবারষ্টার সানডে
২২ এপ্রিলশনিবারঈদ-উল-ফিতর
২৯ জুনবৃহস্পতিবারঈদ-উল-আযহা
২৯ জুলাইশনিবারমুহররম
১৫ আগষ্টমঙ্গলবারস্বাধীনতা দিবস
৭ সেপ্টেম্বরবৃহস্পতিবারজন্মষ্টমী
২৮ সেপ্টেম্বরবৃহস্পতিবারঈদ-এ-মিলাদুন্নবী
২ অক্টোবরসোমবারমহাত্মা গান্ধীর জন্মদিন
২৪ অক্টোবরমঙ্গলবারদশেরা
১২ নভেম্বররবিবারদীপাবলি
২৭ নভেম্বরসোমবারগুরু নানকের জন্মদিন
২৫ ডিসেম্বরসোমবারবড়দিন
ইন্ডিয়ান ভিসা সেন্টার ছুটির তালিকা ২০২৩

ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে?

ইন্ডিয়ান ভিসা পেতে আপনার খুব বেশি দিন সময় লাগবে না। আপনার সকল কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনি ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটি কোন দিন এবং কোন কোন বিশেষ দিন গুলোতে ইন্ডিয়ান ভিসা সেন্টার ছুটি থাকে তাল তালিকা। এই আর্টিকেল সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।

FAQ

ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটি কোন দিন?

ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। এছাড়া বিশেষ কিছু দিন ইন্ডিয়ান ভিসা সেন্টার ছুটি থাকে।

ইন্ডিয়ান ভিসা সেন্টার ছুটি দিন?

ইন্ডিয়ান ভিসা সেন্টারে সপ্তাহে দুইদিন শুক্রবার ও শনিবার সহ বিশেষ কয়েক দিন ছুটি বা ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ থাকে।

ইন্ডিয়ান ভিসা সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *