নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম বিকাশ নগদ রকেট থেকে

নর্দান ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম জানুন বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে।

আপনি বাসা বাড়ির নেসকো প্রিপেইড মিটারের ব্যালেন্স শেষ তাহলে এখন থেকে আর কষ্ট করে রিচার্জ করার জন্য ব্যাংক বা নেসকো অফিসে যাওয়া লাগবে না।

এখন থেকে আপনার নেসকো প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হলে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে ঘরে বসে মূহুর্তের মধ্যে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করে নিতে পারবেন।

কিভাবে বিকাশ, নগদ, রকেট থেকে আপনার বাসার Nesco প্রিপেইড মিটার রিচার্জ করবেন সেই নিয়ম বা উপায় নিচে থেকে জেনে নিন।

বিকাশ অ্যাপের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ (Nesco prepaid meter recharge bKash)

বিকাশ অ্যাপের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার জন্য নিচের ধাপ গুলো অনুসারণ করুন।

ধাপ ১: প্রথমে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করুন। এরপর হোম স্কিন থেকে “পে বিল” অপশনে ক্লিক করুন। তারপর “বিদ্যুৎ” অপশনে ক্লিক করুন।

ধাপ ২: এবার আপনি Nesco (Prepaid) অপশন করে নেসকো কাস্টমার নাম্বার এবং কন্টাক্ট নাম্বার লিখুন। কাস্টমার নাম্বার বলতে আপনার মিটার নাম্বার এবং মোবাইল নাম্বার বুঝানো হয়েছে।

ধাপ ৩: এরপর আপনি কত টাকা মিটারে রিচার্জ করতে চান টাকার পরিমান লিখে পরবর্তী ধাপে গেলে আপনার নেসকো প্রিপেইড মিটার সংক্রান্ত সকল তথ্য দেখতে পাবেন।

ধাপ ৪: নেসকো প্রিপেইড মিটারের সকল তথ্য সঠিক থাকলে বিকাশ পিন নাম্বার দিয়ে ট্যাপ অপশনে ক্লিক করে ধরে রাখুুন।

আপনার নেসকো মিটারে সফল ভাবে রিচার্জ সম্পূর্ণ হয়েছে। পরবর্তী পেজে গিয়ে বিল পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন।

বিকাশ অ্যাপের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ ভিডিও দেখুন:

Nesco prepaid meter recharge bKash

নগদ অ্যাপের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

নগদ অ্যাপের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটারে রিচার্জ করার জন্য নিচের ধাপ গুলো অনুসারণ করুন।

ধাপ ১: প্রথমে নগদ অ্যাপে প্রবেশ করে হোম পেজ থেকে “বিল পে” অপশনে ক্লিক করুন। এরপর “বিদ্যুৎ” অপশনে ক্লিক করুন।

ধাপ ২: এবার Nesco (Prepaid) অপশনে ক্লিক করে কাস্টমার নাম্বার এবং অ্যামাউন্ট নাম্বার লিখে পরবর্তী অপশনে ক্লিক করুন। কাস্টমার নাম্বার এর পরিবর্তে মিটার নাম্বার ও লিখতে পারেন।

ধাপ ৩: এবার আপনার নেসকো মিটারের সকল তথ্য দেখতে পাবেন। সকল তথ্য সঠিক থাকলে নগদ পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখুন। 

আপনার মিটারে রিচার্জ সফল হয়েছে, আপনি ফোনে এসএমএস পাবেন। আপনি চাইলে পরবর্তী অপশনে গিয়ে পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন।

রকেট অ্যাপের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

  • প্রথমে আপনার রকেট অ্যাপে প্রবেশ করুন।
  • হোম স্কিন থেকে “বিল পরিশোধ” অপশনে ক্লিক করুন।
  • এবার NESCO Prepaid অপশন সিলেক্ট করুন।
  • Customer no লিখে নিজের বিল বা অন্যের বিল যেটা প্রদান করতে চান সিলেক্ট করুন।
  • টাকার পরিমান লিখে যাচাই করুন অপশনে ক্লিক করুন (মিটারে যে পরিমান টাকা রিচার্জ করতে চান)।
  • এবার আপনার মিটারের সকল তথ্য দেখতে পাবেন। 
  • রকেট পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলে মিটার রিচার্জ সফল হয়ে যাবে।

নেসকো প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায় 

নেসকো প্রিপেইড মিটারে যদি আপনার মূল ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে মিটারে গিয়ে 99999 তুলে ইন্টার চাপুন। তাহলে আপনার ব্যবহার অনুযায়ী নিদিষ্ট পরিমানে ইমারজেন্সি ব্যালেন্স মিটারে যোগ হবে।

শেষ কথা

আজকে আমরা জানলাম বিকাশ নগদ রকেট থেকে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম বা উপায় সম্পর্কে। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে জানাবেন।

FAQ

নেসকো কি ধরনের প্রতিষ্ঠান?

নেসকো (নর্দান ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি) বাংলাদেশের সরকারি মালিকানাধীন একটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি। এটি বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্ধীনে আছে। যার সদরদপ্তর রাজশাহীর হেতেমখায় অবস্থিত।

নেসকো মিটারে ব্যালেন্স না থাকলে কোন কোন দিন বিদ্যুৎ সংযোগ চালু থাকে?

সাধারণ শুক্রবার ও শনিবার নেসকো মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ চালু থাকে। পরবর্তীতে টাকা রিচার্জ করলে ব্যালেন্স থেকে টাকা কেটে নিবে।

নেসকো মিটারে ব্যালেন্স না দেখালে করণীয় কি?

নেসকো মিটারে রিচার্জ করার পর ব্যালেন্স না দেখালে টোকেন সংগ্রহ করে হট লাইন নাম্বারে যোগাযোগ করুন। আমার পরামর্শ মিটারে রিচার্জ করার পরে একটু সময় অপেক্ষা করবেন কারণ অনেক সময় ব্যালেন্স শো করতে একটু সময় লাগে।

বিল সম্পর্কে আরো তথ্য পড়ুন

অনলাইনে গ্যাস বিল চেক করার নিয়ম

ডেসকো বিদুৎ বিল চেক করার নিয়ম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *