অনলাইনে ওমান ভিসা চেক করার নিয়ম (Oman visa check)

ওমান ভিসা চেক (Oman visa check) করার নিয়ম বা উপায় সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আলোচনা করবো।

আপনারা যারা ওমানে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন তারা অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করতে পারবেন।

বাংলাদেশ থেকে প্রত্যেক বছর লাখ লাখ মানুষ কাজ বা ব্যবসার উদ্দেশ্য ওমান যেয়ে থাকে। তাছাড়া, আপনি অন্য কারও ভিসার তথ্য যাচাই করে নিতে পারবেন।

ওমানের বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। আপনি যদি কারও কাছ থেকে ভিসা নিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই ভিসা চেক করে নিবেন।

কারণ, অনেক অসাধু লোক রয়েছে যারা ভিসা দেওয়া সময় ভূয়া ভিসা দিয়ে থাকে। যার ফলে আপনার ওমানে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

আবার অনেকে আছেন যারা ভিসার জন্য টাকা মজা দিয়েছেন কিন্তু এখনো ভিসা হাতে পাননি। তাদের ভিসার আবেদন যদি এপ্রুভড (Approved) হয় তাহলে সেটাও যাচাই করতে পারবেন।

তাহলে চলুন নিচে থেকে জেনে নিবো কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করা যায়।

অনলাইনে ওমান ভিসা চেক করার নিয়ম (Oman visa check)

ওমানের ভিসা চেক বা যাচাই করার জন্য evisa.rop.gov.om এই ওয়েবসাইট ভিজিট করুন। এবার নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন। 

  • Visa Application Number – এখানে আপনার ভিসা নাম্বার লিখুন। 
  • Travel Documents Number – এখানে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
  • Document’s Nationality – Bangladesh সিলেক্ট করুন (আপনি যেদেশের সেই দেশ সিলেক্ট করবেন)।
  • Text Verification – ক্যাপচা সংখ্যা সঠিক ভাবে লিখুন।
  • এবার নিচের Search অপশনে ক্লিক করলে ভিসার তথ্য চেক করতে পারবেন।

যারা নতুন ভিসার জন্য আবেদন করেছেন এবং ভিসা যদি অনুমোদন হয়ে থাকে তাহলে Status Approved লেখা দেখতে পাবেন।

ডান পাশে Payment Receipt টি সংগ্রহ করার জন্য উপরের এরো চিহ্নে ক্লিক করলে PDF ফাইল আকারে সংগ্রহ হয়ে যাবে।

ওমান ভিসা চেক অনলাইন | Oman visa check online

অনলাইনে ওমান ভিসা চেক করার জন্য ভিজিট করুন এই evisa.rop.gov.om লিংকে। এরপর আপনার ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার, জাতীয়তা এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে ওমান ভিসার তথ্য দেখতে পাবেন।

আপনার ভিসা অনুমোদন হলে Status Approved দেখতে পাবেন। ভিসা ফাইল ডাউনলোড করতে চাইলে Payment Receipt অপশনে থেকে PDF ফাইলের উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।

শেষ কথা 

আজকের আমরা জানলাম ওমান ভিসা চেক (Oman visa check) করার নিয়ম বা উপায় সম্পর্কে। ওমানের ভিসা চেক ফ্রম বাংলাদেশ থেকে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।

FAQ (প্রশ্ন উত্তর)

ওমান ভিসা চেক বই পাসপোর্ট নম্বর দিয়ে?

ওমান ভিসা চেক করার জন্য আপনার ভিসা নম্বর, পাসপোর্ট নম্বর, জাতীয়তা (বাংলাদেশ) এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে ভিসার তথ্য দেখতে পাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *