অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম (Malaysia visa check)

অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম (Malaysia visa check)

যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা করেছেন তারা অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম (Malaysia visa check) জেনে নিন।

বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ মালয়েশিয়া যাচ্ছে নানা ধরনের কাজ করার জন্য। তবে, সেখানে যাওয়ার জন্য আপনার ভিসা প্রয়োজন হবে।

অনেকে ভিসার আবেদন করেছেন এবং মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা হাতে পেয়েছেন। কিন্তু, আপনার ভিসা সঠিক কিনা সেটা কিভাবে  চেক করতে হয় জানেন না।

তাই আজকের আর্টিকেলে আমরা জানবো অনলাইনের মাধ্যমে কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করতে হয় সেই সম্পর্কে।

অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম (Malaysia visa check)

অনলাইনের মাধ্যমে মালয়েশিয়া ভিসা চেক করা সহ সকল দেশের ভিসা চেক করা যায়। এর আগে আমি বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম বলেছি।

আপনি চাইলে নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে কারও সহযোগিতা ছাড়ায় নিজে নিজেই মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ভিসা চেক করতে পারবেন।

মালয়েশিয়া ভিসার তথ্য জানার জন্য আপনি মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।

এবার গুগল সার্চ বক্সে immigration department of malaysia লিখে সার্চ করুন। নিচের ছবির মতো পেজ চলে আসবে সেখান থেকে Application Status Inquiry লিংকে ক্লিক করুন।

immigration department of malaysia

তাছাড়া আপনি যদি সরাসরি মালয়েশিয়া গভর্নমেন্টের এই ওয়েবসাইটে যেতে যান তাহলে এই লিংকে ক্লিক করুন। এবার নিচের ছবির মতো একটি ওয়েবসাইট দেখতে পাবেন।

Malaysia visa check

এখান থেকে আপনি দুই ভাবে ভিসা চেক করে দেখতে পারবেন। অর্থ্যাৎ Employer Identification Card No বা Company Registration No দিয়ে।

আমি আপনাকে Company Registration No দিয়ে ভিসা চেক করার নিয়ম দেখাচ্ছি –

Company Registration No – এখানে আপনার ভিসায় থাকা কোম্পানির রেজিষ্ট্রেশন নম্বর লিখুন এবং Search অপশনে ক্লিক করুন।

এবার আপনার উক্ত কোম্পানিতে মোট কত গুলো ভিসা রয়েছে সব গুলো ভিসা এখানে দেখতে পাবেন। Maid Name/Employee অপশনের নিচে নাম গুলো খুঁজে দেখবেন আপনার নাম রয়েছে কিনা।

যদি আপনার নাম খুঁজে পান এবং নামের ডানপাশে যদি PRINT লেখা থাকে তাহলে বুঝে নিবেন মালয়েশিয়া ভিসা প্রসেসিং কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার আপনি ভিসা প্রিন্ট করে সংগ্রহ করে নিতে পারবেন।

আপনার ভিসা প্রিন্ট করে তথ্য গুলো দেখার সাথে সাথে STATUS অপশন থেকে আরো সাত (৭) ধরনের তথ্য দেখতে পাবেন। 

এই সাত ধরনের তথ্য দেখতে চাইলে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভিসার বর্তমান অবস্থার উপর। সাত ধরনের তথ্য গুলো কি কি সেটা নিচের ছবি দেখে বুঝতে পারছেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

অনেকে জানতে চাচ্ছেন পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করা উপায় সম্পর্কে। কারণ, অনেকে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করাটা অনেক বেশি পছন্দ করে এবং নিরাপত্তা মনে করে।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য এই লিংকে যান। এবার নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

এখানে আপনার পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি, নাম, ন্যাশনালিটি সিলেক্ট করে Carian অপশনে ক্লিক করলে ভিসার তথ্য দেখতে পারবেন।

  • No Pasport – আপনার পাসপোর্ট নাম্বার লিখুন 
  • Warganegara – Bangladesh সিলেক্ট করুন
  • Nama – নিচের নাম লিখুন
  • Warganegara – Bangladesh সিলেক্ট করুন
  • শেষে Carian অপশনে ক্লিক করলে ভিসার তথ্য চেক করতে পারবেন।

মালয়েশিয়া ই-ভিসা চেক করার নিয়ম

বাংলাদেশ থেকে যাদের মালয়েশিয়া ই-ভিসা রয়েছে তারা সহজে তাদের ই-ভিসা চেক করতে দেখতে পাবেন। ই-ভিসা চেক করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করুন। নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।

  • Passport Number – আপনার পাসপোর্ট নাম্বার লিখুন 
  • Sticker Number – ই-ভিসায় থাকা স্টিকার নাম্বার লিখুন 
  • ছবির ক্যাপচা কোড পূরণ করুন
  • I have obtained my eVISA – এই অপশনে টিক চিহ্ন দিন
  • শেষে CHECK অপশনে ক্লিক করলে মালয়েশিয়া ভিসা প্রসেসিং তথ্য চেক করে দেখতে পারবেন।

কেন ভিসা চেক করবেন

প্রত্যেক বছর হাজার হাজার মানুষ কাজের উদ্দেশ্য বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাচ্ছেন। অনেক অসাধু বা দালাল চক্র রয়েছে যারা মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে আপনাকে ভূয়া ভিসা প্রদান করবে।

এ সকল দালাল চক্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার ভিসা চেক করার দরকার। তাছাড়া অনেক দালাল আপনাকে এক কাজের কথা বলে অন্য কাছে পাঠিয়ে দেয়। ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন কোম্পানির নাম, কাজের ধরন, কাজেন বেতন, ভিসার মেয়াদ সহ আরো অন্যান্য তথ্য।

শেষ কথা 

আজকে আমরা জানলাম অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক (Malaysia visa check) করার নিয়ম সম্পর্কে। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে লিখে জানাবেন।

ভিসা সম্পর্কে আরো আর্টিকেল পড়ুন

        মোঃ খালিদ হাসান সুজন

        About মোঃ খালিদ হাসান সুজন

        আমি মোঃ খালিদ হাসান সুজন, eshebabd ব্লগের প্রতিষ্ঠিতা ও রাইটার। ২০১৯ সাল থেকে আমি ব্লগিং শুরু করেছি। এই ব্লগটি প্রতিষ্ঠিত করেছি যাতে আপনারা ঘরে বসে বিভিন্ন সরকারি ই-সেবা গুলোর সম্পর্কজানতে পারেন। আমি সব সময় চেষ্টা করি নিজের দক্ষতা দিয়ে মানুষকে কিছু শেখানোর। ধন্যবাদ❤️

        View all posts by মোঃ খালিদ হাসান সুজন →

        4 Comments on “অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম (Malaysia visa check)”

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *