২০২৪ সালে কানাডা যাওয়ার খরচ কত টাকা জানুন
জানুন বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার খরচ কত টাকা বা কানাডা যেতে কত টাকা লাগে, কানাডা ভিসা ক্যাটাগরি এবং কানাডা যাওয়ার যোগ্যতা
ইউরোপ মহাদেশের উন্নত দেশ গুলোর মধ্যে কানাডা উন্নত এবং আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ।
কানাডার জীবনযাপনের মান উন্নত বলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কানাডা যেতে আগ্রহ প্রকাশ করে। বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ পড়াশোনা, জব এবং স্থায়ীভাবে বসবাস করার জন্য কানাডা যাচ্ছেন।
বর্তমানে বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার খরচ এবং কানাডা ভিসা পাওয়া অনেক কষ্টকর। আপনারা যারা বাংলাদেশ থেকে পড়াশোনা, জব এবং স্থায়ীভাবে বসবাস করার জন্য কানাডা যেতে চাচ্ছেন তারা কানাডা যাওয়ার খরচ কত টাকা জানুন
কানাডা যাওয়ার খরচ কত টাকা ২০২৪
বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার খরচ কত টাকা সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার ভিসার উপর। আপনি যে ক্যাটাগরির ভিসায় কানাডা যাবেন সেই পরিমান টাকা খরচ হবে।
সাধারণ ভাবে বাংলাদেশ থেকে কানাডা যেতে ১০ লাখ থেকে ১২ লাখ টাকা লাগে। তবে, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভিসার ক্যাটাগরির উপর।
কানাডা ভিসা ক্যাটাগরি
- স্টুডেন্ট ভিসা
- কানাডা জব ভিসা / ওয়ার্ক পারমিট ভিসা
- কানাডা টুরিস্ট ভিসা / কানাডা ভিজিটর ভিসা
- কানাডা কৃষি ভিসা
চলুন নিচে থেকে জেনে আসি কানাডা ভিসা ক্যাটাগরি গুলোর মধ্যে কোন ভিসায় কানাডা যেতে কত টাকা লাগে।
স্টুডেন্ট ভিসায় কানাডা যাওয়ার খরচ ২০২৪
বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করার উদ্দেশ্য কানাডা যাচ্ছেন। কানাডা উন্নত দেশ হিসাবে পড়াশোনার মান অনেক উন্নত।
বাংলাদেশ যারা স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে চাচ্ছেন তাদের প্রায় ৫ লাখ টাকা খরচ হবে। তাছাড়া আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বনিন্ম জিপিএ ৫ পয়েন্ট পেতে হবে।
কানাডা জব ভিসা / কানাড ওয়ার্ক পারমিট ২০২৪
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রত্যেক বছর কানাডা সরকার বিভিন্ন খাতে লাখ লাখ কর্মী নিয়োগ দেয়। এই নিয়োগে আবেদন করে প্রত্যেক বছর বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশ থেকে লাখ লাখ মানুষ কানাডা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা যাচ্ছেন।
উন্নত দেশ হিসাবে কানাডা কর্ম সংস্থানের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে কিন্তু সেই তুলনায় কর্মী অনেক কম। বাংলাদেশ থেকে যারা কানাডা জব ভিসা বা ওয়ার্ক পারমিট নিতে চাচ্ছেন তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হবে।
তাছাড়া আপনার ব্যাংক একাউন্টে আপনার নিজের নামে ১০ লাখ টাকার বেশি ব্যালেন্স দেখাতে হবে।
কানাডা টুরিস্ট ভিসা ২০২৪
পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কানাডা সবার শীর্ষে অবস্থান করছে। কানাডায় ভ্রমন করার জন্য বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। প্রত্যেক বছর ভ্রমনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ কানাডা আসে।
আপনিও যদি কানাডা টুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসায় কানাডা যেতে চান তাহলে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হবে। টুরিস্ট ভিসায় কানাডা গেলে ৫ থেকে ৫ মাসের ভিসা পাবেন।
কানাডা কৃষি ভিসা ২০২৪
কামনা উন্নত দেশ হিসাবে কৃষি কাজের প্রতি তাদের আগ্রহ অনেক কম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রত্যেক বছর কানাডা সরকার কৃষি ভিসায় প্রচুর কর্মী নিয়োগ করেন।
যারা কৃষি কাজের উপর দক্ষ তারা কানাডা গিয়ে কৃষি কাজ করে মাসে প্রচুর টাকা আয় করতে পারবেন। বাংলাদেশ থেকে কানাডায় কৃষি ভিসায় যেতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা খরচ হয়।
কানাডা যাওয়ার যোগ্যতা
আপনি কানাডা কি উদ্দেশ্য যেতে চাচ্ছেন তার উপর নির্ভর করবে কানাডা যাওয়ার যোগ্যতা। আপনি যদি জব করার জন্য কানাডা যেতে চান তাহলে এক ধরনের যোগ্যতা লাগবে।
আবার যদি পড়াশোনা করার জন্য কানাডা যেতে চান তাহলে এক ধরনের যোগ্যতা লাগবে, ভ্রমন করার উদ্দেশ্য কানাডা যেতে এক ধরনের যোগ্যতা লাগবে।
পড়াশোনার জন্য কানাডা যাওয়ার যোগ্যতা
- বাংলাদেশী বৈর্ধ পাসপোর্ট থাকতে হবে।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- IELTS স্কোর সর্বনিন্ম 6.5 থাকতে হবে।
- কানাডা বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণপত্র।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
কানাডা টুরিস্ট ভিসায় যোগ্যতা
- কানাডা ভিসা আবেদন ফর্ম।
- বৈধ পাসপোর্ট
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- জাতীয় পরিচয়পত্র।
- প্রয়োজনীয় সত্যায়িত কাগজপত্র।
কানাডা ওয়ার্ক পারমিট যোগ্যতা
- বৈর্ধ পাসপোর্ট।
- জাতীয় পরিচয়পত্র।
- ভিসার আবেদন ফর্ম।
- কাজ করার দক্ষতা সার্টিফিকেট।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
কানাডা যাওয়ার এজেন্সি
অনেকে কানাডা যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে। বর্তমানে নামকরা এজেন্সি গুলোর নাম উল্লেখ করা হলো:
- VFS Golbal
- Obokkash
- Airwayabd
- SA Assoccute
শেষ কথা
আজকে আমরা জানলাম বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার খরচ কত বা কানাডা যেতে কত টাকা লাগে অথবা কানাডা ভিসা খরচ কত টাকা” সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন।
কানাডা যাওয়ার খরচ FAQ
কানাডা যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা লাগবে সেটা নির্ভর করবে আপনার ভিসা ক্যাটাগরির উপর। কৃষি ভিসায় ৮ লাখ টাকা, জব ভিসায় ১২ লাখ, স্টুডেন্ট ভিসায় ৫ এবং টুরিস্ট ভিসায় ৫ লাখ টাকা লাগে।
কানাডা যেতে কি কি লাগে?
কানাডা যেতে বৈর্ধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে, আবেদনকারীর জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র, বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
My date of birth is 31/12/1975. I’m a primary school teacher. Can I get a work permit visa of canada? What should I do for it? Please reply me & give me a good suggestion.
আপনার বয়স যদি ৪৫ বছরের বেশি হয় তাহলে আপনি কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পাবেন না…
aminulislam61351@gmail.com
Thanks
My date of birth is 31/12/1975. I’m a primary school teacher. Can I get a work permit visa of canada? What should I do for it? Please reply me & give me a good
আপনার বয়স যদি ৪৫ বছরের বেশি হয় তাহলে আপনি কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পাবেন না।
If I will go to 2 years Diploma in canada then How much money to need?
7-8 lak taka
Let’s spread the love! Tag a friend who would appreciate this post as much as you did.
Thanks