বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব এবং যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব এবং যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে যারা নতুন কানাডা যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব কত এবং বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে

ইউরোপ কান্ট্রির উন্নত দেশ গুলোর মধ্যে অন্যতম কানাডা। বর্তমানে প্রায় ৫০ হাজারের বেশি বাংলাদেশী নাগরিক কানাডায় বসবাস করছে।

বাংলাদেশ থেকে প্রচুর লোক কানাডা যেতে ইচ্ছা প্রকাশ করে। কেউ ভ্রমন করতে যায়, কেউ কাজের উদ্দেশ্য যায়, আবার কেউ কানাডা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করতে যায়।

যারা বাংলাদেশ থেকে কানাডা যেতে চাচ্ছেন তাদের প্রশ্ন বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব কত কিলোমিটার এবং বিমানে যেতে কত সময় লাগে।

এর আগের আর্টিকেলে বলেছি বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় অবস্থিত এবং ঠিকানা (address) সম্পর্কে।

বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব

বাংলাদেশ থেকে কানাডার ডিস্টেন্স বা দূরত্ব 10,994 কিলোমিটার। আপনি যদি মাইল হিসাব করেন তাহলে প্রায় 6,560 মাইল হবে। আবার যদি মিটারে হিসাব করেন তাহলে প্রায় 860 মিটার হবে।

Distance from Bangladesh to Canada

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে

বিমানে বাংলাদেশ থেকে কানাডা যেতে 24 ঘন্টা 48 মিনিট সময় লাগে। তবে, বাতাসের গতির উপর নির্ভর করে এই সময় কম বেশি হতে পারে।

বিমান টেক-অফ করার জন্য 15 মিনিট এবং ল্যান্ডিংয়ের জন্য 15 মিনিট মোট অতিরিক্ত 30 মিনিট সময় যোগ করে।

মনে রাখবেন, আলাদা আলাদা বিমানে ফ্লাই করতে একেক রকমের সময় লাগে। আপনি যে বিমানে ফ্লাই করবেন সেই বিমানের টিকেট বুকিং করার সময় আপনার কানাডা যেতে কত সময় লাগবে সেটা উল্লেখ করা থাকবে।

এছাড়া বাংলাদেশ থেকে সরাসরি বিমান কানাডা যাবে না। বাংলাদেশ থেকে প্রথমে আপনাকে যেতে হবে কাতারে তারপর সেখান থেকে কানাডা যেতে হবে। 

বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া কত 

বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া একেক বিমানে একেক রকমের ভাড়া নেওয়া হয়। তবে, ঢাকা টু কানাডা বিমানে ফ্লাই করতে আপনার ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা লাগবে।

অর্থ্যাৎ ১ হাজার ডলার থেকে ১ হাজার ৮০০ ডলার কানাডার বিমান ভাড়া।  

আমি আগেই বলেছি একেক বিমানের ভাড়া একেক তারিখে একেক রকম। Qatar Airlines বিমানের কানাডার ভাড়া এক রকম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ভাড়া একেক রকম।

আবার Emirates বিমানের ভাড়া একেক রকম, Air Canada বিমানের ভাড়া একেক রকম। অর্থ্যাৎ আপনি যে বিমানে ফ্লাই করেন না কেন একেক তারিখে একেক রকম ভাড়া।

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা লাগে

আপনি যদি কানাডা যেতে চান তাহলে প্রথমে আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে। কানাডা যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে।

আলাদা আলাদা ভিসার ক্ষেত্রে পেমেন্ট আলাদা আলাদা হয়৷ অর্থ্যাৎ একেক ক্যাটাগরির ভিসার খরচ একেক রকম। 

নিচে থেকে কানাডা ভিসার দাম কত জেনে আসি, 

কানাডা শ্রমিক ভিসা : বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য ভিসার আবেদন করার জন্য ১৫০০০ টাকা খরচ হবে। যেকাজের উদ্দেশ্য যেতে চাচ্ছেন সেই কাজে অভিজ্ঞতা থাকলে সহজে ভিসা পেয়ে যাবেন।

কানাডা স্টুডেন্ট ভিসা : বাংলাদেশ থেকে কানাডা স্টুডেন্ট ভিসার আবেদন করার জন্য ১৩০০০ টাকা খরচ হবে। এর পাশাপাশি আপনার কমপক্ষে ৬ পয়েন্ট লাগবে।

কানাডা ভিজিট ভিসা : বাংলাদেশ থেকে যারা কানাড়া ভিজিট বা ভ্রমন করতে যেতে চান তাদের আবেদন করতে জন প্রতি ৬০০০ টাকা খরচ হবে।

কানাডা কোন মহাদেশে অবস্থিত

কানাড়া উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত। অর্থ্যাৎ কানাডা ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত। এর মোট আয়তন ৯৯,৮৪,৬৭০ কিলোমিটার। 

আরো আর্টিকেল পড়ুন 

শেষ কথা

আজকে আমরা জানলাম বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব কত এবং বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে।

মোঃ খালিদ হাসান সুজন

About মোঃ খালিদ হাসান সুজন

আমি মোঃ খালিদ হাসান সুজন, eshebabd ব্লগের প্রতিষ্ঠিতা ও রাইটার। ২০১৯ সাল থেকে আমি ব্লগিং শুরু করেছি। এই ব্লগটি প্রতিষ্ঠিত করেছি যাতে আপনারা ঘরে বসে বিভিন্ন সরকারি ই-সেবা গুলোর সম্পর্কজানতে পারেন। আমি সব সময় চেষ্টা করি নিজের দক্ষতা দিয়ে মানুষকে কিছু শেখানোর। ধন্যবাদ❤️

View all posts by মোঃ খালিদ হাসান সুজন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *