ডেসকো বিদ্যুৎ বিল চেক করার নিয়ম (DESCO bill check)

আজকের আলোচনায় আমরা জানবো অনলাইনে  ডেসকো বিদ্যুৎ বিল চেক (DESCO bill check) করার নিয়ম সম্পর্কে।

ডেসকো (ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড)। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ডেসকো বিদুৎ বিল অনলাইনে মোবাইল ব্যাংকিং বা ডেবিট / ক্রোডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করে।

বিল পরিশোধ করার পরেও আমাদের অনেকের মনে সন্দেহ থাকে বিল সঠিক ভাবে পরিশোধ হয়েছে কিনা। এই সন্দেহ দুর করার জন্য আপনারা ঘরে বসে অনলাইনে ডেসকো বিদ্যুৎ বিল চেক করে দেখতে পারবেন।

আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে ডোসকো পোস্ট পেইড  বিল পরিশোধ হয়েছে কিনা সেটা চেক করে দেখতে পারবেন।

ডেসকো বিদ্যুৎ বিল চেক করার নিয়ম (DESCO bill check)

ডেসকো বিদ্যুৎ বিল চেক করার জন্য ভিজিট করুন http://prepaid.desco.org.bd/customer/#/customer-login এই ওয়েবসাইট। এখানে আপনার একাউন্ট নম্বর বা মিটার নম্বর দিয়ে লগইন অপশনে ক্লিক করলে এক বছরে পরিশোধ করা বিদুৎ বিল গুলো চেক করতে পারবেন।

desco bill check

বিদুৎ বিল চেক করার পাশাপাশি আপনি লাস্ট মাসে কত টাকা রিচার্জ করছেন, কত টাকা ব্যালেন্স রয়েছে, কত কিলোবাইট বিদ্যুৎ ব্যবহার করছেন, এক বছরে কত টাকা রিচার্জ সকল তথ্য চেক করে দেখতে পারবেন।

এছাড়া ১ বছরের ডেসকো বিদুৎ বিল স্টেটমেন্ট (DESCO bill statement) চেক করে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।

DESCO bill statement

Desco postpaid bill check

DESCO বিদ্যুৎ বিল চেক করার জন্য ভিজিট করুন এই http://prepaid.desco.org.bd/customer/#/customer-login ওয়েবসাইট। এরপর আপনার Account/ Meter No লিখে নিচে থাকা Login অপশনে ক্লিক করলে DESCO প্রিপেইড বিল চেক করে দেখতে পারবেন।

এখানে আপনি ডেসকো বিদ্যুৎ বিল চেক করার পাশাপাশি মিটারের অন্যান্য তথ্য দেখতে পাবেন। যেমন-

  • সর্বশেষ কত টাকা এবং কত তারিখে রিচার্জ করছেন।
  • আপনার ব্যালেন্স কত টাকা অবশিষ্ট রয়েছে।
  • চলতি মাসে কত পরিমান বিদ্যুৎ ব্যবহার করছেন এবং কত টাকা বিল হয়েছে।
  • আপনি চলতি মাসে রিচার্জ করছেন কিনা এবং কত টাকা রিচার্জ করছেন।
  • আপনার ব্যালেন্স কত টাকা বাকি রয়েছে।

শেষ কথা

আজকে আমরা জানলাম ডেসকো বিদ্যুৎ বিল চেক করার নিয়ম। এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

FAQ

ডেসকো বিদুৎ বিল অ্যাপ কোনটি?

আপনার এন্ড্রয়েড মোবাইল থেকে গুগল প্লে স্টোর গিয়ে সার্চ করুন DESCO লিখে, প্রথমে পেয়ে যাবেন ডেসকো বিদুৎ বিল অ্যাপটি। সরাসরি ডাউনলোড করতে এই লিংকে যান।

ডেসকো বিদ্যুৎ বিল চেক করার ওয়েবসাইট কোনটি?

ডেসকো বিদুৎ বিলের সকল ইনফরমেশন জানতে ভিজিট করুন http://prepaid.desco.org.bd/customer/#/customer-login ওয়েবসাইটে। এখানে একাউন্ট বা মিটার নম্বর দিয়ে লগইন করুন।

ডেসকো এর পূর্ণরূপ কি?

ডেসকো এর পূর্ণরূপ হলো ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড।

বিদ্যুৎ সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *