প্রিপেইড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নেয় কিভাবে জানুন

আপনার বিদ্যুৎ প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ তাহলে বিদুৎ প্রিপেইড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নেয় কিভাবে জানুন।

আমরা যারা বিদুৎ প্রিপেইড মিটার ব্যবহার করি অনেক সময় দেখা যায় হঠাৎ মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেছে। ব্যালেন্স শেষ হলে আপনি আর বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না।

তাই আমাদের বিদ্যুৎ প্রিপেইড মিটারের কিছু কোড অবশ্যই জানা উচিত। এই কোড গুলো জানার ফলে আপনার প্রিপেইড মিটারের ব্যালেন্স শেষ হলেও সাথে সাথে কোড ব্যবহার করে ইমার্জেন্সিং ব্যালেন্স নিতে পারবেন।

বিদ্যুৎ প্রিপেইড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স আনার উপায় 

আমরা যে বিদুৎ প্রিপেইড মিটার গুলো ব্যবহার করি সেগুলো কিন্তু সব একই রকম না। প্রিপেইড মিটার গুলোর মধ্যে অনেক ধরনের মিটার রয়েছে। চলুন নিচে থেকে কয়েক ধরনের প্রিপেইড মিটার সম্পর্কে জেনে আসি।

বিদ্যুৎ প্রিপেইড মিটারের ধরন

সাধারণত বিদুৎ প্রিপেইড মিটারেকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

  1. স্মার্ট কার্ড টাইপ প্রিপেইড মিটার (ডেসকো প্রিপেইড মিটার)।
  2. কিপ্যাড টাইপ মিটার।
কিপ্যাড টাইপ মিটারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।
  • নেসকো (NESCO)
  • ইনহে (Inhe)
  • লিংইয়াং (Linyang)
  • হেক্সিং (Hexing)

তাহলে চলুন এবার নিচে থেকে জেনে আসি বিদুৎ প্রিপেইড মিটারে কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়া যায়।

প্রিপেইড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নেয় কিভাবে (prepaid meter emergency balance)

বর্তমানে অনেক ধরনের বিদুৎ প্রিপেইড মিটার রয়েছে। এক একটি বিদ্যুৎ প্রিপেইড মিটার একেক ধরনের এবং কোম্পানির। তাই একেক ধরনের প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড একেক রকম।

  • নেসকো প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড 99999.
  • ইনহে প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড 809.
  • লিংইয়াং প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড 89898686.
  • হেক্সিং প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড 811.
  • অন্যান্য সকল প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড 811.

শেষ কথা

আজকে আমরা জানলাম বিভিন্ন প্রিপেইড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নেয় কিভাবে সেই সম্পর্কে। এই বিষয় আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন।

FAQ

প্রিপেইড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স কোড?

নেসকো প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড ৯৯৯৯৯। ইনহে প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড ৮০৯। লিংইয়াং প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড ৮৯৮৯৮৬৮৬। হেক্সিং প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড ৮১১।
অন্যান্য সকল প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স কোড ৮১১।

ডিজিটাল মিটারে টাকা ধার করার নিয়ম?

ডিজিটাল প্রিপেইড মিটারে টাকা ধার করার জন্য নিদিষ্ট কিছু সংখ্যার কোড রয়েছে। যেমন ৯৯৯৯৯, ৮০৯, ৮৯৮৯৮৬৮৬, ৮১১। উক্ত কোড গুলো ব্যবহার করে ডিজিটাল মিটারে টাকা ধার নেওয়া যায়।

মিটারে লোন কিভাবে নেয়?

প্রিপেইড মিটারে লোন নেওয়ার জন্য একেক প্রিপেইড মিটারের নিদিষ্ট কিছু কোড রয়েছে। এই কোড ব্যবহার করে মিটারে লোন নেওয়া যায়।

আরো গুরুত্বপূর্ণ তথ্য পড়ুন

Similar Posts

10 Comments

  1. লোন নিলে পরবতর্ীতে অতিরিক্ত কোনো চার্জ কাটে নাকি?

  2. নেসকো একটা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম। মিটার ব্র্যান্ড না। তথ্য জেনে লিখুন

  3. কত টাকা লোন দিলো তা চেক করবো কিভাবে? বা লোনের বেলেন্চ দেখবো কিভাবে, কারন লোনের টাকা একাউন্টে যোগ হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *