দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে ২০২৪
জানুন দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে, বিমান ভাড়া কত টাকা, যেতে কত সময় লাগে এবং দুবাই থেকে ইতালি কত কিলোমিটার।
বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের অসংখ্য শ্রমিক দুবাই রয়েছে। বিভিন্ন দেশের অসংখ্য শ্রমিক থাকায় তুলনামূলক কাজের চাহিদা অনেক অংশে কমে গেছে।
এজন্য অনেক প্রবাসী শ্রমিক দুবাই থেকে বেশি টাকা আয় করার জন্য ইতালি যেতে যাচ্ছেন। কিন্তু তাদের মধ্যে অনেকে জানেন না দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে।
দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে ২০২৪
দুবাই থেকে ইতালি যেতে ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগে। আপনারা যারা দুবাই থেকে ইতালি যেতে যাচ্ছেন তারা অবশ্যই বৈধ ভাবে যাওয়ার চেষ্টা করবেন। সাগর পথে অবৈধ ভাবে জীবনের রিংস নিয়ে যাবেন না।
বাংলাদেশ থেকে ইতালি যেতে যত টাকা লাগে তার থেকে অনেক কম খরচে দুবাই থেকে ইতালি যেতে পারবেন। তাছাড়া দুবাই থেকে ইতালি গেলে অসেক সুযোগ সুবিধা পাবেন এবং কম সময়ে যেতে পারবেন।
দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য ভিসা প্রসেসিং হওয়ার কিছু দিনের মধ্যে আপনি ইতালি ভিসা পেয়ে যাবেন। দুবাই থেকে ইতালি গেলে খুব অল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন।
দুবাই থেকে ইতালি যেতে কি কি কাগজপত্র লাগে
দুবাই থেকে ইতালি যেতে অবশ্যই আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। উক্ত কাগজপত্রের মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করতে হবে।
- বৈধ পাসপোর্ট।
- দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- ব্যাংক স্টেটমেন্ট কপি।
- কত দিন দুবাই আছেন সেটা উল্লেখ করতে হবে।
- আগে ইতালি গিয়ে থাকলে কোন ভিসায় গিয়েছিলেন উক্ত ভিসার ফটোকপি।
- কভার লেটার সংযুক্ত করতে হবে।
দুবাই থেকে ইতালি কত কিলোমিটার
দুবাই থেকে ইতালি 6,274 (KM) কিলোমিটার। মাইল হিসাবে 3,898 মাইল এবং নটিক্যাল মাইল হিসাবে 3,387 নটিক্যাল মাইল।
দুবাই থেকে ইতালি বিমান ভাড়া কত
দুবাই থেকে ইতালি বিমান ভাড়া নন স্টপ ফ্লাইট ইকোনমি ক্লাস ১৫,৭৬৮ টাকা, ওয়ান স্টাফ ফ্লাইট ইকোনমি ক্লাস ২৮,০৯৭ টাকা এবং ওয়ান স্টাফ+ ইকোনমি ক্লাস ৬৭,৭১৬ টাকা।
বিজনেস ক্লাস নন স্টপ ফ্লাইট ৩৫০,৬৩৪ টাকা, বিজনেস ক্লাস ওয়ান স্টাফ ফ্লাইট ১৫৪,৩৪১ টাকা এবং বিজনেস ক্লাস ওয়ান স্টাফ+ ফ্লাইট ১৪০,১০২ টাকা।
দুবাই থেকে ইতালি যেতে কত সময় লাগে
দুবাই থেকে ইতালি বিমান যেতে ৭ ঘন্টা ৫ মিনিট সময় লাগে (নন স্টাফ ফ্লাইট) এবং ১৮ ঘন্টা ৫০ মিনিট সময় লাগে ওয়ান স্টাফ ফ্লাইটে। তাছাড়া বিমান টিকিটে সময় উল্লেখ করা থাকবে।
শেষ কথা
আজকে আমরা জানলাম দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে, কত সময় লাগে, বিমান ভাড়া কত, কত কিলোমিটার সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন।
MD. SALIM
Father- FUZLUL KARIM
MST CHATARA BEGUM
Address- RAM NARAYANPUR.
WARD NO-06.
CHATKHIL.
KALYAN
.NAGAR-3870.NOAKHALI
CONTACT- MANJUMA AKHTER
Relationship Address- TNT COLONY AGRABAD.DOUBLE MOORING.CHITTAGONG.
BANDARMAIN
POST OFFICE-4100
CHATTOGRA