ন্যাটোর সদস্য দেশ কয়টি
আজকের আর্টিকেলে আমরা জানবো ন্যাটো কি, ন্যাটোর সদস্য দেশ কয়টি এবং ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি সহ আরো অনেক তথ্য সম্পর্কে।
ন্যাটো ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত করা হয়। ন্যাটো একটি সামরিক সহযোগী জোট। যা ন্যাটো জোট ভুক্ত দেশ গুলোকে পরস্পরকে সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ ন্যাটোর সদস্য। এছাড়া এই জোটের সদস্য রয়েছে তুরস্ককে।
আসলে ন্যাটো একটি যৌথ নিরাপত্তা সামরিক সহযোগী জোট। যার মাধ্যমে ন্যাটো অন্তর্ভুক্ত স্বাধীন সদস্য রাষ্ট্র গুলোতে যেন কেনো বহিরাগত পক্ষ আক্রমণ করলে ন্যোটের জেট দ্বারা আক্রমণের জবাব দেওয়া।
মূলত ন্যাটো জোট প্রতিষ্ঠিত করা হয়েছিলো স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের হুমকির জবাব দেওয়ার জন্য। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পরে এই জোটটি বর্তমানে টিকে আছে।
ন্যাটো কি? | Nato ki
ন্যাটো হলো উত্তর আটলান্টিক নিরাপত্তা সামরিক সহযোগী জোট। ১৯৪৯ সালের ৪ এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত করা হয়। ন্যাটো প্রতিষ্ঠিত করার মূল লক্ষ্য জোট ভুক্ত দেশ গুলোকে পরস্পর সামরিক সহযোগীতা প্রদান করা।
ন্যাটো প্রতিষ্ঠিতকালীন সময়ে ১২ টি দেশ নিয়ে গঠিত করা হয়। বর্তমানে ন্যাটোর সদস্য দেশের সংখ্যা ৩১ টি। এর মধ্যে ২৯ টি দেশ ইউরোপের এবং বাকি ২ টি দেশ উত্তর আমেরিকা।
বর্তমানে ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। পৃথিবীর সকল সামরিক বাহিনীর খরচের প্রায় ৭০ ভাগ খরচ ন্যাটোর সামরিক সহযোগী জোটের।
ন্যাটোর সদস্য দেশ কয়টি
বর্তমানে ন্যাটোর সদস্য দেশ ৩১ কয়টি। এর মধ্যে ২৯ টি দেশ ইউরোপের এবং বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার। ২০০৯ সালের ১ এপ্রিল আলবেনিয়া ও ক্রোয়োশিয়া ন্যাটো জোটে যোগ দেয়।
এরপর ২০২০ সালের ২৭ মার্চ উত্তর মেসিডোনিয়া ন্যাটো সদস্য জোটের অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৪ এপ্রিল ফিনলের ন্যাটো সদস্য হয়।
ন্যাটো সদস্য দেশ গুলো হলো –
- ১. মার্কিন যুক্তরাষ্ট্র
- ২. যুক্তরাজ্য
- ৩. জার্মানি
- ৪. ফ্রান্স
- ৫. কানাডা
- ৬. ইতালি
- ৭. বেলজিয়াম
- ৮. স্পেন
- ৯. পোল্যান্ড
- ১০. পর্তুগাল
- ১১. আলবেনিয়া
- ১২. বুলগেরিয়া
- ১৩. ক্রোয়েশিয়া
- ১৪. চেক প্রজাতন্ত
- ১৫. ডেনমার্ক
- ১৬. গ্রিস
- ১৭. আইসল্যান্ড
- ১৮. মন্টিনেগ্রো
- ১৯. নেদারল্যান্ডস
- ২০. নরওয়ে
- ২১. রোমানিয়া
- ২২. তুরস্ক
- ২৩. স্লোভাকিয়া
- ২৪. স্লোভানিয়া
- ২৫. উত্তর মেসিডোনিয়া
- ২৬. এস্তোনিয়া
- ২৭. হাঙ্গেরি
- ২৮. লিথুয়ানিয়া
- ২৯. লাটভিয়া
- ৩০. লুক্সেমবার্গ
- ৩১. ফিনল্যান্ড
ন্যাটো কেন গঠিত হয়
মূলত ন্যাটোর উদ্দেশ্য হলো সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন ও ইউরোপের নিরাপত্তা প্রদান করা। ন্যাটো নিরাপত্তা চুক্তি জোট ভুক্ত দেশ গুলোকে আক্রমন সামরিক সহযোগীতা প্রদান করা।
ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি
ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি ফিনল্যান্ড। ২০২৩ সালের ৪ এপ্রিল ফিনল্যান্ড ন্যাটো জোট ভুক্ত হয়। বর্তমানে ন্যাটোর জোট করেছেন সদস্য দেশ ৩১ টি।
ন্যাটোর সদর দপ্তর কোথায়
বর্তমানে ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবষ্ঠিত। তবে ন্যাটোর প্রতিষ্ঠিকালীন সদর দপ্তর ছিলো যুক্তরাজ্যের লন্ডনে। পরবর্তীতে ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়।
শেষ কথা
আজকে আমরা জানলাম ন্যাটো কি (Nato ki), ন্যাটোর সদস্য দেশ কয়টি, ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি সহ আরো গুরুত্বপূর্ণ ভূমিকা। ন্যাটো সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্টে লিখে জানাবেন।
FAQ
Nato এর বর্তমান সদস্য কয়টি?
Nato এর বর্তমান সদস্য ৩১ টি। সর্বশেষ সদস্য দেশ ফিনল্যান্ড।
ন্যাটোর মুসলিম সদস্য দেশ কয়টি?
বর্তমানে ন্যাটোর মুসলিম সদস্য দেশ ২ টি। এই দেশ দুইটি হলো তুরস্ক ও আলবেনিয়া।
ন্যাটো প্রতিষ্ঠাতা হয় কত সালে?
১৯৪৯ সালের ৪ এপ্রিল ১২ টি দেশ নিয়ে ন্যাটো প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে ন্যাটের সদস্য দেশ ৩১ টি।
ন্যাটোর বর্তমান মহাসচিব কোন দেশের?
ন্যাটোর বর্তমান মহাসচিব হলো ইয়েন্স স্টলটেনবার্গ। তিনি নরওয়ের একজোড়া রাজনীতিবিদ। ২০১৪ সালে তিনি ন্যাটের ১৩তম মহাসচিব হন।