আমেরিকার সর্বনিম্ন বেতন কত | Minimum wage in USA

স্বপ্নের দেশ আমেরিকায় যারা যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন আমেরিকার সর্বনিম্ন বেতন কত বা একজন কর্মীর মাসিক বেতন কত?

বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকা। যেখানে কর্মীদের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বেতন প্রদান করা হয়। বর্তমান আগের তুলনায় আমেরিকাতে কাজের বেতন বৃদ্ধি করা হয়েছে।

২০২২ সালে আমেরিকার কর্মীদের কাজের সর্বনিন্ম বেতন ছিলো ৫.২৫ ডলার। কিন্তু ২০২৩ সালে এই বেতন বৃদ্ধি করে ৭.২৫ ডলার করা হয়েছে। সেই হিসাবে আমেরিকার কর্মীদের মাসিক  বেতন বৃদ্ধি পেয়েছে।

আমেরিকার সর্বনিম্ন বেতন কত | Minimum wage in USA

বর্তমানে ২০২৩ সালে আমেরিকার সর্বনিম্ন বেতন ৭.২৫ ডলার প্রতি ঘন্টা। যা বাংলাদেশে ৭৯৫ টাকা। অর্থাৎ একজন কর্মী আমেরিকাতে প্রতি ঘন্টায় সর্বনিন্ম ৭.২৫ ডলার (বাংলাদেশী ৭৯৫ টাকা) আয় করতে পারবেন।

আমেরিকাতে প্রত্যেক কর্মীর বেতন ঘন্টা চুক্তি প্রদান করা হয়। আপনি যত ঘন্টা কাজ করবেন ততো ঘন্টার বেতন পাবেন। এক মাসে আপনি যত ঘন্টা কাজ করবেন মাসে সেটা হিসাব করে বেতন প্রদান করবে।

তবে আমেরিকার অনেক গুলো প্রদেশ থাকার কারণে বিভিন্ন প্রদেশের রাজ্য সরকার কর্মীদের সর্বনিন্ম একটি বেতন নির্ধারণ করেছে। আপনি যে প্রদেশে কাজ করেন না কেন আপনার বেতন ধরা হবে সর্বনিন্ম ৭.২৫ ডলার প্রতি ঘন্টা।

আবার আপনি যদি আমেরিকার নিউইয়র্ক সিটিতে কাজ করেন তাহলে সেখানে কর্মীদের সর্বনিন্ম বেতন ১৯ ডলার প্রতি ঘন্টা। অর্থাৎ বাংলাদেশ টাকায় ২ হাজার টাকার বেশি।

আমেরিকার সর্বনিন্ম বেসিক বেতন কত

আমেরিকার একজন কর্মীর বেসিক বেতন সর্বনিন্ম ১ হাজার ২২৩ ডলার। একজন কর্মী আমেরিকাতে কাজ করে মাসে ১,২২৩ ডলার (বাংলাদেশী ১ লাখ ৩৩ হাজার টাকা) বেতন পাবে।

এখানে এভারেজ বেতন তুলে ধরা হয়েছে। কাজের উপর ভিত্তি করে আপনার বেতন নির্ধারন করা হবে। যারা অভিজ্ঞতা নিয়ে আমেরিকা যাবে তাদের বেতন অনেক বেশি ধরা হবে।

আপনারা যারা কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে চাচ্ছেন তারা অবশ্যই কাজের উপর দক্ষতা অর্জন করে যাবেন। তাহলে অন্যদের তুলনায় বেশি বেতন পাবেন।

আমেরিকার সর্বোচ্চ বেতন কত

আমেরিকাতে একজন ইঞ্জিনিয়ারের সর্বোচ্চ মাসিক বেতন ১ লাখ ৪৮ হাজার ডলার। ডাক্তার, ইঞ্জিনিয়ার এদের বেতন আমেরিকা সর্বোচ্চ প্রদান করা হয়। তাছাড়া অন্যান্য কাজে যারা জড়িত আছে তাদের সর্বোচ্চ মাসে ১ লাখ ৪৮ হাজার ডলার ধরা হয়।

আমেরিকার কাজের বেতন কত

আমেরিকাতে বেশি বেতন পাওয়া যায় এমন কয়েকটি কাজের বিষয় নিচে উল্লেখ করা হয়েছে। 

আমেরিকাতে কাজবেতন
নার্স২ হাজার ডলার
সফটওয়্যার ইঞ্জিনিয়ার ১ লাখ ৪১ হাজার ডলার
কম্পিউটার সিস্টেম ম্যানেজার১ লাখ ৬২ হাজার ডলার
শিক্ষক২ লাখ ৩৪ হাজার ডলার
চিপ এক্সিকিউটিভ২ লাখ ৬০ হাজার ডলার
নিউরোলজিস্ট২ লাখ ৬৭ হাজার ডলার
ডেন্টিস১ লাখ ৭৫ হাজার ডলার
কোচ২ লাখ ৭ হাজার ডলার
ইয়োগাটেইনার২ লাখ ১৩ হাজার ডলার
আমেরিকার কাজের বেতন কত

এছাড়া আরো অনেক কাজ রয়েছে যেখানে কর্মীদের প্রচুর পরিমানে বেতন প্রদান করার হয়।

শেষ কথা 

আজকে আমরা জানলাম আমেরিকার সর্বনিম্ন বেতন কত (Minimum wage in usa) সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।

FAQ

আমেরিকায় মাসিক বেতন কত?

আমেরিকায় একজন কর্মীর প্রতি ঘন্টা সর্বনিন্ম বেতন ৭.২৫ ডলার। সেই হিসাবে একজন কর্মীর মাসিক বেতন ১ হাজার ২২৩ ডলার।

২০২৩ সালে আমেরিকার সর্বনিন্ম মজুরি কত?

২০২৩ সালে আমেরিকার সর্বনিন্ম মজুরি ৭.২৫ ডলার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ মজুরি বা বেতন নিউইয়র্কে ১৯ ডলার প্রতি ঘন্টা।

আমেরিকা সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *