অনলাইনে পল্লী বিদ্যুৎ অভিযোগ করার নিয়ম ২০২৪

অপনি একজন পল্লী বিদ্যুৎ গ্রহক। তাহলে মিটার বা অন্যান্য সমস্যার জন্য নিকটস্থ অফিসে অভিযোগ করতে পারবেন। জানুন অনলাইনে পল্লী বিদ্যুৎ অভিযোগ করার নিয়ম।

পল্লী বিদ্যুৎ গ্রহকরা তাদের যেকোনো সমস্যার জন্য নিকটস্থ পল্লী বিদ্যুৎ জেনারেল অফিস বা সাব অফিসে অনলাইনের মাধ্যমে অভিযোগ করতে পারবেন।

এখান থেকে কয়েক বছর আগে গ্রহকরা পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতে হলে হাতে বা কম্পিউটারে আবেদনপত্র লিখে অফিসে গিয়ে জমা দিতে হতো।

বর্তমান সরকারের অধিনে বিদ্যুতের অধিকাংশ কাজ গুলো অনলাইন করা হয়েছে। তাই গ্রহকগণ এখন থেকে পল্লী বিদ্যুৎ অফিসে অনলাইনে অভিযোগ করতে পারবেন।

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে অনলাইনে অভিযোগ করবেন।

অনলাইনে পল্লী বিদ্যুৎ অভিযোগ করার নিয়ম ২০২৪

পল্লী বিদ্যুৎ গ্রহকগণ তাদের নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে ২ ভাবে অনলাইনে অভিযোগ করতে পারবেন। এছাড়া গ্রহকগণ কম্পিউটারে বা হাতে লিখেও অভিযোগ করতে পারবেন। তবে আমার মতে অনলাইনে অভিযোগ করলে দ্রুত কার্যকর হবে।

Rebpbs ওয়েবসাইট থেকে অভিযোগ করার নিয়ম ২০২৪

অনলাইনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করার জন্য ভিজিট করুন www.Rebpbs.com ওয়েবসাইটে। এবার উপরের মেন্যু অপশন থেকে “অভিযোগ দিন” অপশনে ক্লিক করুন। আপনি অভিযোগ করার জন্য একটি ফরম পেয়ে যাবেন। ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

  • সমিতির নাম: আপনার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নাম সিলেক্ট করুন।
  • জেনারেল অফিস: নিকটতম অফিসের নাম সিলেক্ট করুন।
  • নাম: আপনার নাম লিখুন।
  • ঠিকানা: সম্পূর্ণ ঠিকানা লিখুন (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)।
  • ইমেইল: ইমেইল নাম্বার লিখুন (যদি থাকে)।
  • মোবাইল: মোবাইল নাম্বার লিখুন (ইংরেজিতে)।
  • মতামত লিখুন: আপনার অভিযোগ বিস্তারিত লিখুন।
  • ক্যাপচা: সংখ্যা ক্যাপচা গুলো বক্সে লিখুন।
  • সংরক্ষণ করুন: শেষে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করুন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওয়েবসাইট থেকে অভিযোগ করার নিয়ম

পল্লী বিদ্যুৎ গ্রহকগণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অভিযোগ করতে পারবেন। অভিযোগ করার নিয়ম নিচে দেখানো হয়েছে।

  • Consumer account number: গ্রহকের হিসাব নাম্বার লিখুন।
  • Consumer Name: গ্রহকের নাম লিখুন।
  • Mobile Number: মোবাইল নাম্বার লিখুন।
  • BREB or 80 PBS Name: জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নাম লিখুন।
  • Zone Office: নিকটতম থানা জেনারেল অফিসের নাম লিখুন।
  • Type of complaint: অভিযোগের ধরন সিলেক্ট করুন।
  • Details: বিস্তারিত অভিযোগ লিখুন।
  • I,m not a robot: টিক চিহ্ন দিয়ে সঠিক ভাবে ক্যাপচা পূরণ করুন।
  • Submit: শেষে সাবমিট অপশনে ক্লিক করে অভিযোগ সাবমিট করুন।

অভিযোগ সাবমিট করার পরে সব কিছু সঠিক থাকলে আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে।

পল্লী বিদ্যুৎ অভিযোগ নাম্বার

পল্লী বিদ্যুৎ অফিসে অনলাইনে অভিযোগ করার পাশাপাশি মোবাইল নাম্বারে কল করে অভিযোগ করতে পারবেন। আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল কাগজের পিছনে নিকটমত জেনারেল অফিস গুলোর মোবাইল নাম্বার দেওয়া আছে।

  • মোবাইল নাম্বারঃ 01792 623467
  • টেলিফোন নম্বরঃ 02-8900575
  • ইমেইলঃ brebcntrolroom@gmail.com

শেষ কথা

আজকে আমরা জানলাম অনলাইনে পল্লী বিদ্যুৎ অভিযোগ করার নিয়ম। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন।

FAQ

বিদুৎ অফিসে অভিযোগ লেখার নিয়ম?

বিদ্যুৎ অফিসে অভিযোগ লেখার জন্য www.Rebpbs.com এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওয়েবসাইট থেকে অনলাইনে অভিযোগ করতে পারবেন।

কেন্দ্রীয় বিদুৎ অভিযোগ কেন্দ্র

সিস্টেম অপারেশন (কেঃ অঃ) পরিদপ্তর
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
সরদ দপ্তর ভবন সপ্তম তলা, নিকুঞ্জ ২
খিলক্ষেত, ঢাকা ১২২৯।

পল্লী বিদ্যুৎ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য পড়ুন

Similar Posts

2 Comments

  1. আমাদের পল্লী বিদ্যুৎ মিটার ছিল অফিস এর খুলে নিয়ে গেছে এখন আর মিটার দেয় না টাকা চায় আমাদের কাছে কিছু বিল পেতো সেগুলো পরিশোধ করা হয়েছে তখন অফিস ছিল গোপালপুরে আমাদের বাড়ি ঘাটাইল উপজেলা আনেহলা ইউনিয়ন চেংটা গ্রামের মিটার করা হয়েছে দেলোয়ার হোসেন নামে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *