বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায়

বাংলাদেশ থেকে যারা কানাডা যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় বা ঠিকানা সম্পর্কে।

আমাদের মধ্যে অনেকে আছেন যারা বাংলাদেশে অবস্থিত কানাডার এম্বাসির ঠিকানা যানেন না। তাই আজকের আর্টিকেলে বাংলাদেশে অবস্থিত কানাডা এম্বাসির ঠিকানা সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য জানবো।

যারা সরকারি ভাবে কানাডা যেতে চাচ্ছেন তারা বাংলাদেশে অবস্থিত কানাডা এম্বাসি থেকে ভিসার আবেদন ফরম পূরণ করবেন।

বাংলাদেশ কানাডা সম্পর্ক হলো রাষ্ট্রদ্বয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরে থেকে দুইটি দেশের মধ্যে সম্পর্ক স্থাপন হয়।

বাংলাদেশের ঢাকায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে কানাডা বাংলাদেশে এবং কানাডার অটোয়ায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ কানাডায় তাদের প্রতিনিধিত্ব করে 

বর্তমানে প্রায় ৪৭ হাজারের বেশি বাংলাদেশী নাগরিক কানাডায় বসবাস করেন। যাদের মধ্যে অধিকাংশ নাগরিক টরেন্টো, ক্যালগ্যারি, অটোয়ায়, মন্ট্রিল ও ভ্যানকুভের বসবাস করেন।

বলা যায় বাংলাদেশ এবং কানাডার মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ৷ যা দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে চলছে।

বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায়

বাংলাদেশে অবস্থিত কানাডার এম্বাসির ঠিকানা হলো – হাউজ#১৬এ, রোড#৪৮, গুলশান-২, ঢাকা।

  • ফোনঃ +৮৮০-২-৯৮৮৭০৯১
  • ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৩০৪৩, +৮৮০-২-৮৮২৬৫৮৫
  • ই-মেইলঃ dhaka@international.gc.ca
  • ওয়েবসাইটঃ www.dfait-maeci.gc.ca/bangladesh

বাংলাদেশে কানাডিয়ান দূতাবাস কোথায়

United nations road, baridhara, dhaka, bangladesh P.O.Box 569, dhaka, bangladesh.

আরো আর্টিকেল পড়ুনঃ 

শেষ কথা 

আজকে আমরা জানলাম বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় অবস্থিত এবং ঠিকানা সম্পর্কে। আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

Similar Posts

4 Comments

  1. I’m a fast food restaurant worker man.I know work in the fast food item.I make in the chicken fried, chicken beef burger, chicken pale, kudu, juice etc.My work experience in 7 years.Before I’m going to work in the Saudi Arabia fast food restaurant job.I’m going to apply for the job visa in Canada.Plz u help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *