মিয়া খলিফার ফেসবুক আইডি
সাম্প্রতিক সময়েয় জনপ্রিয় লেবানিজ-আমেরিকান পর্ন তারকা মিয়া খলিফার ফেসবুক আইডি প্রয়াত দেখাচ্ছে। হঠাৎ ফেসবুকে তার ভেরিফাই করা প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়। তার ফেসবুকে পেজে লেখা দেখাচ্ছে রিমেম্বারিং (Remembering) মিয়া খলিফা।
মিয়া খলিফার এই ফেসবুক পেজে ৪২ লাখের বেশি অনুরাগী ছিলো। যারা এই রিমেম্বারিং লেখা দেখার পরে শোকাহত হয়ে পড়েন। এছাড়া তার ফেসবুক পেজের সমস্ত ছবি ও ভিডিও মুছে গিয়েছিলো।
তার ফেসবুক পেজ হ্যাক রয়েছে কিনা সেটা না জানা গেলেও কোনো এক অঙ্গাত কারণে তার ফেসবুক পেজটি মেমোরিয়াল পেজে পরিণত হয়েছিল। এই খরব নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরে মিয়া খলিফা তার ভক্তদের উদ্দেশে টুইটারে এক পোস্টে জানান আমি এখনও বেঁচে আছি। এখনও সুস্থ আছি।
মিয়া খলিফার আইডির বিবরণে আরো লেখা ছিলো যারা মিয়া খলিফাকে ভালবাসতেন তারা এই প্রোফাইলটি পরিদর্শন করে সান্ত্বনা পাবেন এবং মিয়া খলিফাকে মনে রাখবেন।
তবে, মিয়া খলিফাকে নিয়ে এই ধরনের গুজব নতুন কিছু নয়। এর আগে ২০২০ সালে একবার মিয়া খলিফার মৃত্যুর ভুয়া সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, কয়েক বছর আগে চাউর হয়েছিল তিনি এইচআইভি পজিটিভ। তারপর মিয়া খলিফা নিজে এই গুজব বন্ধ করেন।
মিয়া খলিফার ফেসবুক আইডি
বর্তমানে এখনো মিয়া খলিফার ফেসবুক প্রোফাইল অকার্যকর হয়ে পড়ে আছে। তার ফেসবুক পেজে নতুন করে কোনো স্ট্যাটাস, ছবি বা ভিডিও আপলোড করা হয় না। তবে, রিমেম্বারিং লেখাটি সরে গেছে।
আরও দেখুন- আবেগী ফেসবুক আইডির নাম
যদিও মিয়া খলিফা ফেসবুক পেজে এক্টিভ থাকছে না তবে, তিনি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এক্টিভ থাকছেন। ফেসবুকে তার ৪২ লাখ ভক্ত অনুরাগীরা বিশ্বাস করেন তিনি আবার ফেসবুকে এক্টিভ হবেন।
মিয়া খলিফার ফেসবুক আইডি হল Mia Khalifa