আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশে | IPhone 15 Pro Max price in Bangladesh

বর্তমানে আইফোন সিরিজ গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আইফোন ১৫ প্রো ম্যাক্স (IPhone 15 pro max). আপনারা যারা বাংলাদেশী আইফোন লাভার আছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশে।

প্রত্যেক বছর আইফোন তাদের নতুন নতুন ফোন লঞ্চ করার সাথে সাথে দাম নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। ২০২৩ সালেও তার ব্যতিক্রম হয়নি। এবছর আইফোন ১৫ প্রো ম্যাক্স সিরিজের দাম শুনে অনেকে হতবাক হয়েছেন।

কারণ বর্তমানে আইফোন সিরিজের সবচেয়ে জনপ্রিয় ফোন হচ্ছে আইফোন ১৫ প্রো ম্যাক্স (IPhone 15 pro max). আজকের আর্টিকেলে আমরা জানবো বাংলাদেশে আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম কত এবং এর নতুন নতুন ফিচার সম্পর্কে।

আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশে | IPhone 15 Pro Max price in Bangladesh

IPhone 15 Pro Max কয়েকটি ভেরিয়েন্টে তৈরি করা হয়েছে এবং ভেরিয়েন্টের উপর ভিত্তি করে দাম নির্ধারন করা হয়েছে। এই ভেরিয়েন্ট গুলো হলো 1TB, 256GB এবং 512GB. একেক ভেরিয়েন্টের দাম একেক রকম।

বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় আইফোন বিক্রিতা প্রতিষ্ঠান apple gadget. তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে আইফোন ১৫ প্রো ম্যাক্স 1TB এর দাম ২,২৬,৫০০ টাকা। আইফোন ১৫ প্রো ম্যাক্স 256GB এর দাম ১,৬৯,০০০ টাকা এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স 512GB এর দাম ১,৯৪,০০০ টাকা।

IPhone 15 Pro Max এর ডিসপ্লে ৬.৭ ইঞ্চি, ডিসপ্লে রেজুলেশন ১২৯০x২৭৯৬ পিক্সেল, ক্যামেরা ১২ মেগা পিক্সেল (সেলফি), এবং মেইন ক্যামেরা ৪৮ মেগা পিক্সেল (১২ MP periscope telephoto, 12 MP ultrawide). ব্যাটারি Li-lon 4441 mAh, non-removable এবং wired charging.

আইফোন ১৫ প্রো ম্যাক্স কি ডুয়েল সিম

আইফোন ১৫ প্রো ম্যাক্স ডুয়েল সিম (GSM এবং GSM) মোবাইল যা ন্যানো-সিম এবং ন্যানো-সিম কার্ড।

শেষ কথা

আজকে আমরা জানলাম আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশে (IPhone 15 Pro Max price in Bangladesh). এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *