হজ করতে কত টাকা লাগে 2024
বাংলাদেশ থেকে যেসব ধর্মপ্রাণ মুসলমান ২০২৪ সালে হজ্জ করতে যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন হজ করতে কত টাকা লাগে 2024 সালে।
বিগত বছর গুলোর তুলনায় ২০২৩ সালে যারা হজ্জ করতে গেছেন তাদের অন্যান্য বছরের তুলনায় প্রায় দিগুণ টাকা খরচ হয়েছে।
তাই বাংলাদেশ থেকে ২০২৪ সালে যারা হজ্জ করতে যেতে চাচ্ছেন তাদের প্রশ্ন ২০২৪ সালে বাংলাদেশ থেকে হজ্জে যেতে কত টাকা লাগবে।
বাংলাদেশ থেকে ২০২৪ সালে হজ্জে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকিদের যেতে হবে বেসরকারি ব্যবস্থাপনায়।
যারা হজ্জে যেতে চাচ্ছেন তাদের খরচ বেড়ে যাওয়ায় অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও হজ্জ নিবন্ধন করতে পারেনি।
হজ করতে কত টাকা লাগে 2024
বাংলাদেশ থেকে ২০২৪ সালে সরকারি হজ্জ প্যাকেজ ধরা হয়েছিলো ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি হজ্জ প্যাকেজ ধরা হয়েছিলো ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
২০২৩ সালে সরকারি ভাবে হজ্জের প্যাকেজ ধরা হয়েছিলো ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এর মধ্যে হাজীদের কোরবানি ছাড়া হজ্জের প্যাকেজ ধরা হয়েছিলো ৪ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা।
যা ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে হজ্জ প্যাকেজ বৃদ্ধি পেয়েছে ২ লাখ ২১ হাজার টাকা পর্যন্ত। ২০২২ সালে সালে এই একই হজ্জের প্যাকেজ ছিলো ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা।
আপনারা যারা হজ্জের জন্য নিবন্ধন করতে চাচ্ছেন তারা holyhajjnumrah.com এই ওয়েবসাইট থেকে হজের প্রাক নিবন্ধন করতে পারবেন এবং জানতে পারবেন “২০২৪ সালে হজ করতে কত টাকা লাগবে”।
২০২৪ সালে হজ নিবন্ধনের তারিখ ঘোষণা
২০২৪ সালের জন্য হজযাত্রীদের নিবন্ধন শুরু করেছে সৌদি সরকার। এই নিবন্ধনের কাজ শুরু করেছে ১৬ সেপ্টেম্বর থেকে। ২০২৪ সালের ১ মার্চ হজ ভিসা ইস্যুকরণ শুরু করা হবে এবং বন্ধ হবে ২৯ এপ্রিল। ৯ মে থেকে হজের ফ্লাইট শুরু হবে।
২০২৪ সালে হজের খরচ দেখানো হয়েছে
- বিমান ভাড়া ১৯৭৭৯৭ টাকা।
- ভিসা সার্ভিস ৮৫১৭ টাকা।
- মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ২০৪৪৪.৯১ টাকা।
- মক্কা, মদিনা, জেদ্দা, মুযদালিফা, আল-মাশায়েরের গাড়ি ভাড়া ৩৫১৬২.৪৩ টাকা।
- বাস সার্ভিস ২৮৩৯ টাকা।
- জমজম পানি সার্ভিস ৪২৫.৫৮ টাকা।
- তাঁবু, বালিশ, কম্বল, বিছানা, চাদর, খাবার সার্ভিস চার্জ ১৬০৬৩.৬২ টাকা।
- মক্কায় লাগেজ সার্ভিস ৫৮৭.৬৭ টাকা।
- মক্কা, মদিনা, আরাফাত, মুজদালিফা, মিনা, মক্কা বাস ভাড়া ১৯৩৩৩.৫৯ টাকা।
- ফেরার সময় মক্কা মদিনা থেকে লাগেজ ভাড়া ৮৫১.৬৭ টাকা।
- স্বাস্থ্য বীমা ফি ৯৪৬.৪৮ টাকা।
- লাগেজ ট্যাগিং, আইডি কার্ড ফি ৮০০ টাকা।
- খাওয়া খরচ ৩৫০০০ টাকা।
- প্রশিক্ষণ ফি ৩০০ টাকা।
- হজ গাইড ১৫১৭৮.১০ টাকা।
কেন হজের খরচ বৃদ্ধি পেয়েছে
সরকারি কর্মকর্তারা জানান হজের খরচ বৃদ্ধি পেয়েছে কারণ এবছর ডলারের দাম বেড়েছে, বিমান ভাড়া বেড়েছে এবং সৌদি আরবের খরচ বেড়ে যাওয়ায় হজ প্যাকেজ বৃদ্ধি পেয়েছে।
তাছাড়া বাংলাদেশের হাজীরা মক্কা ও মদিনার কেন্দ্রস্থালে থাকতে চান। তাদের মক্কেল ও মদিনার কাছাকাছি রাখতে খরচ বৃদ্ধি পেয়েছে। অন্যদেশের হাজিরা দুরে থাকে এবং তারা নিজেরা রান্না করে খায় এজন্য তাদের খরচ কম হয়।
তাছাড়া আমাদের দেশের হাজীদের মক্কা ও মদিনার কাছাকাছি রাখা হয় যাতে তারা হারাম শরীফে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে।
সরকারি কর্মকর্তারা বলেন বিমান ভাড়া বাদে বেশি ভাগ খরচ সৌদি আরবের। তাছাড়া অন্যান্য খরচ বৃদ্ধি পাওয়ায় হজের খরচ বৃদ্ধি পেয়েছে।
শেষ কথা
আজকে আমরা জানলাম হজ করতে কত টাকা লাগে 2024 এবং হজ্ব প্যাকেজ ২০২৪ সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্ট করে জানাবেন।
FAQ
২০২৪ সালে হজ করতে কত টাকা লাগবে?
২০২৪ সালে বাংলার থেকে হজ করতে ৭ লাখ টাকা বেশি খরচ হবে। কারণ বর্তমানে ডলার রেট অনেক বেশি।