বাংলাদেশ থেকে জাপানের দূরত্ব কত কিলোমিটার
আজকের আর্টিকেল আমরা জানবো বাংলাদেশ থেকে জাপানের দূরত্ব কত কিলোমিটার, বাংলাদেশ থেকে জাপান যেতে কত সময় লাগে এবং বাংলাদেশ থেকে জাপান বিমান ভাড়া কত টাকা।
প্রযুক্তির দিক থেকে জাপান অনেক উন্নত একটি দেশ। বিশেষ করে মোটরসাইকেল, গাড়ি এবং বিভিন্ন ইঞ্জিনের দিক থেকে জাপান অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে।
আপনারা যারা বাংলাদেশ থেকে জাপান যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন বাংলাদেশ থেকে জাপানের দূরত্ব কত কিলোমিটার, বিমানে যেতে কত সময় লাগে এবং বিমান ভাড়া কত টাকা।
বাংলাদেশ থেকে জাপানের দূরত্ব কত কিলোমিটার
গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে জাপানের দূরত্ব 4,766 কিলোমিটার। মাইল হিসাবে বাংলাদেশ থেকে জাপান 2,962 মাইল এবং নটিক্যাল মাইল হিসাবে 2,574 নটিক্যাল মাইল।
বাংলাদেশ থেকে জাপান যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে জাপান বিমানে যেতে ৬ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে। তাছাড়া আপনার বিমান টিকেট বুকিং করার পরে উক্ত টিকেটে উল্লেখ করা থাকবে যেতে কত সময় লাগবে।
বাংলাদেশ থেকে জাপান বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে জাপান যেতে বিমানের দুই ধরনের ফ্লাইট ক্লাস টিকেট রয়েছে। একটি হচ্ছে Economy classএবং অপরটি হচ্ছে Business class. দুই ধরনের ফ্লাইটের ক্লাস ভাড়া ভিন্ন ভিন্ন। Economy class ভাড়া ৪১,৬১৩ টাকা এবং Business class ভাড়া ৯৯,৮১৪ টাকা।
শেষ কথা
আজকে আমরা জানলাম বাংলাদেশ থেকে জাপানের দূরত্ব কত কিলোমিটার, বিমানে যেতে কত ঘন্টা সময় লাগে এবং বিমান ভাড়া কত টাকা। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।